ইপিকে শক্তিশালি করতে কোয়ালিটি উদ্যোক্তা তৈরি করতে হবে: মোহাম্মদ রোমান মিয়া
ছোটবেলায় বড় ব্যবসায়ী হবার স্বপ্ন দেখতেন উদ্যোক্তা মোহাম্মদ রোমান মিয়া। এরপর একটু বড় হয়ে সব সময় ভাবতেন কিভাবে সফল ব্যবসায়ী হওয়া যাবে। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী। ঠিকাদারি কোম্পানি নিকডোরা কনসালটেন্ট লিমিটেড এ পাথর ও বালু নিয়ে ব্যবসা করছেন। নিকডোরা কনসালটেন্ট লিমিটেড ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিতে তিনি ভাইস চেয়ারম্যান ও সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ভলকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর পরিচালক ক্রয় এর দায়িত্ব পালন করছেন। কোম্পানিটি ২০১৭ সালে থেকে চলমান আছে। পাশাপাশি উৎপাদনমুখী পণ্য, সকল ধরনের রেডিমিক্স মসলা, হলুদ, মরিচ, ধনিয়া ও কসমেটিকস এবং পরিস্কার করার সকল ধরনের পণ্য নিয়ে কাজ করছেন।
এসব পণ্য নিয়ে আপনি কাজ করতে আগ্রহী হলেন কেন? এমন প্রশ্নের জবাবে রোমান মিয়া বলেন, এই পণ্যগুলো ভেজাল ও খারাপে সয়লাব হয়ে গেছে বাজারে। চেষ্টা করছি সকলকে উন্নত সেবা ও ভালো মানের পণ্য সকলের কাছে পৌঁছে দেয়ার। আমাদের কোম্পানির পণ্যের বিশেষ সুবিধা হলো অন্যান্য কোম্পানি থেকে দামের তুলনায় কিছুটা কম কিন্তু মানে ও গুণে অনন্য। প্রোডাক্ট কোয়ালিটিতে কোন কম্প্রোমাইজ করি না। পণ্যের গ্রাহক সম্পর্কে রোমান মিয়া বলেন, বর্তমানে লাজ ফার্মা ও ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদের কর্পোরেট গ্রাহক এছাড়াও জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদের গ্রাহক সহো দক্ষিণ কোরিয়ার ওয়াল মার্ট চেইন সপে আমাদের পণ্য এক্সপোর্ট হচ্ছে। এছাড়াও ১৩ টি জেলাতে পরিবেশক নিয়োগ দেয়া আছে।
প্রতিষ্ঠান বড় করার জন্য আপনি আর কি উদ্যোগ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠান বড় করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ভলকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহ চৌকস একদল টিম। আরো কি কি কাজ করলে পণ্যের মান ও উন্নত সেবা প্রদান করা যায় গ্রাহকদের জন্য সে লক্ষে কাজ চলমান আছে।
মোহাম্মদ রোমান মিয়া ইপি সম্পর্কে বলেন, উদ্যোক্তা হিসাবে অনলাইন ব্যবসা করেতে গিয়ে উদ্যোক্তা প্ল্যাটফর্ম ইপি থেকে শতভাগ সাপোর্ট ও সুবিধা পাই বিশেষ করে ইপির কর্নধার এডমিন রনি রহমান ভাই এর একক মেধা ও পরিশ্রম ও চৌকস একদল টিম নিয়ে পুরো বাংলাদেশের ৬৪ জেলায় যে ভাবে উদ্যোক্তাদের সাপোর্ট দিয়ে জাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা, বিশেষ করে উন্নত অফলাইন /অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তাকে শুন্য থেকে পুরো হিরো বানিয়ে দিচ্ছে যা এর প্রমান আমি নিজেই, রনি ভাইয়ের মেধা ও পরিশ্রম দিয়ে আমাকে একজন ব্যবসায়ী থেকে সফল উদ্যোক্তা তৈরি করতে শতভাগ সাপোর্ট করেছে এই জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ইপি এডমিন রনি রহমান ভাইয়ের জন্য।
ইপিকে আরও শক্তিশালী অবস্থানে দেখতে মোহাম্মাদ রোমান মিয়া বলেন, ইপিকে শক্তিশালি করার জন্য আমার পরামর্শ থাকবে কোয়ান্টিটি নয় কোয়ালিটি উদ্যোক্তা তৈরি করতে হবে তাহলেই আগামী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে ইপি তার টেকসই উন্নত ভূমিকা রাখবে। তাহলেই ইপি দেশ নয় উন্নত বিশ্বেও নামটি ছড়িয়ে থাকবে স্বর্ণাক্ষরে। এছাড়াও সকল জেলাতে ৭/২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা, প্রত্যেক জেলাতে ইপির অফিস করা, উদ্যোক্তাদের পন্য বিক্রির জন্য কেম্পেইন করা, পন্যের সোর্সিং খুজে বের করে দেয়া, অফলাইন /অনলাইন মেলা সব সময় চালু রাখা, ইপি কুরিয়ার সার্ভিস চালু করা, উদ্যোক্তাদের পণ্য বাহিরে রপ্তানি করার ব্যবস্থা করা। সবাই যেনো প্রয়োজনীয় পণ্যটি ইপি থেকে ক্রয় করে সে ব্যবস্থা করা।
একজন উদ্যোক্তার আর্থিকভাবে সাবলম্বি হওয়ার জন্য অর্থ যোগান দেওয়ার ব্যবস্থা করা। সকল ধরনের সরকারি, বেসরকারি সুযোগ সুবিধা গুলো যাতে পায় সে নিয়ে ইপির কাজ করা। সকল বাংলাদেশের বিসিক অফিস থেকে প্রশিক্ষণ এর ব্যবস্থা ও অনুদানের ব্যবস্থা করা। আইসিটি মন্ত্রণালয়, আইডিয়া বাংলাদেশ ও ই-ক্যাব থেকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়াও ইপির উপদেষ্টা মন্ডলির পরিষদ আরো শক্তিশালী সহো ইপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা।
Sunny / Sunny