ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শ্রীমঙ্গলে বিটিআরআই কর্মকর্তা সংখ্যালঘু পরিবারকে প্রাণ নাশের হুমকি


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৩:৫৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সহকারী পরিচালক ইসমাইল হোসের এর বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের হয়রানীর অভিযোগ উঠেছে।উপজেলার মোহাজেরাবাদ এলাকার মৃত রমনী চয়ন গোয়ালার পুত্র শ্যামল গোয়ালা শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে শ্রীমঙ্গল রিপোটার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হয়রানীর অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে শ্যামল গোয়ালা লিখিত বক্তব্যে বলেন, ‘আমি সংখ্যালঘু পরিবারের লোক। শতশত বছর ধরে বংশ পরস্পরায় স্থায়ী ভাবে বসবাস করে আসছি। আমাদের পূর্ব পুরুষরা অনেক জমিজমা রাখিয়া গেলে আমরা মৌরসি সূত্রে এসব জমি ভোগ দখল করিয়া আসছি। বিগত আর, এস, জরিপকালে শ্রীমঙ্গল বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) সহকারী পরিচালক ইসমাইল হোসেন রামনগর মৌজায় আমাদের দখলীয় ভূমির দলিল জাল করে তাদের নামে রেকর্ড করে নেন। পরবর্তিতে বিষয়টি জানতে পেরে ২০১৫ সালের ১৩ জুলাই রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে-২৩০/২০১৫ইং নং একটি মামলা দায়ের করি। শুনানির পর বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত ৬ জুলাই ২০২৩ইং তারিখে আমাদের পক্ষে রায় প্রদান করেন। সার্ভে আদালতের আদেশে শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) অফিস কর্তৃক নামজারী করা হলে ৩১৬৫নং নামজারী ও খতিয়ান প্রদান করেন। এরপর যথারীতি  জমির খাজনা প্রদান করি’।

সংবাদ সম্মেলনে শ্যামল গোয়ালা জানান- সম্প্রতি ওই ভূমিতে গৃহ নির্মাণের কাজ শুরু করলে ইসমাইল হোসেন নির্মাণ কজে বাধা প্রদান করেন। গত ১০ ডিসেম্বর ইসমাইল হোসেন ও তার লোকজন  লাটি সোঠা নিয়া এসে গৃহ নির্মাণ কাজে বাঁধা ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

শ্যামল অভিযোগ করেন, ল্যান্ড সার্ভে আদালতের আদেশ মোতাবেক নালিশা ভূমি নামজারী করিয়া নামজারী খাতিয়ান প্রাপ্ত হইয়া খাজনা পরিশোধ করার পরও গৃহ নির্মাণ করতে বাধার সম্মুখিন হতে হচ্ছে। ইসমাইল হোসেন প্রভাবশালী হওয়ায় এবং আমরা নিরীহ সংখ্যালঘু পরিবার হওয়ায় তিনি নালিশা ভূমি হইতে আমাদেরকে উচ্ছেদ করতে হুমকি ধামকি দিয়ে আসছে। ইসমাইল হোসেন  মৌলভীবাজার সদর কোর্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা স্বত্ব  মামলা  করে পুলিশ দিয়ে হয়রানীর অভিযোগ করে শ্যামল গোয়ালা তার ও তার পরিবারের জানমালের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল

মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২

ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা

নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ

জমি বিরোধের জেরে টুঙ্গিপাড়ায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট

গজারিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ