ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সংরক্ষিত আসনের এমপি হতে পারেন মোছলেমকণ্যা সুমি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৩:৪১

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রবীন আওয়ামী লীগ নেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতাদের ছেলে মেয়ে পরিবারের সদস্যদের মূল্যায়নের দলীয় মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত করে মন্ত্রী সভায় অর্ন্তভুক্ত পর্যন্ত করেছে। এর ধারাবাহিকতার অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এর মেয়ে কাজী শারমিন সুমিকে সংরক্ষিত আসনে এমপি মনোনিত করা দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার নেতা কর্মীর গণদাবিতে পরিনত হয়েছে। কাজী শারমিন সুমি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন পদে ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন। 
আওয়ামী লীগ নেত্রী কাজী শারমিন সুমি কর্মজীবনে দেশের বিভিন্ন নামকরা বেসরকারি স্কুল কলেজ বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানেও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। চট্টগ্রাম কর্মাস কলেজ ছাত্র সংসদে ১৯৯৩-৯৪ সালে মিলনায়তন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। কলেজে পড়ার সময়ে কর্মাস কলেজ ছাত্রলীগের কমিটিতে সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি লেখালেখি এবং পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হিসেবে পত্রিকা সাপ্তাহিক ’সাহসী ঠিকানা, সাবেক শিক্ষিকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, সাবেক শিক্ষিকা, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সাবেক শিক্ষিকা, ঢাকা বিএফ শাহীন স্কুল এন্ড কলেজ (ইংলিশ মিডিয়াম), সাবেক শিক্ষিকা, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি-২৭, ঢাকা সহ একাধিক দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে সফলতার সাথে শিক্ষাকতা করেছেন। পাশাপাশি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠনের সাথে যুক্ত ছিলেন। এরমধ্যে সদস্য চট্টগ্রাম ক্লাব লি,  সহ-সভাপতি, স্বনির্ভর সমাজ উন্নয়ন সংস্থা, ভাইস চেয়ারম্যান, উইশ ফাউন্ডেশন, জাতীয় শিশু সংগঠন কচিকাঁচা মেলার চট্টগ্রাম মহানগর সংগঠক হিসেবে একাধিক সংগঠনের সাথেও  দায়িত্বে ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (আমৃত্যু) সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ (৪ বার) ২৬ বছর। ১৯৭৭ সালে বোয়ালখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৮০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।  ১৯৭৪ সালে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা হলে, চট্টগ্রাম জেলা (দক্ষিণ) যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৮ সালে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন। 
আওয়ামী লীগ নেত্রী কাজী শারমিন সুমির স্বামী আরিফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছে। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী মোছলেম উদ্দীনের হাতে গড়া। তাদেরও দাবি অবেহিলত মোছলেম উদ্দীনের পরিবারের কোন সদস্যদের মধ্যে থেকে সংরক্ষিত আসনের এমপি করে হউক বা রাষ্ট্রীয় কোন দায়িত্ব দিয়ে হলেও মূল্যায়ন করা হবে বলে আশা করেন। 
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম বোরহান উদ্দীন বলেন, মোছলেম উদ্দীন ছিলেন বৃহত্তর চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক, উনার পরিবারের মধ্যে থেকে আশা করছিলাম এবার নৌকা প্রতীকের  মনোনয়ন পাবে। মোছলেম উদ্দীনের মৃত্যুর পর উনার পরিবার খুব অবহেলিত, উনার পরিবারের সদস্যদের থেকে সংরক্ষিত আসন থেকে এমপি মনোনিত করা হলে মোছলেম উদ্দীনের আত্মা শান্তি পাবে। হাজার হাজার নেতা কর্মী খুশি হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকিবে দলীয় লোকজন। 
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহম্মদ এমপির মেয়ে কাজী শারমিন সুমি বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রী দলের দুঃসময়ে যারা হাল ধরছিলেন এবং যারা মারা গেছেন তাদের ছেলে মেয়েদের এমপি মন্ত্রী বানিয়ে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন। চট্টগ্রামে আমার বাবার সাথে যারা রাজনীতি করেছে তাদের ছেলে মেয়েরাও এ ধারাবাহিকতায় এমপি মন্ত্রী। সে হিসেবে আমাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর হয়তো নজরে আসেনি, আশা করি এবার তিনি আমাদের পরিবারের সদস্যদের মূল্যায়ন করবেন, এটা শুধু আমাদের পরিবারের দাবি না দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার নেতা কর্মীর দাবি এটি।

এমএসএম / এমএসএম

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

শহীদ ওসমান হাদী স্মরণে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা ও পাঠক সমাবেশ

বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০, ঝুঁকিপূর্ণ ৩৬ টি কেন্দ্র

রাস্তা কার্পেটিংয়ে নিজস্ব মিক্সার ব্যবহারে অনিহা, আয় বঞ্চিত চসিক

অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে চাকুরীর অভিযোগ উঠেছে প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলায় মাছ শিকারে অবৈধ জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ধ্বংস

ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি