চট্টগ্রামে নৌকার প্রতিপক্ষ আ.লীগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমতে শুরু করেছে প্রচার-প্রচারণা। দিন যত কাটছে উত্তেজনা ততই বাড়ছে বলে মনে হচ্ছে। সারাজীবন লক্ষ করে আসছি দলীয় প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে থাকে নেতাকর্মীরা। কিন্তু এবার এটির ব্যাতিক্রম। দলীয় প্রার্থীদের নৌকাকে পরাজিত করতে প্রকাশ্যে মাঠে সক্রিয় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা দেখে মনে হয় নৌকার প্রতিপক্ষই যেন আওয়ামী লীগ। তবে তারা অন্য দলের হয়ে কাজ করছেন না, করছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। তবে বিষয়টিকে ভালো নজরে দেখছেন না মাঠের অনেক ত্যাগী রাজনীতিবিদ।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছে ১৪টিতে। রাজনৈতিক জোটের স্বার্থে ২ টি আসনে শরীকদের ছাড় দিয়েছে ক্ষমতাসিন আওয়ামী লীগ। আবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন অনেক আওয়ামী লীগ নেতা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ১১৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছে ১৭ জন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। তাঁর জয় ঠেকাতে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। এ আসনে তিনি ছাড়াও অন্যান্য দলের আরো পাঁচজন প্রার্থী রয়েছেন।
চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তাঁর জয় ঠেকাতে তরমুজ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ঈগল প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। এছাড়ও এই আসনে অন্যান্য দলের আরো ৫ প্রার্থী মাঠে আছেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। তাঁর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন চৌধুরী। এ আসনে অন্যান্য দলের আরো ৬ প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় আছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দীন বাচ্চু। সেই একই কমিটির যুগ্ন আহবায়ক ফরিদ মাহমুদ স্বতন্ত্র হিসেবে কেটলি প্রতীক নিয়ে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম ফুলকপি প্রতীক নিয়ে লড়ছেন। তবে তিনিও একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শিষ্য হিসেবেও তিনি বেশ পরিচিত ছিলেন। এ আসনে অন্যান্য দলের আরো ৬ প্রার্থী নির্বাচলে লড়ছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকা প্রতীক পেয়েছেন তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। তাঁর সঙ্গে কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নগর যুবলীহ নেতা ও আওয়ামী লীগ সমর্থিত চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন। এই আসনে অন্যান্য দলের আরো ৫ প্রার্থী নির্বান করছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। ঈগল প্রতীক নিয়ে তিনি নৌকার সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে নৌকা প্রতীক পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এই আসনে অন্যান্য দলের আরো ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে দুইবারের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এবারও নৌকা প্রতীকে লড়ছেন। তার সঙ্গে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এই আসনে অন্যান্য দলের আরো ৬ প্রার্থী নির্বাচনে লড়ছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর সঙ্গে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোতালেব। এই আসনে আরো ৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দুইবারের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবারও আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে লড়ছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে নৌকার বিপক্ষে লড়ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপ, ট্রাক প্রতীক নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন ও বেঞ্চ প্রতীকে খালেকুজ্জান, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরিফী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে মোট প্রার্থী ১০ জন।
তবে ৭টি আসনে নৌকার প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নিজেদের লোক নেই। এগুলো হলো:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আল মামুন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটি জোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছে। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন করছেন। চট্টগ্রাম -৬ (রাউজান) আসনে চারবারের সংসদ সদস্য নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগের তিন বারের এমপি এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবারও নৌকার প্রার্থী। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) আসটিও আওয়মী লীগের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম কেটলি ও চসিকের সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ চৌধুরী ফুলকপি প্রতীকে নির্বাচন করছেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে টানা চতুর্থবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এবারও তিনি নৌকা প্রতীকে লড়বেন।
এবিষয়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এমএ লতিফ এমপি বলেন, ”নৌকা কারো ব্যক্তিগ মার্কা নয়, এটা আওয়ামী লীগের মার্কা। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিক। যারা নৌকার বিরোধীতা করে তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের লোক নয়। তারা মুখে জয় বাংলা বললেও ভিতরে ভিতরে জামাত বিএনপির চেতনা ধারণ করে। তাই তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এক প্রশ্নের জবাববে লতিফ বলেন, বিগত ১৫ বছর যাবৎ আমি আল্লাহর রহমতে যেভাবে জনগণের পাশে থেকে তাদের সেবা করেছি, আমার ভোটের জন্য কোন চিন্তা করার দরকার নেই। আপনিও যেহেতু স্থানীয় সাংবাদিক আপনারও ধারণা থাকার কথা। একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন কারা নৌকার বিরোধীতা করে। যাদের সকালে এক আর বিকেলে আরেক চরিত্র, তারাই নৌকার সাথে বেঈমানী করতে পারে।”
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত