ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে কাস্টম ঘিরে সক্রিয় প্রতারক চক্র


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:১৩

চট্টগ্রামে কাস্টম হাউস ঘিরে বেড়েছে প্রতারক চক্রের দৌরাত্ম্য। এই প্রতারণার জালে আটকিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। ফলে নিস্ব হয়ে পথে বসছেন অনেকেই। বিশ্বাস অর্জনের জন্য তৈরি করছেন ভূয়া ওয়েবসাইট, সেখানে আবার আপলোড দিচ্ছেন ভূয়া নিলাম ও সর্বনিম্ন দরদাতার ডকুমেন্টও। ফলে সহজেই বিশ্বাস করে ঠকছেন ব্যবসায়ীরা। সম্প্রতি এসব বিষয় নিয়ে মামলা দায়ের করেছেন মোজাম্মেল হক শাহিন নামের ভুক্তভোগী এক ব্যবসায়ী। মামলায় একাধিক আসামী আটক হলেও উদ্ধার হয়নি আত্মসাতকৃত টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্টস।
জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নাম পাল্টে কাস্টমসে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাদের নামের সাথে নাম মিলিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচিত হয়। বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে কাস্টমসের নিলাম শাখা থেকে অল্প দামে অনেক টাকার জিনিষ নিলামে ক্রয় করে দেয়ার প্রলোভন দেখায়। আর কিছু লোভী ব্যবসায়ীরা তাদের ফাঁদে পা দিয়ে নগদ টাকা লেনদেন করে নিঃস্ব হয়ে পড়ে। এই কাজগুলো নিখুদভাবে সম্পন্ন করতে তারা বিভিন্ন এলাকায় নিজেদের সোর্স ব্যবহার করে থাকে। স্মার্ট চলাফেরা ও কথাবার্তায় বুঝাই যায়না যে তারা ভূয়া অফিসার। আবার অনেকে ক্লাইন্টদের কাস্টম হাউজ এলাকায় নিয়ে ঘুরিয়েও আনেন। গোপনীয়তা রক্ষার অযুহাত দেখিয়ে অফিসারদের সাথে দেখা করান না।
সম্প্রতি এমন প্রতারণার শিকার হওয়া ঢাকার ব্যবসায়ী মোজাম্মেল হক শাহিন জানান, ”আমার এক পরিচিত লোক আমার কাছে প্রস্তাব নিয়ে আসে চট্টগ্রামে কাস্টমসের নিলাম শাখায় কিছু কেমিক্যাল আছে যা অনেক দামি। সেখানে মিজানুর রহমান নামে তার পরিচিত একজন ডেপুটি কমিশনার আছেন যিনি কম দামে এগুলো তাকে পাইয়ে দিবেন। ঢাকায় একাধিক মিটিং করেন তারা। পরে টেন্ডারে অংশ নেয়ার জন্য নগদ কিছু টাকা প্রদান করি। আমি সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছি বলে একটা ডকুমেন্টও দেয়, যেটা কাস্টমসের একটা (ভূয়া) অনলাইনে আপডেট আছে। কাস্টমস অফিসের দিকে রওয়ানা হই। মাল দেখে হিসাব করে ১০ লক্ষ টাকা নগদ ও ১৯ লাখ ২১ হাজার টাকার চেক দেওয়ার কথা ছিল। গাড়ি আগ্রবাদ হাজিপাড়া আসলে নিরব জায়গায় দাড়িয়ে আমার কাছ থেকে মালের ডেলিভারি প্রক্রিয়ার কাগজপত্র স্বাক্ষর নেয় গাড়িতে বসে। সুমন (সোর্স) আগে গাড়ী থেকে নামে, আমি কাগজে স্বাক্ষর করার পর মিজান (কথিত ডেপুটি কমিশনার) আমাকে বলে আমার সাথে আপনারা অফিসে গেলে অসুবিধা, তাই সুমন আর আপনি একসাথে আসেন আমি অফিসে গিয়ে ফাইলটা জমা দেই। লেবার ও কাভার্ডভ্যান মাল লোডের অপেক্ষায় আছে বলে আমাকে গাড়ি থেকে নামতে বলে। আমি গাড়ি থেকে নামতে গাড়ি টান দেয়, গাড়ি থেকে নেমে দেখি সুমন নাই। সুমনকে কল দিলে বলে আমি ওয়াস রুমে আসছি আপনি একটু এখানেই অপেক্ষা করুন। বিশ মিনিট পরে সুমনের মোবাইল বন্ধ, মিজানকে কল দিলে সে পরবর্তী প্রায় ৪০ মিনিট পর্যন্ত কল ধরেছিল এরপর মিজানের মোবাইল ও বন্ধ। গাজীপুরে জামালকে কল দেই তার মোবাইল ও বন্ধ পাই। পরে বিষয়টি সন্দেহ হলে স্থানীয় ডবলমুরিং থানায় যোগাযোগ করে মামলা দয়ের করি। থানার ওসি ও পুলিশ আসামী আটক এবং মালামাল উদ্ধারে যথেষ্ঠ আন্তরিক, চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছু আসামী আটকও হয়েছে।”
মামালার বিষয়টি স্বীকার করে তদন্ত কর্মকর্তা এসআই সন্তোষ বালা জানান, ”ওসি স্যারের আন্তরিক প্রচেষ্টায় আমরা আসামী আটকে সাঁড়াষি অভিযান চালাচ্ছি। কিছু আসামী আটকও হয়েছে, তাদের নামে আরো অনেক মামলা আছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা। কাস্টমসের কোন কর্মকর্তা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। যে কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।”
 এর আগে পণ্য খালাসের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের একটি চক্রের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করা হয়েছিল। আর্থিক সুবিধা নিয়ে কাস্টমসে আটকে থাকা পণ্য ও মালামালগুলো ছাড়ানোর অভিযোগ ছিল। বিভিন্ন সোর্সদের মাধ্যমে কব্জায় ফেলে তাদের কাছ থেকে হাতিয়ে নেন টাকা। কিন্তু চক্রটির কথা মতো পণ্য খালাস কাজ করতে পারলেও অধিকাংশ ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
এবিষয়ে কথা বলতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমানের মোবাইলে কল ও ক্ষুদেবার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি। 

 

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই