জুড়ীতে নারী ও শিশুদের সর্বনাশ করাই কালার নেশা
কামিনী (ছন্দনাম) নামের ছয় বছরের এক শিশু শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটি শেষে গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিলেন। তখন তাদের বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে।
সরজমিনে গেলে এলাকাবাসীরা জানান, ওই কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকারসহ বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে। কালার ভয়ে আশপাশের কয়েক গ্রামের নারী ও শিশুরা সবসময় আতঙ্কে থাকেন। মেয়ে শিক্ষার্থীরা ইতিমধ্যেই ধর্ষণের ভয়ে বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এছাড়া ওই জাহাঙ্গীর আলম কালার বিরুদ্ধে রয়েছে এলাকায় বিস্তর চুরির অভিযোগ।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, জাহাঙ্গীর আলম কালার ধর্ষণের ভয়ে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিত কমে যাচ্ছে। ধর্ষণ মামলার আসামি কালাকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে অনেক ছাত্রী লেখাপড়া বন্ধ করে দেবেন।
এদিকে জুড়ীতে প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালা মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধর্ষণের ঘটনায় থানায় মামলা হলেও আসামি কালা এখনো গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ও ধর্ষণের শিকার শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন কালা, ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন, শামীম আহমেদ, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিত, শহীদ আব্দুন নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কবির আহমদ, ছায়েক আহমেদ, আব্দুল করিম প্রমুখ। মানববন্ধনে অবিলম্বে ধর্ষণ মামলার আসামি কালাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এছাড়া মানববন্ধনে সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আসুক মিয়া, মুমিন আহমেদ, আব্দুর রহমান, মাতাব মিয়া, জলিল মিয়া, সুমন পারভেজ, আশফাক আদনানসহ এলাকাবাসী ও ধর্ষণের শিকার শিশুটির সহপাঠীরা উপস্থিত ছিলেন।
ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়