ইনপেস আয়োজিত গ্লোবাল এডএক্সপো ২০২৪ এ অভূতপূর্ব সাড়া পাচ্ছে গ্লোবাল টার্ন স্টাডি এ্যাবরোড

বাংলাদেশে আইটি এক্সপো আয়োজনে ২৬ বছর ব্যাপী অনবদ্য সুনামের অধিকারী ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লি: এবার প্রথমবারের মত আয়োজন করেছে পরিপূর্ণ আন্তর্জাতিক এবং আধুনিক শিক্ষা মেলা। এটি (২৫-২৬) ফেব্রুয়ারী দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমোনী এবং কার্নিভাল হলে। দেশ-বিদেশ মিলে ৬৩ টি নামকরা প্রতিষ্ঠান মোট ৮৬ টি স্টলে অংশ নিচ্ছে। গ্লোবাল টার্ন স্টাডি এ্যাবরোড অন্যতম।
২০০৮ সাল থেকে স্টুডেন্ট ভিসা কাউন্সেলিং ও কনসালটেন্সী সেবায় যাত্রা শুরু করা কোম্পানীটি বিশ্বের স্ক্যান্ডিনেভিয়ান দেশভুক্ত উচ্চ র্যাংকিং সম্পন্ন বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে কাজ করে আসছে, ডেনমার্ক যাদের প্রধান ও প্রথম গুরুত্বের দেশ। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় ২০০০ শিক্ষার্থী গ্লোবাল টার্নের মাধ্যমে ডেনমার্কের প্রায় ১০ টি সনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে পেরেছে। এছাড়া ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, কানাডা, ইউকে মিলিয়ে প্রায় ৬৫ টি সেরা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে গ্লোবাল টার্ন। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সফলতার হার ৯৯%, যা ঈর্ষণীয় পরিসংখ্যান।
গ্লোবাল টার্ন দেশে আয়োজিত এ ধরণের শিক্ষামেলায় প্রথম অংশগ্রহণ করল। তবে নিজেদের আয়োজনে নিয়মিত উচ্চ শিক্ষার উপর সেমিনার আয়োজন করে থাকে তারা।
কেন গ্লোবাল টার্ন স্বতন্ত্র এবং অন্য সব এজেন্সী থেকে আলাদা? এর উত্তরে প্রতিষ্ঠানটির সিইও এবং ফাউন্ডার বিকাশ চন্দ্র কর্মকার বলেন- "কনসালটেন্সি সেবা ও ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা, দীর্ঘদিনের প্রমাণিত অভিজ্ঞতা, কাজ সংক্রান্ত জ্ঞান এবং স্টাফদের আন্তরিকতা অন্যদের থেকে গ্লোবাল টার্ন কে বিশেষ স্বতন্ত্র করেছে। ৮০% শিক্ষার্থী সরাসরি আমাদের প্রতিষ্ঠানকে সুপারিশ করে থাকে। ডেনমার্কে আমাদের মাধ্যমে বহু শিক্ষার্থী আছে, যারা ইতিমধ্যে উন্নত জীবনের সুবিধা প্রাপ্তি সহ সেখানকার নাগরিক হয়ে উন্নত ক্যারিয়ার সহ বসবাস করছে। আমাদের বাংলাদেশ অফিসের দশজন দক্ষ ও বিশেষজ্ঞ স্টাফের টিম যে কোন শিক্ষার্থীর প্রোফাইল বা একাডেমিক পেপার দেখেই তার অফার লেটার বা ভিসাপ্রাপ্তির বিষয় নিশ্চিত ভাবে বলে দিতে পারে। এটাও গ্লোবাল টার্নের একটি কারিশমা। যোগ্য শিক্ষার্থীর ভিসা সংক্রান্ত প্রাথমিক কনসালটেন্সি আমরা বিনামূল্যে করে থাকি, আর ভিসা প্রাপ্তির পরেই কেবলমাত্র এককালীন একটি সার্ভিস চার্জ শিক্ষার্থী থেকে নিয়ে থাকি।"
এভাবেই আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র গতিতে সমুজ্জ্বল গ্লোবাল টার্ন স্টাডি এ্যাবরোড। ঢাকা অফিস ঠিকানা- ন্যাশনাল রোজ ভ্যালী, গ/৩৯, জাপানী স্কুল রোড, শাহজাদপুর গুলশান, ঢাকা; সিলেট অফিস- কানিজ প্লাজা, লেভেল ৪, জিন্দা বাজার, সিলেট। ডেনমার্কে সরাসরি গ্লোবাল টার্নের অফিস রয়েছে, ঠিকানা- গার্টনারলুন্ডেন, ৩৯, ওডেন্স এন, ৫২৭০, ডেনমার্ক। যাচাইয়ের জন্য সিভিএর নাম্বার- ৩৪৯৫৫৫৭৩
এমএসএম / এমএসএম

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ত্বরান্বিত হয়
