অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার দায়ে খানসামায় ৫ যুবকের কারাদণ্ড
দিনাজপুরের খানসামা উপজেলায় অনলাইন জুয়া প্ল্যাটফর্মে জড়িত থাকার দায়ে পাঁচ যুবককে ১ মাস (৩০) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও খানসামা থানা অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫টি অ্যান্ড্রয়েড ফোন ও ৮৪ টি সিম কার্ড জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও মো. তাজ উদ্দিন।
আটককৃতরা হলেন, উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন (২০), হামিদুল ইসলামের ছেলে হাচানুর ইসলাম (১৯), ঐ এলাকার ঝগড়পাড়ার ফরহাদ আলীর ছেলে গালিব ইসলাম (১৯), আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার নারায়ণ ভুঁইয়ার ছেলে উজ্জ্বল ভুঁইয়া (২৫) ও পার্শ্ববর্তী সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম (২৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চক্র অনলাইন জুয়ার সাথে জড়িত থেকে অনেক পরিবার ও যুবক নিঃস্ব হয়ে গেছে। তাই অনলাইন জুয়া রোধে এই অভিযানে আটক ৫ যুবককে অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ সালের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম সকালের সময়কে বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক ৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে খানসামা থানা পুলিশ সজাগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ
শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা
বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি
কুমিল্লায় নিহত র্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা