ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

নওগাঁর ৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ট্রাক


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৪ বিকাল ৫:৫০

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর পাঁচটি আসনে দলীয় নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের জনসমর্থন আর শক্তিমাত্রার মুখোমুখি হচ্ছে নৌকা। পাঁচটি আসনেই শক্তিশালী দলনিরপেক্ষ প্রার্থীদের প্রতীক ট্রাক। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট। এই ভোটে অংশ নিচ্ছে ২৭টি রাজনৈতিক দল। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থাকা জাতীয় পার্টিও এককভাবে অংশ নিচ্ছে।

বিএনপি ভোটে না থাকায় ভোটের লড়াইয়ে তেমন উৎসাহ না থাকলেও কিছু আসনে ক্ষমতাসীন দলটির শক্তিশালী ও জনপ্রিয় “স্বতন্ত্র” প্রার্থীর কারণে বেশ জমে উঠেছে নির্বাচনী হাওয়া। এই হিসেবে আওয়ামী লীগের মুখোমুখি হচ্ছে দলের স্বতন্ত্র প্রার্থীরা।

এগারটি উপজেলার নওগাঁয় রয়েছে সংসদের ৬টি আসন। নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। অন্য পাঁচটি আসনে দলীয় নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের জনসমর্থন আর শক্তিমাত্রার মুখোমুখি হচ্ছে নৌকা। পাঁচটি আসনেই শক্তিশালী দলনিরপেক্ষ প্রার্থীদের প্রতীক ট্রাক। ভোটের রেসে ট্রাক আর নৌকার লড়াই ইতোমধ্যেই জমে উঠেছে।

সীমান্ত ঘেঁষা নওগাঁ-১ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার এই তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৯০১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৫ জন।

এই আসনটিতে নবম সংসদে ধানের শীষের ছালেক চৌধুরীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। আর ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদে প্রতিনিধিত্ব করেন সাধন মজুমদার। এরপর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এবারও নৌকার টিকেট পেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। বিএনপির বর্জনের এই ভোটে আসনটিতে জাতীয় পার্টির আকবর আলী কালু, স্বতন্ত্র প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের নেতা খালেকুজ্জামান তোতা (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা বলছেন, এই আসনে মূল লড়াই হবে নৌকা ও ট্রাকের মধ্যে।

নওগাঁ-৩
নওগাঁ-৩ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম হারিয়েছেন নৌকার টিকেট। নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন। নৌকা হাতছাড়া করে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে আছেন ছলিম উদ্দিন। এই দুই প্রার্থীর মধ্যেই জমবে ভোটের লড়াই।

এই দুজন ছাড়াও আসনটিতে ভোটের মাঠে আছেন জাতীয় পার্টির মাসুদ রানা, তৃনমুল বিএনপির সোহেল কবির চৌধুরী (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী (কেটলী)।
ভোটাররা বলছেন, ভোটের মাঠে অনেক প্রার্থী থাকলেও বর্তমান এমপি ও নৌকার প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াই হবে। ক্লিন ইমেজের কারণে নৌকার সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীর জনপ্রিয়তা তুঙ্গে। অন্যদিকে দুই দফার এমপিরও রয়েছে নিজস্ব বলয়। নওগাঁ-৩ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯০৬ জন। পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ৬৮৩ জন আর নারী ভোটার দুই লাখ ১১ হাজার ২২৩ জন।

নওগাঁ-৪ মান্দা
নওগাঁর সবচেয়ে বড় উপজেলা মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত  এই সংসদীয় আসনটি। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ১৮ হাজার ৭০০ জন। এই আসনের বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক। তিনিও হারিয়েছেন দলীয় প্রতীক। মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদকে নৌকা দিয়েছে ক্ষমতাসীন দল। আর স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা (ট্রাক), ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ইমাজ উদ্দিন। এই দুই প্রার্থী ছাড়াও আসনটিতে সংসদে যাওয়ার লড়াইয়ে আরও আছেন জাতীয় পার্টির আলতাফ হোসেন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের আব্দুর রহমান (ডাব)।
ভোটাররা বলছেন, বর্তমান এমপি নির্বাচনে দলীয় সমর্থন হারিয়েছেন। এলাকায় তার জনপ্রিয়তাও কমে গেছে। ফলে তিনি শক্তিশালী অবস্থানে নেই। বরং নৌকার সঙ্গে মূল লড়াই হবে ট্রাক প্রতীকের প্রার্থী সুলতান মামুদ গামা ও আওয়ামী লীগ নেতা নাহিদ মোর্শেদকে নৌকার মধ্যে। ভোটের রেসে দুজনেই সমান দৌড়াচ্ছেন। তবে তৃণমুলে ট্রাক প্রতীকের প্রার্থী সুলতান মামুদ গামার দিকে ঝুকছে ভোটার আর ভোটারের রায় পেতে ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নওগাঁ-৫
নওগাঁ-৫ আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নৌকা নিয়ে ভোটে রয়েছেন বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন দেড় যুগ ধরে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। দেওয়ান ছেকারের ট্রাকের সঙ্গে নৌকার হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আসনটিতে আরও প্রার্থী হয়েছেন- জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুল (লাঙ্গল), জাসদের এস এম আজাদ হোসেন মুরাদ (মশাল)।

সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৯২৫ জন।

ভোটারা বলছেন, এখানেও ট্রাক আর নৌকার লড়াই হবে। দুই শক্তিশালী প্রার্থীর মুখোমুখি অবস্থানে ভোটের আমেজ জমে উঠেছে। তবে একইসঙ্গে নানা ধরনের শঙ্কাও রয়েছে ভোটারদের মধ্যে।

নওগাঁ-৬
জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে নওগাঁ-৬ আসনটি গঠিত। দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৩৩৫ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সংসদ সদস্য ছিলেন ইসরাফিল আলম। ২০২০ সালের ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এরপর উপনির্বাচনে নৌকার টিকেটে সংসদে যান আনোয়ার হোসেন হেলাল। আবারও নৌকা পেয়েছেন তিনি। হেলালের বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন।

এই দুই প্রার্থী ছাড়াও ভোটযুদ্ধে আরও আছেন- জাতীয় পার্টির আবু বেলাল হোসেন জুয়েল (লাঙ্গল), তৃণমূল বিএনপির পি কে আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের সরদার আব্দুস সাত্তার (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) খন্দকার ইন্তেখাব আলম (আম), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল (ঈগল), এবং স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী (কাঁচি)।

এই আসনটিতেও মূলত দ্বিমুখী লড়াই হবে নৌকা ও ট্রাকের মধ্যে। ভোটার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুই প্রার্থীর পক্ষে ভাগ হয়ে কাজ করছেন। শক্তিসামর্থ্য ও জনসমর্থনের মূল পরীক্ষা নির্ভর করবে সাধারণ ভোটারদের রায়ের ওপর।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সব আসনেই আওয়ামী লীগের মুখোমুখি আওয়ামী লীগ। কেউ দলীয় প্রতীকে কেউ দলনিরপেক্ষ প্রতীক নিয়ে ভোটের ময়দানে আছেন। এর ফলে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নানান হিসেব-নিকেষ চলছে। তারা ভোট পরবর্তী অবস্থা বিবেচনা করে প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন।

আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোটের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে ১৫ নভেম্বরের পর। ওইদিন দ্বাদশ সংসদের তফসিল ঘোষণা করা হয়। বর্তমানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন তারা।

এমএসএম / এমএসএম

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত