শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি ঘিরে বাজারে ক্রেতাদের ভিড়

পৌষের শেষে মকর সংক্রান্তি উপলক্ষে খাবারের উৎসব শুরু হতে যাচ্ছে। ভোজনরসিক বাঙালির খাওয়া-দাওয়ার সবচেয়ে বড় উৎসব এটি। তাই এখন বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি।সোমবার (১৫ জানুয়ারি) মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি হিসেবেও পরিচিত এটি।
মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে শ্রীমঙ্গলে সেখানে রয়েছে ছোট বড় পাইকারি ও খুচরা দোকান। এ বাজারে পাইকারিও খুচড়া দোকানে যেমন তেল, গুড়, ময়দাসহ পিঠাপুলি তৈরির সামগ্রীর দোকানগুলোতে ভিড় রয়েছে।পাশাপাশি মকর সংক্রান্তি উপলক্ষে কিছু অস্থায়ী দোকানও বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাতাসা,তিলুয়া,কদমা,নারিকেল,
গুড় ইত্যাদি।
সতিন্দ্র মোদক অস্থায়ী দোকানদার সকালের সময়কে বলেন, তিলুয়া, কদমা (বড় আকারের তিলুয়া),বাতাসা, গুড়, নলেন গুড়, চালের গুড়ি, ভোজ্যতেল, চিড়াসহ পিঠাপুলি তৈরির সামগ্রী বিক্রি করছি,এবং বাতাসা প্রতিকেজি৭০টাকা,কদমা২৬০ টাকা, তিলের তৈরি তিলুয়া ৩০০-৪০০টাকা করে নলেন গুড় বিভিন্ন ধরনের রয়েছে১২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০টাকা প্রতিকেজি দামে বিক্রি করছি। গত বছরের তুলনায় এবছর এসব সামগ্রীর দাম কিছুটা বেশি বেড়েছে। তবে বিক্রি অনেক কম বলে দাবি করেন ব্যাবসায়ীরা।
বিক্রি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গোটা বাজারজুড়ে মন্দা চলছে। মানুষের হাতে টাকা পয়সা কম, তাই বিক্রিও কম।
রুপন দাশ নামে এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবছর সংক্রান্তির পিঠাপুলি তৈরির সামগ্রীর দাম বেশি। কিন্তু বেশি হলে আর কী করা যাবে? সংক্রান্তি তো বছরে একবারই আসে, তাই চড়া দামে জিনিস কিনতে হচ্ছে।
পাশেই দেখা গেল নারিকেলের অনেক দোকান।
নারিকেল ব্যবসায়ী মো:মীর মঙ্গল মিয়া জানান, সারা বছর ধরে তিনি শুধু নারকেল বিক্রি করেন। সংক্রান্তির কথা মাথায় রেখে প্রচুর নারকেল তুলেছেন দোকানে, কিন্তু তুলনামূলক বিক্রি অনেক কম হচ্ছে।
নারিকেলের আকার অনুসারে দাম রয়েছে। একেকটি নারিকেল ১০০টাকা থেকে শুরু করে২৫০ টাকা পর্যন্ত রয়েছে। বিক্রি কম হচ্ছে বলে অন্য দোকানদারদের গলাতেও হতাশার সুর।
মকর সংক্রান্তি কেন্দ্র করে শ্রীমঙ্গলশহর সহ উপজেলার বিভিন্নবাজার গুলোতেও রকমারি মাছের ভিড়। সব মিলিয়ে গতবছরের তুলনায় এবছর বাজারে জিনিসপত্রের দাম বেশি হলেও মানুষ সাধ্য মতো জিনিসপত্র কিনছেন। সবাই চান, উৎসবের দিন পরিবারের সবাইকে নিয়ে দুঃখ ভুলে আনন্দে মেতে উঠতে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
