ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নেত্রকোনা - ১ আসনে লড়াই হবে আ.লীগ - স্বতন্ত্রে


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ বিকাল ৫:৫১

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিক পাওয়ার পর থেকেই মাঠে নানা ধরনের পোষ্টার, হ্যান্ডবিল ও ডিজিটাল প্রচার নিয়ে ব্যস্ত রয়েছে নেত্রকোনা - ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের নেতাকর্মীরা। 

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৮,০৬৭ এর মধ্যে পুরুষ ভোটার ২,১২,৬২৫ এবং মহিলা ভোটার ২,০৫,৪৩৮। এবার এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী (আ.লীগ মনোনীত-নৌকা), গোলাম রব্বানী (জাতীয় পার্টি মনোনীত-লাঙ্গল), জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র-ট্রাক), আফতাব উদ্দিন (স্বতন্ত্র-ঈগল), আহম্মদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-ছড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতিক পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীর সমর্থকদের মিছিল ও ডিজিটাল প্রচার নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। চায়ের দোকান গুলোতে শুরু হয়েছে সাধারণ ভোটারদের নানা মতামত। কে হচ্ছে এ আসনের এমপি। এ নিয়ে সাধারণ ভোটারগণ জানান, এ আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মুলত লড়াই হবে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে। 

বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট সহ নানা উন্নয়ন করেছেন। এলাকায় সকল সন্ত্রাসী কর্মকান্ডকে কঠোর হাতে দমন করেছেন, দলীয় নেতাকর্মীদের ঈদ বোনাস দেয়া চালু করেছেন, কর্মীদের মুল্যায়ন করেছেন, সে দিক বিবেচনায় আমরা রুহী ভাইকে নৌকা প্রতিকে ভোট দেবো।

অপর দিকে, এ আসন থেকে বার বার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি চেয়ারম্যান থাকা কালে, চেয়ারম্যানের নির্ধারিত ভাতা বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে, ব্যক্তিগত অর্থায়নে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, ঈদ উপহার, করোনা কালীন স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ সহ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করে নজির স্থাপন করেছেন, আমরা তাকেই ভোট দেবো।  

স্থানীয় সুধীজন ও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু দলীয় নেতাকর্মীগণ সাংবাদিকদের বলেন, এ আসনে মুলত লড়াই হবে আ‘লীগ ও স্বতন্ত্র প্রার্থীর। তবে জাতীয় পার্টির গোলাম রব্বানীও ঝোপ বোঝে কোপ মারতে পারে। কারন আ.লীগের বাঁধা আ.লীগই। ২০০৮, ২০১৪ ও ২০১৮ এর জাতীয় সংসদ নির্বাচনে তিন তিনবার একাধারে এ আসনে কলমাকান্দা উপজেলা থেকে আ.লীগের মনোনয়ন দেয়া হচ্ছে। 

দুর্গাপুর উপজেলায় আ.লীগের যোগ্যপ্রার্থী থাকার পরেও এবার বার বার আ.লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় দুর্গাপুর উপজেলার সাধারণ ভোটারদের মাঝে একটা চাঁপা ক্ষোভ বিরাজ করছে। সেইসাথে ত্যাগী আ.লীগের নেতাদের মাঝেও দেখা দিয়েছে চাঁপা ক্ষোভ ও অস্থিরতা। বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহন না করায় স্বতন্ত্রপ্রার্থীর জন্য সে সুযোগ পোয়া বারোতে পুর্ন হতে পারে। দুর্গাপুরবাসী যদি সবাই মিলে এই সুযোগ কাজে লাগাতে গিয়ে তলে তলে এক হয়ে যায়, তাহলে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত হতে পারে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা