ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি ঘিরে বাজারে ক্রেতাদের ভিড়


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৩:৫৩

পৌষের শেষে মকর সংক্রান্তি উপলক্ষে খাবারের উৎসব শুরু হতে যাচ্ছে। ভোজনরসিক বাঙালির খাওয়া-দাওয়ার সবচেয়ে বড় উৎসব এটি। তাই এখন বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি।সোমবার (১৫ জানুয়ারি) মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি হিসেবেও পরিচিত এটি।

মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে শ্রীমঙ্গলে সেখানে রয়েছে ছোট বড় পাইকারি ও খুচরা দোকান। এ বাজারে পাইকারিও খুচড়া দোকানে যেমন তেল, গুড়, ময়দাসহ পিঠাপুলি তৈরির সামগ্রীর দোকানগুলোতে ভিড় রয়েছে।পাশাপাশি মকর সংক্রান্তি উপলক্ষে কিছু অস্থায়ী দোকানও বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাতাসা,তিলুয়া,কদমা,নারিকেল,
গুড় ইত্যাদি।

সতিন্দ্র মোদক অস্থায়ী দোকানদার সকালের সময়কে বলেন, তিলুয়া, কদমা (বড় আকারের তিলুয়া),বাতাসা, গুড়, নলেন গুড়, চালের গুড়ি, ভোজ্যতেল, চিড়াসহ পিঠাপুলি তৈরির সামগ্রী বিক্রি করছি,এবং বাতাসা প্রতিকেজি৭০টাকা,কদমা২৬০ টাকা, তিলের তৈরি তিলুয়া ৩০০-৪০০টাকা করে নলেন গুড় বিভিন্ন ধরনের রয়েছে১২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০টাকা প্রতিকেজি দামে বিক্রি করছি।  গত বছরের তুলনায় এবছর এসব সামগ্রীর দাম কিছুটা বেশি বেড়েছে। তবে বিক্রি অনেক কম বলে দাবি করেন ব্যাবসায়ীরা।  

বিক্রি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গোটা বাজারজুড়ে মন্দা চলছে। মানুষের হাতে টাকা পয়সা কম, তাই বিক্রিও কম।

রুপন দাশ নামে এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবছর সংক্রান্তির পিঠাপুলি তৈরির সামগ্রীর দাম বেশি। কিন্তু বেশি হলে আর কী করা যাবে? সংক্রান্তি তো বছরে একবারই আসে, তাই চড়া দামে জিনিস কিনতে হচ্ছে।
পাশেই দেখা গেল নারিকেলের অনেক দোকান। 
নারিকেল ব্যবসায়ী মো:মীর মঙ্গল মিয়া জানান, সারা বছর ধরে তিনি শুধু নারকেল বিক্রি করেন। সংক্রান্তির কথা মাথায় রেখে প্রচুর নারকেল তুলেছেন দোকানে, কিন্তু তুলনামূলক বিক্রি অনেক কম হচ্ছে।
নারিকেলের আকার অনুসারে দাম রয়েছে। একেকটি নারিকেল ১০০টাকা থেকে শুরু করে২৫০ টাকা পর্যন্ত রয়েছে। বিক্রি কম হচ্ছে বলে অন্য দোকানদারদের গলাতেও হতাশার সুর।

মকর সংক্রান্তি কেন্দ্র করে শ্রীমঙ্গলশহর সহ উপজেলার বিভিন্নবাজার গুলোতেও রকমারি মাছের ভিড়। সব মিলিয়ে গতবছরের তুলনায় এবছর বাজারে জিনিসপত্রের দাম বেশি হলেও মানুষ সাধ্য মতো জিনিসপত্র কিনছেন। সবাই চান, উৎসবের দিন পরিবারের সবাইকে নিয়ে দুঃখ ভুলে আনন্দে মেতে উঠতে।

এমএসএম / এমএসএম

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল

মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২

ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা

নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ

জমি বিরোধের জেরে টুঙ্গিপাড়ায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট

গজারিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ