নেত্রকোনা - ১ আসনে লড়াই হবে আ.লীগ - স্বতন্ত্রে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিক পাওয়ার পর থেকেই মাঠে নানা ধরনের পোষ্টার, হ্যান্ডবিল ও ডিজিটাল প্রচার নিয়ে ব্যস্ত রয়েছে নেত্রকোনা - ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের নেতাকর্মীরা।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৮,০৬৭ এর মধ্যে পুরুষ ভোটার ২,১২,৬২৫ এবং মহিলা ভোটার ২,০৫,৪৩৮। এবার এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী (আ.লীগ মনোনীত-নৌকা), গোলাম রব্বানী (জাতীয় পার্টি মনোনীত-লাঙ্গল), জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র-ট্রাক), আফতাব উদ্দিন (স্বতন্ত্র-ঈগল), আহম্মদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-ছড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রতিক পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীর সমর্থকদের মিছিল ও ডিজিটাল প্রচার নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। চায়ের দোকান গুলোতে শুরু হয়েছে সাধারণ ভোটারদের নানা মতামত। কে হচ্ছে এ আসনের এমপি। এ নিয়ে সাধারণ ভোটারগণ জানান, এ আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মুলত লড়াই হবে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে।
বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট সহ নানা উন্নয়ন করেছেন। এলাকায় সকল সন্ত্রাসী কর্মকান্ডকে কঠোর হাতে দমন করেছেন, দলীয় নেতাকর্মীদের ঈদ বোনাস দেয়া চালু করেছেন, কর্মীদের মুল্যায়ন করেছেন, সে দিক বিবেচনায় আমরা রুহী ভাইকে নৌকা প্রতিকে ভোট দেবো।
অপর দিকে, এ আসন থেকে বার বার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি চেয়ারম্যান থাকা কালে, চেয়ারম্যানের নির্ধারিত ভাতা বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে, ব্যক্তিগত অর্থায়নে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, ঈদ উপহার, করোনা কালীন স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ সহ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করে নজির স্থাপন করেছেন, আমরা তাকেই ভোট দেবো।
স্থানীয় সুধীজন ও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু দলীয় নেতাকর্মীগণ সাংবাদিকদের বলেন, এ আসনে মুলত লড়াই হবে আ‘লীগ ও স্বতন্ত্র প্রার্থীর। তবে জাতীয় পার্টির গোলাম রব্বানীও ঝোপ বোঝে কোপ মারতে পারে। কারন আ.লীগের বাঁধা আ.লীগই। ২০০৮, ২০১৪ ও ২০১৮ এর জাতীয় সংসদ নির্বাচনে তিন তিনবার একাধারে এ আসনে কলমাকান্দা উপজেলা থেকে আ.লীগের মনোনয়ন দেয়া হচ্ছে।
দুর্গাপুর উপজেলায় আ.লীগের যোগ্যপ্রার্থী থাকার পরেও এবার বার বার আ.লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় দুর্গাপুর উপজেলার সাধারণ ভোটারদের মাঝে একটা চাঁপা ক্ষোভ বিরাজ করছে। সেইসাথে ত্যাগী আ.লীগের নেতাদের মাঝেও দেখা দিয়েছে চাঁপা ক্ষোভ ও অস্থিরতা। বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহন না করায় স্বতন্ত্রপ্রার্থীর জন্য সে সুযোগ পোয়া বারোতে পুর্ন হতে পারে। দুর্গাপুরবাসী যদি সবাই মিলে এই সুযোগ কাজে লাগাতে গিয়ে তলে তলে এক হয়ে যায়, তাহলে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত হতে পারে।
এমএসএম / এমএসএম

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন
