অবৈধ লেগুনার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে কি ?

মিরপুর-১ এ অভিযান চলছে অবৈধ লেগুনার বিরুদ্ধে ফিটনেস বিহীন বেশ কয়েকটি লেগুনা জব্দ করা হয়েছে, এতে সাধারণ পথচারি যেমন আশ^স্ত হয়েছেন তেমনি তাদের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জিজ্ঞাসা, ‘অবৈধ লেগুনার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে কি?’
সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ক্ষতিগ্রস্থ মানুষ ও ‘নিসচা’-সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭টি নির্দেশনা আসে। যে নির্দেশনাগুলো এখনো বাস্তবায়িত হয়নি। ওই নির্দেশনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয় যে রাজধানীর মূল সড়ক ও রাজপথ গুলোতে লেগুনা চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই ঘোষণার পর বেশ কিছুদিন বন্ধ থাকলেও আবারো অবাধে চলাচল শুরু করেছে এ সব অবৈধ যানগুলো। গত ৫ই ফেব্রুয়ারি জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকা-সহ বেশ কয়েকটি পত্রিকায় মিরপুর ডিভিশনে অবৈধ লেগুনার উপর নিউজ প্রকাশিত হয়। সাধারণ পথচারী থেকে শুরু করে অবৈধ লেগুনার ১৮ বছরের কম বয়সী অনেক ড্রাইভার, লাইনম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, অবৈধ লেগুনার চলাচলে চাঁদাবাজির সাথে জড়িত হিসেবে সাধারণ জনগনের যেমন পুলিশের প্রতি অভিযোগ আছে তেমনি রাজনৈতিক নেতা পরিচয়ধারী কিছু লোক ও জড়িত।
সরেজমিনে গত কয়েকদিনে দেখা যায়, নিউজ হওয়ার পরপরই অভিযানে মাঠে নামে ট্রাফিক পুলিশ। অভিযানে কোন গাড়ির ডাম্পিং, জরিমানা বা কি সাজা দেওয়া হয়েছে জানা যায় নি। মিরপুর ১ নম্বর স্ট্যান্ড অনেক ফাঁকা থাকলেও , বেশিরভাগ গাড়ি গুলো কাঁচা বাজারের আশেপাশে অবস্থান নেয়। পুলিশ কয়েকটি গাড়ি আটক করে পুলিশ বক্সের সামনে নিয়ে আসে কিন্তু শেষ কিভাবে সমাধান করা হয়েছে তা জানা যায়নি। গাড়ির স্টাফরা বলেন, ‘নিউজ হওয়ার পর পরই পুলিশ আমাদেরকে লুকিং গ্লাস লাগাতে বলেছে এবং ভাঙ্গাচুরা ফিটনেস বিহীন গাড়ি গুলো একটু দূরে রাখতে বলেছে।’ সন্ধ্যার পরও দেখা যায় এক লাইট জ্বালিয়ে কয়েকটি গাড়ি বীরদর্পে চলছে। ফিটনেসবিহীন, ভাঙ্গা-চোরা, লক্কড় ঝক্কড় গাড়ির সংখ্যাও কম নয়। একজন ড্রাইভার নাম গোপন রাখার শর্তে বলেন, সাংবাদিকরা নিউজ করলে আমাদের কষ্ট বাড়ে। আমাদের চাঁদার টাকা বেশি দিতে হয়, যেমনি পুলিশের উৎপাত বাড়ে তেমনি লাইন খরচ বেশী দিতে হয়। সরকার একটি নীতিমালা করে দিলে আমাদের এই লুকোচুরি খেলা আর খেলতে হতো না।
তার কথা শেষ না হতেই আরেক চালক কথা টেনে বলেন, স্ট্যান্ডে চাঁদাবাজি এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাড়ি নামালেই চাঁদা দিতে হবে এটা মেনেই নিয়েছেন মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেগুনার মালিক জানান যে চাঁদাবাজদের সঙ্গে তাঁরা কোনভাবেই পেরে উঠতে পারছেন না। তাদের কাছে তারা অসহায় হয়ে পড়েছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই বিভিন্নভাবে হয়রানি করা হয়। ফলে আয় রোজগার ঠিক রাখতে মালিকরাও আর কোন প্রতিবাদ করেন না। ফুটপাতের একজন দোকানী বলেন, ‘দীর্ঘদিন ধরেই দেখছি এই ভাঙ্গা-চোরা গাড়ি দিয়েই লাইনগুলো চলে, যখনই কোন নিউজ হয় ২-৩ দিন স্বাভাবিক থাকে পরবর্তীতে আবার একই অবস্থা হয়।’ একটি ব্যানারের লাইনম্যান নিজের নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘আপনারা নিউজ করে কি করবেন? আপনারা তো আর সারাদিন স্ট্যান্ডে বসে থাকবেন না। আপনারা নিউজ করলে আমাদের ভোগান্তি বাড়ে, থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে আমাদের চলতে হয়।
’ মার্কেটের একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, ‘মানবিক কারণ দেখিয়ে কিছু অসৎ কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক সুবিধাভোগী, যারা দলের নাম ভাঙ্গিয়ে চলে তাদের পকেটে যাচ্ছে টাকাগুলো।’ সংবাদ প্রকাশিত হবার পরে অপু নামের এক ব্যক্তি ফোনে প্রতিবেদকের সাথে যোগাযোগ করেন, প্রথম দিন নিজের পরিচয় গোপন রেখে প্রতিবেদকের সাথে চা খেতে চান। সংবাদ প্রকাশের পরে মিরপুর-১ এর টিআই মোস্তফার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়, পুলিশ বক্সের সামনে বেশ কয়েকটি গাড়ি জব্দ করে রাখা হয় । জব্দ গাড়িগুলোর বিষয়ে টিআই মোস্তফা কে ফোন দিয়ে জানতে চাইলে, এবং অভিযানের একটি নিউজ করতে চাইলে তিনি বলেন, ‘ভাই পক্ষে বা বিপক্ষে নিউজ করতে হবে না আপনি আসেন চা খেয়ে যাবেন।’ এর কিছুক্ষণ পরে অপু ফোন দিয়ে প্রতিবেদককে বলেন, ‘আপনি টিআই মোস্তফা ভাই কে একটু বলে দেন ‘বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।
’ এসময় প্রতিবেদক বলেন, উনাকে ফোন দিয়ে আমাকে বলতে বলেন।’ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, অপু অবৈধ লেগুনা পরিবহন সোয়াস পরিবহনের সভাপতি ও স্থানীয় সরকার দলীয় নেতা পরিচয় দানকারী, নিজের সুবিধা আদায় করার জন্য অপু বিভিন্ন জায়গায়, সরকার দলীয় বিভিন্ন রকম পরিচয় দিয়ে থাকে। আজও মিরপুর ১ নম্বর-সহ বিভিন্ন স্পটে ট্রাফিক পুলিশের অভিযান চলতে দেখা যায়, মিরপুর ১ নম্বর পুলিশ বক্সের সামনে পাঁচটি বিভিন্ন ব্যানারের নাম্বার প্লেট বিহীন গাড়ি জব্দ করে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে টিআই মোস্তফা কোন মন্তব্য করতে রাজি হননি। সেদিনের প্রসঙ্গ তুলে অপুকে চেনেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘না আমি তাকে চিনি না।’ এ বিষয়ে জানতে মিরপুর ট্রাফিক পুলিশের উপ- কমিশনারের (ডিসি ট্রাফিক) সরকারি নাম্বারে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথচারীদের পাশে ইফতার নিয়ে হাজির আজমল হুদা মিঠু

আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিআরটি’র ফ্যাসিস্ট আওয়ামীর দোসর এডি আলী আহসান বহাল তবিয়তে

ধর্ষণও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত

আলোচনা সমালোচনার শেষ নেই আওয়ামী লীগ নেত্রী তাহমিনার
