দুর্গাপুরে আবাসনের ঘর গুলো বসবাসের অযোগ্য

ঘরের টিনের চাল গুলো মরিচা ধরে গেছে, সামান্য বৃষ্টিতেই ঘরের ভিতরে পানি পড়ে। ঘরের চারপাশের বেড়া ও দরজা-জানালাগুলো ভাঙাচোরা। বৃষ্টির পানি ঠেকাতে ঘরের চালে দেয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। একই অবস্থা শৌচাগারের। গেলো শীতে খুবই কষ্টে ছিলেন উপকারভোগীরা। জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার দুইটি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো।
প্রায় এক যুগ ধরে মেরামত না করায় আশ্রয়ণ প্রকল্পের ঘর গুলোর এই করুণ দশা। ফলে বাসিন্দাদের কষ্টে দিন কাটছে। বাসিন্দাদের দাবি, এবারের বর্ষার আগেই ঘরগুলো মেরামত করে দিলে তারা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন।
অফিস সুত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় খাসজমির ওপর ২০০৮ সালে ছিন্নমূল ও হতদরিদ্র ৪৫০ পরিবারের জন্য নির্মিত হয় "সুসং আশ্রয়ণ প্রকল্প"। পরবর্তীতে ২০১১ সালে আরো ২০০ পরিবারের জন্য "দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প" নির্মিত হয়। সে ঘর গুলোতে বসবাস শুরু করে ছিন্নমুল পরিবারগুলো। এরপরে গত এক যুগের মাঝে ঘরগুলো কোনো প্রকার মেরামত না করার ফলে দিনে দিনে নষ্ট হচ্ছে ওই ঘরগুলো। বর্তমানে সুসং আশ্রয়ণ প্রকল্পের প্রায় সবগুলো ঘরই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সব সময় আতঙ্কে থাকছেন ছিন্নমুল মানুষ গুলো।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সারি সারি টিনের ঘর। প্রতিটি পরিবারের জন্য রয়েছে পৃথক কক্ষ। তবে মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে ঘরের টিনের বেড়া ও চাল। কিছু ঘরে চাল একদমই নেই। কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কাঠামো। এসব ঘরে কোনো মানুষও নেই। বাকি জরাজীর্ণ ঘরে বাস করছে পরিবারগুলো। প্রকল্পের সামনে পৌঁছাতেই ছুটে আসেন সেখানকার বাসিন্দারা। তারা জানান, বর্ষা মৌসুমের বৃষ্টিতে ঘরে পানি পড়ে। তাই চালের উপরে পলিথিন বা কম্বল দিয়ে কোন রকমে বসবাস করছেন তারা।
উপকারভোগীরা আরও বলেন, আবাসনের প্রায় সবগুলো পানির টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। নিজেদের উদ্যোগে বেশ কিছু টিউবওয়েল বসালেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। পরিবারগুলোর জন্য একটি নির্দিষ্ট স্থানে শৌচাগার ব্যবস্থা থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। তাই প্রতিটি পরিবারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী আলামিন মিয়া, হারেজ মিয়া, আব্দুল জলিল, রহিমা খাতুন ও আমিনুল ইসলাম বলেন, তাদের ঘরগুলোর অবস্থা খুবই খারাপ। চালে জং ধরে টিন নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলেই সেগুলো দিয়ে পানি পড়ে। দরজা-জানালা গুলো ভেঙে গেছে। নির্মাণের পর ঘরগুলো কোন মেরামত করা হয়নি। এ কারণে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা গরিব মানুষ বলে ব্যবহারের অনুপযোগী জেনেও অবহেলায় পড়ে আছি এই ঘর গুলোতে।
এ নিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান বলেন, মাননীয় এমপি মোস্তাক আহমেদ রুহী মহোদয়ের হাত ধরেই তৈরি হয়েছিল ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই। তিনি এমপি থাকাকালীন সময়ে এইগুলোর প্রতি যত্ন ছিল। কিন্তু ২০১৫ সালের পরে এইগুলোর কোন উন্নয়ন হয়নি। বর্তমানে ঘরগুলোর খুবই বেহাল দশা। এনিয়ে এমপি মহোদয়ের কাছে জানাবো, মানুষের কষ্ট লাঘবে আশা করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। তবে বিষয়টি সত্যি দুঃখজনক। এ বিষয়ে খোঁজ নিয়ে যতটুকু সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
