চট্টগ্রাম-৯ আসনে তিন যোগ্য উত্তরসূরী প্রার্থী
চট্টগ্রাম-৯ আসন (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) সংসদীয় এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭জন সংসদ সদস্য পদ প্রার্থী। প্রার্থীদের মধ্যে তিনজনই যোগ্য উত্তরসূরী প্রার্থী হয়েছেন তারা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এ.বি.এম মহিউদ্দীন চৌধুরীর পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি (নৌকা), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত এমপি প্রফেসর ড. মাসুদা রশীদ চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতির উপদেষ্ঠা মৃত এডভোকেট এবিএম ফজলে রশীদ হিরো’র পুত্র ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্ঠা ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী(লাঙ্গল), বাকলিয়ার সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দীনের পুত্র ইসলামিক ফ্রন্টের প্রার্থী ওয়াহেদ মুরাদ (চেয়ার) প্রতীক নিয়ে তিনজন উক্ত আসনের যোগ্য উত্তরসূরী। ভোটাররা নির্বাচনে তাদের পূর্ব পুরুষদের কর্মকান্ড বিবেচনা করে তাদের বাপ দাদা পরিচয়ে হলেও অন্য প্রার্থীদের চেয়ে নির্বাচনী এলাকার মানুষের কাছে এগিয়ে রয়েছে বলে জানায়। চট্টগ্রাম-৯ আসনে এছাড়াও প্রার্থী রয়েছে তারা হলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার আবু আজম (মোমবাতী), তৃণমূল বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি সুজিত সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি মিটল দাশগুপ্ত (কুড়েরঘর), বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ নুরুল হোসাইন (হাতঘড়ি) প্রতীক নিয়ে উক্ত আসনে লড়ছেন।
চট্টগ্রাম-৯ আসনে ৪,০৯,৫৮৭ জন মোট ভোটার, এরমধ্যে ২,১১,৭৪৭ পুরুষ ভোটার, জন ১,৯৭,৮৩২ নারী ভোটার, ৮ জন হিজড়া ভোটার রয়েছে। চট্টগ্রাম নাগরিফ ফোরামের মহাসিচব সাংবাদিক কামাল উদ্দীন জানান, চট্টগ্রাম-৯ আসনে তিনজন প্রার্থীর পারিবারিক ব্যাকরাউন্ড খুব শক্ত, তারা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ভোটের মাঠে ভোটারদের কাছে তাদের পারিবারিক পরিচয় তুলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে।
কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মো. হাবিবুল্লাহ জানান, নির্বাচনে রেজাল প্রকাশিত না হওয়ার আগ পর্যন্ত কোন প্রার্থীকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রত্যেক প্রার্থীর নিজস্ব একটা পরিচয় এবং গ্রহণ যোগ্যতা রয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতা আব্দুল্লাহ বলেন, বাকলিয়ার সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দীন এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন উনার অনেক অবদান রয়েছে। মানুষ সেটা মনে রাখলে ভোটাররা কফিল উদ্দীনের ছেলে হিসেবে ওয়াহেদ মুরাদকে বেঁেচ নিবেন বলে তিনি মনে করেন।
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাপার প্রার্থীর সমন্বয়ক রেজাউল করিম রেজা বলেন, বাংলাদেশর মধ্যে বঙ্গবন্ধু পরিবারের পর কোন একটা যদি রাজনৈতিক পরিবার থাকে সেটা হচ্ছে ব্যারিস্টার সানজীদের পরিবার যার মা বাবা দাদা নানা মামা ফুফা সবাই এমপি মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন উনার নতুন করে কি পরিচয় দেয়া দরকার উনার সর্ম্পকে ভোটাররা জানার পর ভোট দেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে চাকুরীর অভিযোগ উঠেছে প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে
শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলায় মাছ শিকারে অবৈধ জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ধ্বংস
ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য
তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী
নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা