ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

দুর্গাপুরে নৌকার প্রার্থীর বিশাল মিছিল


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৪ বিকাল ৬:৬

নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা আ‘লীগের উপদেষ্টা ও সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী’র নেতৃত্বে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার সমর্থক বালুঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকার মাঝি মোশতাক আহমেদ রুহী সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বিভিন্ন সফলতার কথা তুলে ধরে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকা নেত্রকোণা-১ এর সর্বস্তরের জনগণের কল্যাণ ও উন্নয়নের পক্ষে রায় প্রদানের জন্য আহবান জানান। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিপূর্বে এলাকা ভিত্তিক মিছিল, উঠানবৈঠক ও বিভিন্ন পথসভা অনুষ্ঠিত হচ্ছে। 

মোশতাক আহমেদ রুহী বলেন, শত বাঁধা বিপত্তির পরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি নবম জাতীয় সংসদের এমপি থাকাকালীন সময়ে আমার প্রতিশ্রুতি মোতাবেক সিংহভাগ ওয়াদাই পূরণ করতে পেরেছি। নেত্রকোনা ১ আসনে এখনো অনেক কাজ বাকি আছে। আমি নির্বাচিত হলে আপনাদের কে সাথে নিয়ে দুর্গাপুর-কলমাকান্দা কে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো। যেখানে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোর সঠিক ব্যবহার অনুযায়ী এলাকা ভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলে সাধারণ মানুষের কর্মক্ষেত্র তৈরী করে দিবো। শেখ হাসিনা টানা ক্ষমতায় আছেন বিধায় দেশের এতো উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। 

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান (ভার) পারভিন আক্তার, আ.লীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান,  সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, আ.লীগনেতা আলী আসগর, অ্যাডভোকেট মজিবুর রহমান, কামাল পাশা, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হারুন পলাশ সহ আওয়ামী লীগ ও তার অংসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন