ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বোরহানউদ্দিনের জমি দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও হামলা আহত -৩


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ১২:৫৮

ভোলার বোরহানউদ্দিনে রাতের আঁধারে জমি দখল কে কেন্দ্র করে বসত করে উক্তি সংযোগ ও হামলা চালিয়ে শিশু কন্যা সহ তিন নারীকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 
গত বুধবার ৩১ জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন উপজেলা ৪নং কাচিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কালুগো বাড়ি এঘটনা ঘটে। 

হামলার শিকার আহতরা জানান, দীর্ঘদিন ধরে কাচিয়া ইউনিয়নের চকঢোষ মৌজার  এস এ ১৮০ ও ৩৮৩৮ নং দাগের ৩২ শতাংশ জমি নিয়ে শাহাবুদ্দিন গং ও ইব্রাহিম গং এর মাঝে বিরোধ চলে আসছে। ২০১২ সালের দিকে ওই বিরোধপূর্ণ জমি ইব্রাহিম জনৈক ফিরোজ আলম এর কাছে বিক্রি করেন। কিন্তু শাহাবুদ্দিন গং ওয়ারিশ সূত্রে মালিকানা শর্তে ওই জমি দখলে রাখেন। এ বিষয়ে  এলাকায় দফায় দফায় সালিশ বৈঠক করেও উভয় পক্ষ কোন সমাধানে আসতে পারেনি। কয়েকদিন পূর্বে শাহাবুদ্দিন গং বিরোধপূর্ণ জমি দখলে রাখতে ওই জমিতে একটি ঘর উত্তোলন করেন।  

ঘর নির্মাণকে কেন্দ্র করে ইব্রাহিমে কাছ থেকে ক্রয় শর্তে মালিকানা দাবি করে গত বুধবার রাতের আঁধারে ফিরোজ আলমের নেতৃত্বে ইব্রাহিম, গিয়াস উদ্দিন, মান্নান, মিরাজসহ ১০-১৫ জনের একটি গ্রুপ মুখে কালো কাপড় বেঁধে বগি দা,  রাম দা,লোহার পাইপ নিয়ে জমিতে উত্তলিত টিনের ঘরটি ভেঙে পিকাপ ভ্যানে  করে নিয়ে যায়। আসবাবপত্র  কেরোসিন ঢেলে অগ্নি সংযোগ করে পুড়িয়ে ফেলে। 

এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে লোহার রড ও জি আই পাইপ দিয়ে জানু বেগম, সেপু বেগম, পেয়ারা বেগমকে  পিটিয়ে আহত করে। ওই ঘটনার কিছুক্ষণ পর রাত সাড়ে ৯ টার দিকে হামলাকারীরা শাহাবুদ্দিনের বসতঘরের রান্না ঘরের মেঝে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরে থাকা শাহাবুদ্দিনের ১২ বছরের শিশু সুমাইয়া ডাক চিৎকার দিলে হামলাকারীরা শিশুকন্যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানান শিশুর পরিবার। ওই ঘটনায় একাধিকবার ট্রিপল নাইনে ফোন করে থানা পুলিশের সহায়তা চাইলেও কোন সহায়তা না পাওয়ার অভিযোগ করেন হামলা আহত পরিবার। 

এ বিষয়ে ও বিযুক্ত ফিরোজ আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, শাহাবুদ্দিন গং দীর্ঘদিন তার জমি দখল করে রেখেছে। কয়েকদিন আগে ওই জমিতে শাহাবুদ্দিন গং টিনের ঘর উত্তোলন করায় তিনি ঘর ভেঙে নেওয়ার কথা স্বীকার করেন। মারধরের বিষয়টি সঠিক নয় বলে জানান  অভিযুক্ত ফিরোজ আলম। শাহাবুদ্দিন গং প্রাপ্তবয়স্ক পুরুষগন জীবিকার তাগিদে প্রবাসে থাকায় নারীদের উপর এমন ন্যাক্কার জনক হামলার নিন্দা জানান এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা