প্রশাসনের হস্তক্ষেপে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
বহু জল্পনা কল্পনার পর অবশেষে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে আহবায়ক কমিটিসহ অডিট ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাজারস্থ্য সমিতির কার্যালয়ে দ্বাদশ ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় বর্তমান সমিতির সভাপতি এস. এম শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন প্রমূখ। এ সময় ব্যবসায়ী লিয়াকত হোসেন, হাসিবুর রহমান হাসিব, আজিজুর রহমান এ্যাডমিরাল, আব্দুল মুজিদ ডাবলু, জহুরুল ইসলাম, রোকন উদ্দিন মৃধা, আব্দুস সবুরসহ সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, সদস্য সেলিম রেজা আউলিয়ার, শামীম রেজা কোচি, ইকবাল কবির ও মোহাম্মদ আশিকুজ্জামান রিংকু।
এছাড়া দুই সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন শামীম রেজা কচি ও মোঃ আনিসুর রহমান। একই সাথে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির ও এস এম হাবিবুর রহমান পৌর কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক।এদিকে ব্যবসায়ীরা জানান, নির্বাচন বাদেই প্রতিবার বনভোজনের নামে বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন হয়। সাধারণ ব্যবসায়ীরা কমিটি ভেঙ্গে দিয়ে ভোটের মাধ্যমে সমিতির নির্বাচনের জন্য গত ১৭ ফেব্রæয়ারি পৌর মেয়রের শরণাপন্ন হন। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে উপজেলা প্রশাসন সমিতির কমিটির গঠন নিয়ে দৃষ্টি দেন। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে আহবায়ক, অডিট ও নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হওয়ার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও থানার ওসি ইকবাল বাহারকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম