ফারজানা বাতেন
অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন
বল বীর
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে
রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ থিমের পাঞ্জাবি, শাড়ি, শাড়ি ও ব্লাউজ আনছে ফ্যাশন হাউজ অপরাজিতা। ধানমন্ডির রাপা প্লাজায় অপরাজিতার শো রুমে পাওয়া যাবে এ বিশেষ নকশার শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবি। অপরাজিতার স্বত্বাধিকারী ফারজানা বাতেন বলেন- বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে এ দেশের মানুষ জীবন দিয়েছে। সে জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি। এখন সারা পৃথিবীতে দিবসটি উদযাপন করা হয়। মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে নির্দিষ্ট থিমের পোশাক পরার প্রচলন আছে আমাদের দেশে।
বাংলাদেশর ফ্যাশন সচেতন মানুষের জন্য এবার অপরাজিতা বিশেষ থিমের শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবি নকশা করার উদ্যোগ নিয়েছে। তিনি জানান- যে কোন বয়সী মানুষের শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবির আগাম ফরমায়েশ নেওয়া হচ্ছে এখন। গ্রাহকের পছন্দ অনুযায়ী কবিতার লাইন, স্মরনীয় বানী, কথা, গানের লাইন, বর্ণমালার নকশা প্রিন্ট করা যাবে পোশাকে।
আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত আগাম অর্ডার দেওয়া যাবে নির্দিষ্ট নকশার জন্য৷ অপরাজিতার শো রুমেও থাকবে বিশেষ নকশার শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকেরা সরাসরি শো রুম থেকে পছন্দ করে কিনতে পারবেন এসব বিশেষ নকশার শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবি।
Sunny / Sunny