ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস: দালাল ছাড়া সেবা যেন সোনার হরিণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ২:৬

পাসপোর্ট ও ভিসা অফিস সরকারের একটি সেবামুলক প্রতিষ্ঠান হলেও এর ব্যতিক্রম চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অসি। এখানে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই ভোগান্তি থেকে সহজেই ত্রান পাওয়া যায় যদি দালালের দারস্থ হওয়া যায়। তা না হলে সোনার হরিণের মতো দুর্লভ বস্তু হয়েই থাকে সেবা নামক শব্দটি। আর দালের এই দৌরাত্ম্যের পেছনে ওই অপিসের প্রধান কর্তা (বিভাগীয় পরিচালক) সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠেছে।  একাধিক ভুক্তভোগী সুত্রে এমন তথ্য ফুটে ওঠেছে।

জানা যায়, চট্টগ্রাম নগরীর মনসুরাবাদের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবার ভোগান্তি ও দালালের দৌরাত্ম্য একটি নিত্যনৈমত্যিক ব্যপার হলেও পরিচালক হিসেবে সাইদুল ইসলাম যোগদানের পর থেকে এর মাত্রা বেড়েছে কয়েকগুন। কাঙ্খিত সেবা পেতে দালালের কাছে ধর্ণা দিতে হয়। দালাল ছাড়া কাগজপত্র জমা দিতে গিয়ে অহেতুক নানারকম হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। এ কার্যালয়ে বিভাগীয় পরিচালক নিজেই দালল পুষছেন বলে অভিযোগ রয়েছে। বিভাগীয় পাসপোর্ট অফিসে গ্রাহক বা সেবা প্রার্থীদের প্রবেশ করতে হলে মূল গেইটে জনৈক বহিরাগত লোকের কাছে থাকা রেজিষ্টারে নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও কি কারণে এসেছে তা বিস্তারিত লিপিবদ্ধ করতে হয়। কিন্তু দালালদের প্রবেশে কোন ধরণের বাধা নেই কিংবা রেজিস্টারে তাদের নাম-ঠিকানাও লিখতে হয়না। পরিচালকের নির্দেশনায় তার বাসভবনের সিড়িঁ সংলগ্ন নীচ তলার ১০৭ নম্বর কক্ষে বহিরাগত দালাল দিয়ে পাসপোর্টের আবেদনপত্রগুলোর ‘বিশেষ চিহ্ন’ বাছাই করার কাজে কয়েকজনকে ব্যস্ত থাকতে দেখা যায়। আবেদনপত্র যাচাই-বাছাইয়ে অফিসের কতিপয় কর্মচারী তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে। যোগদানের কিছুদিন পর অসৎ উদ্দেশ্যে দালালদের সাথে গোপন বৈঠকও করেন পরিচালক সাইদুল। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে। কর্তৃপক্ষকে মাসোহারা দিয়ে ম্যানেজ করার জন্য তারা কয়েকজন কর্মকর্তা মিলে একটি ফান্ড তৈরী করেছে বলেও খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে পাসপোর্ট পাইয়ে দেয়ার জন্য কর্মকর্তার নামে চাঁদা চেয়ে না পাওয়ায় পাসপোর্ট অফিসের কর্মচারী সাদী ক্ষিপ্ত হয়ে হাবিবুল হাসান রণি ও শাকিল নামে দুই সেবাপ্রার্থীকে মারধর করে আটক রাখার অভিযোগ রয়েছে। শুধু রণি ও শাকিল নয়, সেবাপ্রার্থীরা তাদের কোন প্রয়োজনে পরিচালকের সাথে দেখা করতে চাইলে বাধাপ্রাপ্ত হয় এবং দূর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। 
সূত্রমতে, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ সাইদুল ইসলামের সাথে দালালদের অঘোষিত চুক্তি (টাকার বিনিময়ে) থাকার কারণে তাদের মাধ্যমে জমাকৃত ‘বিশেষ চিহ্নিত’ পাসপোর্ট আবেদনের ফাইলগুলো খুব দ্রুততার সাথে হালনাগাদ করা হয়। দালালদের ‘বিশেষ চিহ্ন’ ব্যতীত ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িঁয়ে থেকে কিছু সাধারণ গ্রাহক তাদের পাসপোর্ট আবেদন জমা করলেও সেগুলো দৈনিক হালনাগাদ করা হয়না বলে অভিযোগ উঠেছে। দিন শেষে ‘বিশেষ চিহ্ন’ ব্যতীত আবেদনগুলো সাবমিট না দিয়ে আলাদা করে রেখে দেয়া হয়। জরুরী পাসপোর্ট আবেদনের ক্ষেত্রেও একই অবস্থা। কিছু কিছু সাধারণ গ্রাহক রি-ইস্যু পাসপোর্ট আবেদন করার পর অনলাইনে চেক করে যখন বুঝতে পারেন যে আবেদন হালনাগাদ করা হয়নি তখন প্রাপ্তি স্বীকারপত্রের তারিখ অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে গেলে তারা জানতে পারেন, পরিচালকের নির্দেশে কর্মচারীরা আবেদনগুলো সাথে সাথে আপলোড না দিয়ে ১০-১৫ দিন বিলম্বে আপলোড দেয়ায় যথাসময়ে পাসপোর্ট পাওয়া সম্ভব হচ্ছে না।
নমুনা হিসেবে পাসপোর্ট অবেদনের ফাইল নং- ৪০০৬-০০০৪৩১৬৫৪, ৪০০৬-০০০৪৩৫৮৫৬, ৪০০৬-০০০৪৩৫৫৬৭, ৪০০৬-০০০৪৩৩১৪৮, ৪০০৬-০০০৪২৮৬৯৩ ও ফাইল নং- ৪০০৬-০০০৪২৮২৫৭। শুধুমাত্র পরিচালক ও গুটি কয়েক কর্মচারী অফিসকে জিম্মি করে রাখার কারণে এ রকম আরও অসংখ্য আবেদনকারী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। জমাকৃত কিছু কিছু আবেদনপত্র থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সরিয়ে আবেদনগুলোকে অবজেকশনে রেখে কতিপয় কর্মচারী তাদের কর্মকর্তার নাম বলে আবেদনকারীদের নিকট থেকে অর্থ আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া নতুন পাসপোর্ট আবেদনকারীদের পুলিশ প্রতিবেদনের জন্য সিটিএসবি বা ডিএসবিতে প্রেরণেও গড়িমসি করার কারণে তারাও নির্দিষ্ট সময়ে পাসপোর্ট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। ভূক্তভোগী গ্রাহকেরা এ বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগাযোগ করলে পাসপোর্ট পাইতে আরও ১৫/২০ দিন সময় লাগতে পারে বলে তারা জানান। অথচ দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে পাসপোর্ট আবেদন জমা করলে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট পাওয়া যাচ্ছে বলেও একাধিক ভূক্তভোগী জানান।
এদিকে গত ৩ ডিসেম্বর রোববার মনসুরাবাদ পাসপোর্ট অফিসে রনি ও শাকিল নামে ২ সেবা প্রত্যাশীকে খুব দ্রুত সময়ে পাসপোর্ট পাইয়ে দেয়ার জন্য কর্মকর্তার নামে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে কর্মচারী সাদী। এ বিষয় নিয়ে অফিসে বাক-বিতন্ডার এক পর্যায়ে রনি ও শাকিলকে আটকে রেখে মারধর করে কর্মচারী সাদী। খবর পেয়ে মারধরের শিকার সেবাপ্রার্থী রণির ভাই আইনী সহযোগিতা চেয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর সিএমপি’র ডবরমুরিং থানার এস.আই জানে আলম ঘটনাস্থলে পৌঁছে রনি ও শাকিলকে উদ্ধার করে।
হাবিবুল হাসান রনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শাকিল ও আমাকে মারধর করে আটক রাখে। খবর পেয়ে আমার ভাই জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ডবলমুরিং থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে।
সুত্র জানায়, পরিচালকের নির্দেশনায় তার বাসভবনের সিড়িঁ সংলগ্ন নীচ তলার ১০৭ নম্বর ও ২য় তলার ২০৭ নম্বর কক্ষে বহিরাগত দালাল দিয়ে পাসপোর্টের আবেদনপত্রগুলোর ‘বিশেষ চিহ্ন’ বাছাইপূর্বক ফাইলগুলো আলাদা করে রাখার কাজে মোঃ রেজাউল করিম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সেলিম ও অনিকসহ আরও কয়েকজন ব্যস্ত থাকেন।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ে পরিচালকের একান্ত আস্থাভাজন অফিস সহকারী মোঃ সাইফুদ্দিন, উচ্চমান সহকারী মোঃ জসিম উদ্দিন, সুপার শওকত আলী মোল্লা ও হিসাব রক্ষক মোঃ সুমন তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।  এছাড়া কোন কোন কর্মচারী পরিচালকের আদেশ/নির্দেশ মানতে অনীহা প্রকাশ করলে মহাপরিচালকের (ডিজি) ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে বদলী করানোর হুমকি দেয়া হয় বলেও জানা গেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগীয় এই পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ সাইদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে জানতে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ সাইদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। গত রোববার (২৪ ডিসেম্বর) সরাসরি কথা বলতে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে তাঁর ব্যক্তিগত সহকারি বলেন, ”স্যার ছুটিতে আছেন।” আবার উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, ”স্যার অনেক ব্যস্ত, জানেনতো নির্বাচন সামনে তাই ডিসি, এসপিদের সাথে মিটিং করছেন, এখন কথা বলার মতো সময় নেই।

এমএসএম / এমএসএম

অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে চাকুরীর অভিযোগ উঠেছে প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলায় মাছ শিকারে অবৈধ জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ধ্বংস

ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী

নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার