ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

খাদ্যের সংস্থানের পাশাপাশি কৃষি অর্থনীতির ভীত গড়তে কাজ করে যাচ্ছেন যারা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-৩-২০২৪ দুপুর ৩:৩৫

সূর্যোদয় থেকে সূর্যাস্ত। যাদের নকশায় স্থান পায় পরিবার, সমাজ। ঘর-গৃহস্থালী থেকে কৃষি- সর্বত্র- যাদের হাতের স্পর্শে মজবুত হয় অর্থনীতি। সেই নারীদের অধিকারের নকশাটা আজো অসম্পুর্ন। পরিবার-সমাজ-রাষ্ট্র কোথাও মুল্যায়িত হয় না নারীদের ঘামের ফোটা।

স্বামী-সন্তানকে বিছানায় রেখেই চোখ ঘষতে ঘষতে দিন শুরু রসুলপুর চরের শাপলা বেগমের। হাঁস-মুরগী-গবাদী পশুকে খাবার দেয়া সবজির উঠোনে যত্ন থেকে ঘর-গৃহস্থালীর এসব কাজকর্ম প্রতিদিনের নকশারই অংশ।


এরইমধ্যে লাল আভায় ফাগুনের আকাশ রাঙিয়ে সূর্য্যের উপস্থিতি। দিনের রুটিন ঠিক রাখতে সূর্য্যের সাথে পাল্লা দিয়ে বেড়ে যায় ব্যস্ততা। বাসন-কোশন মাজা-ঘষা শেষ করে চুলোয় ওঠে হাড়ি। পরিবারের লোকজনের পাতে খাবার তুলে দেয়ার পরেও বিরাম নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, গৃহস্থালি ও পরিচর্যার কাজে পুরুষদের তুলনায় আট গুণ বেশি সময় ব্যয় করেন নারীরা। 


সকালের সময়ের প্রতিনিধি কে শাপলা বেগম বলেন,সেই কাক ডাকা ভোর থেকে তার দুহাতে ঘর গৃহস্থালী সামলানোর কাজটা করলেও। তার ছোট্ট শিশু সাদিয়ার মতো শহরের শিক্ষিত মেয়েদেরও বদ্ধমুল ধারনা মায়েরা কোন কাজ করেনা। কিছুর পরেও মায়েদের ঘর গৃহস্থালীর কাজ সম্পর্কে বিরুপ এক ধরণের বিরুপ ধারণা নিয়ে বেড়ে উঠছে শিশুরা। সাদিয়ার কাছে তার মায়ের কাজের মূল্যায়ন জানলে তা স্পষ্ট বোঝা যায়। 

সাত সকালে ঘুম থেকে ওঠার পর ঘর গৃহস্থালীর কাজ, রান্না, বান্না, সমস্ত কিছু শেষ করে সন্তানকে স্কুলের জন্য প্রস্তুতি আর স্বামীকে ফসলের ক্ষেতে যাওয়ার সমস্ত আয়োজন শেষ করে দূর্গম বালুচর পাড়ি দিয়ে এই নারীদের যাত্রা এখন ফসলের ক্ষেতের উদ্দেশ্যে।

পায়ের নীচে উত্তপ্ত বালি আর প্রখর রোদ উপেক্ষা করে যারা বাদাম তুলছেন। বাদামের মতো প্রায় ফসলের বীজ সংরক্ষণ থেকে রোপন, পরিচর্যা মাড়াই পর্যন্ত প্রতিটি ধাপে লেগে থাকে তাদের হাতের স্পর্শ। অথচ ফসল ঘরে ওঠার পর বাজারে বিক্রির পুরো প্রক্রিয়া যুক্ত থাকেন কর্তারা। ফলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর মতোই ভাত আর কাজ নিয়ে থাকলেও নিজের ইচ্ছেমতো এতোটুকু শখ আহ্লাদের প্রয়োজনেও হাত পাততে হয় তাদের। 

পড়ের গল্পেও প্রধান চরিত্র এই নারীরাই। দেশের কোটি মানুষের খাদ্যের সংস্থানের পাশাপাশি তিল তিল করে কৃষি অর্থনীতির ভীত গড়তে কাজ করে যাচ্ছেন যারা। 

এদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রাণী সম্পদ খাতে নারীর অংশগ্রহণ ৮৮ দশমিক ২ ও পুরুষের মাত্র ১১ দশমিক ৮ শতাংশ। নারীর অংশগ্রহণ বাড়লেও এ খাতে মালিকানায় বেশ পিছিয়ে তারা। যার ৭২ দশমিক ৪ শতাংশ মালিকানা পুরুষের হাতে। ছোট গবাদি পশুর ক্ষেত্রেও পুরুষের মালিকানা ৫৩ দশমিক ৮ শতাংশ। তবে হাঁস-মুরগির ক্ষেত্রে নারীর মালিকানা ৮৩ দশমিক ৮ শতাংশ।  

গাইবান্ধা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক, আনিছা আক্তার বেগম চৌধুরী সকালের সময় কে বলেন, ঘর-গৃহস্থালী থেকে কৃষি সর্বত্র এতো অবদান রাখার পরেও বঞ্চণার তিলক সড়েনা নারীর কপাল থেকে। মজুরী বৈষম্য দুর করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্র ও সমাজকে এগিয়ে আসা। 

দেশের কৃষি অর্থনীতির সঙ্গে এখনো দৃশ্যমান করা হয়নি নারীর শ্রম। কৃষিতে ঘাম ঝড়ালেও জাতীয় অর্থনীতিতে গণনার বাইরে থাকায় অবমূল্যায়িতই থাকছে তাদের শ্রম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত যাদের বিনিয়োগকৃত শ্রমে মজবুত হয় দেশের অর্থনীতি অধিকারের প্রশ্নে দীর্ঘ থেকে দীর্ঘ হয় তাদের অপেক্ষার প্রহর। কিন্তু এখনো মজুরী বৈষম্য আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নারীদের। 

জেলা প্রশাসক, গাইবান্ধা কাজী নাহিদ রসুল বলেন, অন্যদিকে কৃষি খাতেও বাড়ছে নারীর অংশগ্রহণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আন্তর্জাতিক কৃষিব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে ‘স্ট্যাটাস অব উইমেন ইন অ্যাগ্রিকালচার সিস্টেম-২০২৩’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কৃষিতে ২০০৫ সালে নারীর ভূমিকা ছিল ৩৬ দশমিক দুই শতাংশ। ২০১৯ সালে তা নয় দশমিক এক শতাংশ বেড়ে ৪৫ দশমিক তিন শতাংশে দাঁড়ায়। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে যা সর্বোচ্চ। 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ