রেনেটা ফার্মার এমডি ভূমিদস্যু কায়সারের নামে দুদকে অভিযোগ

রেনেটা ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস কায়সার কবিরের নামে সরকারের বিভিন্ন দপ্তরে পাহাড়সম অভিযোগের তথ্য পাওয়া যায়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারী দুর্নীতি দমন কমিশনে ফার্মাসিউটিক্যালসের একজন কর্মচারী কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস কায়সার কবিরকে অভিযুক্ত করে একটি অভিযোগ ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট জমা দিয়েছে। একই বিষয়ে নিয়ে ওই কর্মচারী শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক বরাবরও অভিযোগ দিয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ সূত্র বলছে কোম্পানিটির মালিক বা ব্যবস্থাপনা পরিচালকে উপস্থিত হয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে অভিযোগ সমাধানের জন্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২৪ক মোতাবেক বিষয়টি সুষ্ঠু পরিচালনা ও নিষ্পত্তির নিমিত্তে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে রেনেটার ব্যবস্থাপনা পরিচালককে উপস্থিত হতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্র বলছে ২২ ফেব্রুয়ারী ওই কোম্পানির মালিক অনুপস্থিত থাকায় তাকে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য আবারও নোটিশ দেয়া হয়েছে। অভিযোগকারী বশির মাহমুদ রেনেটা ফার্মাসিউটিক্যালসের বরিশালের ভোলা জেলায় প্রফেশনাল সার্ভিস অফিসার (পিএসও) হিসেবে কর্মরত। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম দৈনিক সকালের সময়ের সাথে বলছেন ৬ মার্চ বেলা ১১টা ৩০মিনিটে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপস্থিত থেকে ওই কর্মচারীর অভিযোগ নিষ্পত্তির নিমিত্তে রেনেটার ব্যবস্থাপনা পরিচালককে কৈফিয়ত দিতে বলা হয়েছে। তিনি বলেন বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১১৩(১০) মোতাবেক কোম্পানিটির ওই শীর্ষ কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাড়ি নির্মাণের জন্য অবৈধভাবে সরকারী জমি দখল করেছিলো রেনেটা ফার্মাসিউটিক্যালসের এই ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবির। খোঁজ নিয়ে জানাজায় কায়সার কবির একজন চৌকস প্রতারক। পরিবেশের ক্ষতি করার জন্য পরিবেশ বিভাগ কর্তৃক ২০১৬ সালে রেনাটা ফার্মাসিউটিক্যালসকে জরিমানা করেছিল। এই কায়সার কবির রেনেটা ফার্মাসিউটিক্যালসের জন্য বন বিভাগের মালিকানাধীন জমিও অবৈধভাবে দখল করেছিল। রেনাটা লিমিটেড (পূর্বের ফাইজার ল্যাবরেটরিজ (বাংলাদেশ) লিমিটেড, এছাড়া রেনাটা নামেও পরিচিত, বাংলাদেশের শীর্ষ দশ (রাজস্ব অনুসারে) ফার্মাসিউটিক্যাল নির্মাতাদের মধ্যে অন্যতম। রেনাটা মানব ওষুধ ও প্রাণী স্বাস্থ্য পণ্য উৎপাদন ও বিপণনে নিযুক্ত আছেন।
সংস্থাটি পশু চিকিৎসা এবং পুষ্টি পণ্যও উৎপাদন করে। রেনাটা বর্তমানে তার প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকায় ২৩০০ কর্মী নিযুক্ত আছে। এর দুইটি উৎপাদন কারখানার একটি ঢাকার মিরপুরে এবং অপরটি ঢাকার রাজেন্দ্রপুরে অবস্থিত। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকা কোম্পানিটির বাণিজ্য অঞ্চল। রেনাটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। রেনাটা লিমিটেড তার শক্তিশালী পণ্য সুবিধার জন্য ইউকে এমএইচআরএ অনুমোদন পেয়েছে। এই সুবিধায় তারা বর্তমানে হরমোন, স্টেরয়েড এবং সাইটোটক্সিক ওষুধ প্রস্তুত করে, এবং যুক্তরাজ্যে প্রিডনিসোলন রফতানি করে। সংস্থাটি আরও চারটি উৎপাদন ইউনিট পরিচালনা করে - সাধারণ পণ্যের জন্য মূল ফাইজার সুবিধা, ইউনিসেফ-অনুমোদিত এসএফএফ (স্যাচেট ফিলিং সুবিধা)। জিএআইএন (উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট) রেনাটা লিমিটেড এবং ব্র্যাক (উন্নয়নশীল বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও)-কে, ২.৯ মিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করে বাংলাদেশের দুর্বল শিশুদের জন্য বহু পুষ্টি গুঁড়ো উৎপাদন এবং বিতরণ করার জন্য।
রেনেটার বিরুদ্ধে বহুরকম অভিযোগের বর্ননা দেন প্রতিষ্ঠানটির পিএসও বশির মাহমুদ। তিনি বলেন জাতীয় আন্তর্জাতিক দিবস সমূহকে মোটেও গুরুত্ব দেয় না রেনেটা ফার্মাসিউটিক্যালসের এমডি। ২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও কোম্পানির মাসিক মিটিং ছিলো। ওই দিন মিটিংয়ে অংশ নেয়ার উদ্দেশ্য যাত্রা পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে কোম্পানির দিনাজপুরের সিনিয়র পিএসও উজ্জ্বল আলীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় বন্ধের দিনেও অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে সেই মৃত্যুর ঘটনায় সকল দায় কোম্পানিকেই নিতে হবে বলে মনে করছেন পিএসও বশির মাহমুদ। নিহত উজ্জ্বল আলীকে কোম্পানি ৬০ বছর বেতন ও সকল সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দিয়ে কৌশলে ওই ঘটনা ধামাচাপা দিয়ে রাখছে।
রেনেটা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবিরের সাথে সাক্ষাৎ করে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মন্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি সাক্ষাৎ দেননি। তিনি অফিসে উপস্থিত থাকলেও তার সহকারীরা জানিয়ে দেয় এমডি স্যার বিদেশে আছে। এমডি কায়সার কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। একটি অভিযোগের বিষয়ে জানতে তার সাথে দৈনিক সকালের সময় কথা বলতে চায় এমন বার্তা তার +8801819***** হটসঅ্যাপে পাঠিয়েও কোন উত্তর মেলেনি। একাধিকবার রেনেটার প্রধান কার্যালয়ে গিয়ে একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন রেনেটার মালিকের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করতে কয়েক বছর আগে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন এসেছিলো। ওই কর্মচারী তখন নতুন চাকুরির নিয়েছে কোম্পানিটিতে। পিএসও বশির মাহমুদের অভিযোগের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে সেগুনবাগিচাস্থ সংস্থার প্রধান কার্যালয়ে দৈনিক সকলের সময় ফেব্রুয়ারী মাসের শেষ কার্যদিবসে গিয়েছিল। দুদক বলছে তার সংস্থা সকল অভিযোগ আমলে নিয়ে পর্যবেক্ষণ করে। যাচাই-বাছাই করে যেসব অভিযোগের তদন্ত করা প্রয়োজন মনে করে দুদক কেবল সেই অভিযোগ নিয়ে কাজ শুরু করে।
এমএসএম / এমএসএম

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথচারীদের পাশে ইফতার নিয়ে হাজির আজমল হুদা মিঠু

আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিআরটি’র ফ্যাসিস্ট আওয়ামীর দোসর এডি আলী আহসান বহাল তবিয়তে

ধর্ষণও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত

আলোচনা সমালোচনার শেষ নেই আওয়ামী লীগ নেত্রী তাহমিনার
