ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

অবৈধ ভাবে মাটি কাটার মহা উৎসব চলছে রামগঞ্জ


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৪ বিকাল ৫:১

লক্ষীপুরের রামগঞ্জে অবৈধভাবে প্রকাশ্যে কৃষি  জমি থেকে মাটি কাটছে প্রভাবশালী মহল।সরকারি নিষেধাজ্ঞা থাকলে ও কোনভাবে বন্ধ করা যাচ্ছে না মাটি কাটা,
সরেজমিনে দেখা যায়, এক্সকাভেটর (ভেকু)দিয়ে কৃষি জমি থেকে  মাটি কেটে ১০- ১২ ফুট গভীর করে খাড়াভাবে কাটে,যাতে করে অল্প কয়েক দিনের মধ্যে পার্শ্ববর্তী জমির মাটি ভেঙে পড়ে, এতে করে চাষবাদ করা যাচ্ছে না।পরবর্তীতে সেই জমিতে ও ফসল উৎপাদন করা যাচ্ছে না, সেই জমি গুলো অল্প দামে ভূমিদস্যদের কাছে  বিক্রি করা ছাড়া আর উপায় থাকে না।এই ভাবে ধীরে ধীরে কমে যাচ্ছে ফসলি জমি,কমে যাচ্ছে  উৎপাদন বেকার হচ্ছে কৃষক। হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য,মাটি পরিবহনের জন্য যে ট্রলি ব্যবহার করা হয় তাহা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ 
মাটি পরিবহনে ট্রলি পাশাপাশি পিকাপ,ড্রামট্রাক ব্যবহার হয়।সড়কে ধুলা বালু উড়ে যার ফলে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে অসুবিধা হয় এবং বয়স্ক ব্যক্তিরা ও শ্বাসকষ্ট সহ অনেক রোগে আক্রান্ত হয়। 
এবং গ্রামীন সড়কগুলোতে ছোট বড় উচু নিচু গর্ত তৈরি হয়,বৃষ্টি হইলে সড়ক গুলো কাঁদা রাস্তা পরিণত হয়,যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।
অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কাটা সাথে জড়িত রয়েছেন,৩নং ভাদুর ইউনিয়নের কেঁথুড়ী এক্সকাভেটর (ভেকু) দিয়ে ফসলি কৃষি জমি থেকে মাটি কাটছে ছানা উল্ল্যা( ইটভাটার মালিক ছানা উল্ল্যা) ,তার কাছে জানতে চাইলে  তিনি বলেন,আমি জমি কিনে নিজে মাটি কাটি।আমি সব কিছু ম্যানেজ করে চলি। এই প্রতিবেদককে এক প্রশ্নের জবাবে বলেন,আপনার জরিমানা হয় নাই কখনো ? 
 আমার জরিমানা হয় না,আগে দিয়ে আসি।

৩নং ভাদুর ইউনিয়নের রিয়াদ কেঁথুড়ী, রহমান পশ্চিম ভাদুর। জসিম উদ্দিন  ,১ নং কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা ও ২ নং উদয়পাড়া হারুন মেম্বারের বাড়ির পাশের কৃষি জমি থেকে মাটি কাটছে তাদের কাছে মাটি কাটার বিষয় জানতে চাইলে বলে,সবকিছু অবৈধ ভাবে চলে,কি আর করার সবদিকে টুকিটাকি দিতে হয়,না হইলে তো কাজ করা যাবে না।

১নং কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা জুয়েল হোসেন  ও হারুন মেম্বারের বাড়ির পাশের কৃষি জমি থেকে মাটি কাটে দুই মাঠে, মাটিকাটা বিষয় জানতে চাইলে তিনি বলেন আসলে কাজ করাই লাভ নাই,মাটি এইগুলা গত বছরের বৃষ্টি জন্য শেষ করতে পারি নাই,এইতো সিজন শেষ হয়ে যাবে আর অল্প কয়েকদিন।

 ১০ নং ভাটরা ইউনিয়নের ইব্রাহিম কোমরতলা  ইটভাটার পাশে,দুইটা এক্সকাভেটর (ভেকু)দিয়ে মাটি কাটছে। রিয়াদ ২নং নোয়াগাঁয় ইউনিয়নের ডোননদী কৃষি জমি থেকে মাটি কাটছে। ২নং নোয়াগাঁয় ইউনিয়নের হারুন আশাপুরা মাটি কাটছে। ৯ নং ভোলাকোর্ট ইউনিয়নের সাগর মধ্যপাড়া ৪ নং ওয়ার্ডে,রাত ৯ টা পর থেকে সকাল ৪ পর্যন্ত মাটি কাটছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,আপনারা এগুলো জিজ্ঞাসা করে কি হবে ? পত্রিকা দিয়ে লাভ কি ? প্রশাসন চাইলে এমনে বন্ধ করতে পারে। কিন্তু তাঁরা এগুলো বন্ধ করবে না।

পূর্ব  বিঘা এক দোকানদার বলে, দোকানদারি করতে পারি না ঠিক মতে, বালু কারনে পদ্মা দিয়ে রাখতে হয় সব সময়, দুর থেকে দোকান খোলা না বন্ধ সেটাও অনেক কাষ্টামার বুঝতে  পারে না । অনেক অশান্তিতে আছি সব ডেকে রাখলে খাবারের মধ্যে বালু পড়ে।

৩নং ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নে মাটি কাটা হয় না।২নং নোয়াগাঁয় ইউনিয়নের চেয়ারম্যান সহেল পাটোয়ারী কে একাধিক বার তার কল দিলেও তাকে পাওয়া যায়নি। 

সরকারি গেজেটে মাটির নিয়ন্ত্রণ ও হ্রাসকরন ২০১৩ সালের ৫৯ নং আইনের ৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তি ইট প্রস্তত করার উদ্দেশ্য কৃষিজমি বা পাড়াহ বা টিলা হইতে মাটি কাটা বা সংগ্রহ করে ইটের কাচাঁমাল হিসাবে ব্যবহার করতে পারবে না।যদি কোন ব্যক্তি আইনের এই ধারা লঙ্ঘন করেন, তাহলে দুই বৎসরের কারাদণ্ড বা ৫(পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। এই আইন থাকার পরও আইনের তোয়াক্কা না করে ভূমিদস্যুরা আইন অমান্য করে সুকৌশলে অবৈধ কাজ করেই যাচ্ছে দীর্ঘদিন।  

এব্যাপারে জানতে চাওয়া হইলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস:শারমিন ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্হা নিবো।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত