অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক করায় পুলিশের ওপর হামলা, আটক-৩
চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারিচালিত অটো রিকশা আটক করার কারণে ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল আমিন ধাক্কা মেরে কনস্টেবল মো. আনোয়ার হোসেনকে কিল ঘুষি মারে ২০/ ২৫ জনের একটি অজ্ঞাতনামা সংঘবদ্ধ দল।
এ ঘটনায় তাৎক্ষণিক বন্দর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৯। মামলার পরপরই ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন।
ট্রাফিক পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্দর বিভাগের সার্জেন্ট আল আমিন যানজট নিরসনে মইজ্জ্যারটেকে ডিউটি করেছিলেন। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন। স্বভাবতই মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ। কিন্তু আটকের পরপরেই হঠাৎ অজ্ঞাতনামা ২০/২৫ জন লোক উত্তেজিত হয়ে সার্জেন্ট আল আমিন ও তার সহকর্মীদের অশালিন ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এক পর্যায়ে উত্তেজিত ওই লোকগুলো সার্জেন্টকে ধাক্কা মেরে তাঁর ইউনিফর্মে থাকা বডিওর্ন ক্যামেরাসহ গাড়ীর আটকের সিসি বই রাস্তায় ফেলে দেন। তখন পাশে থাকা ট্রাফিক পুলিশের অপর সদস্য মো. আনোয়ার হোসেন ওসব যন্ত্রপাতি কুড়িয়ে নিতে গেলে তাকেও কিল ঘুষি মারেন। খবর পেয়ে তাৎক্ষণিক কর্ণফুলী থানার মোবাইল পার্টি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামলার বাদি মো. আল আমিন বলেন, আটক ব্যাটারি চালিত অটোরিকশাটি রেকার চালকের মাধ্যমে সদরঘাট ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। একই কথা জানালেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোবারক হোসেনও।
অপরদিকে, এ ঘটনার প্রতিবাদে সকাল ১১টার দিকে আবার স্থানীয় ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা মইজ্জ্যারটেক মোড়ে একটি বিক্ষোভ মিছিল করেন। যদিও বেশিক্ষণ স্থায়ী ছিলো না মিছিলটি।
এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক