ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ঘন কুয়াশা আর শৈতপ্রবাহে বিপর্যস্ত শেরপুরের জনজীবন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:৯

ঘন কুয়াশায় ঢেকে গেছে বগুড়ার শেরপুর উপজেলার সর্বত্র। ফিমেল হাওয়া আর কুয়াশার শিশিরে বেড়েছে শীতের প্রকোপ। বিপর্যস্ত জনজীবন।

সোমবার (১১ ডিসেম্বর) অগ্রহায়ণ মাসের শেষে এসে অনেকটা হঠাৎ করেই শুরু হয়েছে হাড় কাঁপানো প্রচণ্ড শীত। শীতের সাথে ঘন কুয়াশা আর উত্তর-পশ্চিম থেকে আসা কনকনে হিমেল হাওয়া এবং মাঝারি থেকে ঘন কুয়াশায় উপজেলা সর্বত্রই বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। 
সকাল ৮ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত ও কুয়াশার কারণে বিশেষ করে শিশু বৃদ্ধদের দুর্ভোগ বেড়ে গেছে। সর্দি-কাশি জ্বর বিশেষ করে শ্বাসকষ্ট জনিত রোগের প্রকোপ বেড়েছে। হতদরিদ্র নিম্নআয়ের দিন এনে দিনে খাওয়া মানুষের আয় রোজগারের ক্ষেত্রেও করেছে বিরূপ প্রভাব। 

সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় ঘন কুয়াশায় ঢেকে গেছেন উপজেলার প্রকৃতি। শহর ও গ্রামীণ সড়ক গুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। তবে কুয়াশার কারণে কোথাও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এখনো। এদিকে শীত উপেক্ষা করে সকালে শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের জীবিকার তাগিদে কাজে যেতে দেখা যায়। দুলাল, সাইফুল, মোস্তফাসহ কয়েকজন শ্রমিক বলেন, বেশ ঠান্ডা পড়েছে, কুয়াশা আর হিমেল শিশুদের কারণে হাত-পা অবশ হয়ে আসছে। তবুও পেটের দায়ে  আলুর জমিতে কাজ করতে এসেছি। কয়েকজন ভ্যানচালক বলেন মৌসুমের শুরুতেই বেশি কুয়াশা আর ঠান্ডা। শীতের কারণে যেমন ভ্যান চালানো কষ্টকর তেমনি যাত্রীরাও সহজে ভ্যানে উঠতে চান না। সকালে বেরিয়েছি। রুটি রুজি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, এমনিতেই উত্তরবঙ্গে শীত একটু বেশি হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে কমতে শুরু করে তাপমাত্রা।তাপমাত্রা কমার সাথে সাথেই বাড়তে শুরু করে শীতের পরশ। বেলা ১১ টার পর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও সন্ধ্যা না নামতেই হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। সন্ধ্যা থেকে শুরু করে পরদিন দশটা এগারোটা পর্যন্ত বইতে থাকে শীতের প্রকোপ। তীব্র শীতে শিশু ও বয়স্কদের ঠান্ডা জনিত নানা ধরনের রোগ ব্যাধির প্রকোপ আরো বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকগণ। ইতিমধ্যে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের কাছে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের সংখ্যাধিখ্য দেখা দিয়েছে। যার বেশিরভাগ শিশু। তাপমাত্রার পারদ ক্রমান্বয়ে কমে যাওয়ায় পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকগণ। এছাড়াও সমস্যায় পড়েছে গবাদি পশুর খামার মালিকরা। এতদিন তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে থাকায় ধানের বীজতলা ও সরিষা উৎপাদন নিয়ে শংকায় ছিল এলাকার কৃষক। কিন্তু তাপমাত্রার পারদ নেমে যাওয়ায় সরিষা উৎপাদনে ইতিবাচক ফল দিলেও তা ধানের বীজতলাকে কোল্ড ইনজুরি করে ফেলতে পারে বলে মতামত দিয়েছেন মাঠ পর্যায়ের কৃষিবিদরা। অপরদিকে শীতকালীন সবজি নিয়েও শংকায় আছেন সবজি চাষীরা।

বগুড়ার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,  বিশেষ করে গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবের কারণেই দিনে কুয়াশাচ্ছন্ন থাকছে। হিমেল হওয়া প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। সামনের তাপমাত্রা আরও কমবে বলে তিনি জানান।  

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলামের উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

রায়পুরে ১০০ কেজি জাটকা জব্দ

রাজনীতি আমার পেশা না,আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাইঃ ড.আতিক মুজাহিদ

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি