ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মিথ্যা মামলা হয়রানি করার প্রতিবাদে বিজিবি'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ১২:৫৯

 লমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের সামনে স্থানীয় জনসাধারণের নামে মিথ্যা মামলা দেওয়া ও নানাভাবে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। 
ভুক্তভোগি পরিবারের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) এ সংবাদ সম্মেলন শেষে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় জনসাধারণের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম কাদের ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম সোহেল। 
বক্তব্যে জানানো হয়, ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধীনে পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পটি স্থাপনের একবছর না হতেই সীমান্তের নিরীহ জনসাধারণের নামে পাটগ্রাম থানায় ১০ থেকে ১৫ টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। সব কয়টি মামলা ভারত থেকে গরু আনা সংক্রান্ত। চোরাচালান বা মাদকের কোনো মামলা করেনি বিজিবি। মামলায় যে সব স্বাক্ষীদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা কোনোকিছুই জানেন না। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারকে লিখিত দিয়েছে স্বাক্ষীরা। মামলায় সীমান্ত এলাকার দিনমজুর, শিক্ষার্থীসহ নিরীহ লোকজনদের আসামী করা হয়েছে। আসামীরা ওই ক্যাম্পের কমান্ডারের কাছে মামলার ব্যাপারে জানতে গেলে তিনি কিছু জানেন না জানিয়ে বলেন, সিও নাম ও তালিকা দিয়েছে। বিজিবি স্বাক্ষীদেরকে মাদক, চোরাচালান মামলা দেওয়ার হুমকি ও ভয়ভীতি দিচ্ছেন। এরমধ্যে ক্যাম্পের বেঁড়া কাঁটা কেটে আবারও স্থানীয়দের নামে মামলা দায়েরের অপচেষ্টা করছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলন শেষে আউলিয়াহাট- বুড়িমারী স্থলবন্দর সড়কে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা। 
পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জোবায়ের হোসেন বলেন, ‘দুইদিন আগে এখানে যোগদান করেছি। মামলার ব্যাপারে আমি কিছুই জানি না।’ 
বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘মামলা ও সংবাদ সম্মেলনের ব্যাপারে জেনেছি। মামলার অবশ্যই তথ্য প্রমাণ আছে। আদালত এটার বিচার-বিশ্লেষণ করবেন এবং পুলিশের আইও (তদন্ত কর্মর্কতা) যাচাই-বাছাই করে দেখবেন

এমএসএম / এমএসএম

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভারের বেদে প‌ল্লি‌তে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩

ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন

দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি

মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের