সোনারগাঁয়ে উপ-নির্বাচনে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনে ভোট গননার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে হৃদয় ভূইয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় ফারুক ভূইয়া (৩৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হৃদয় ভূইয়া পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে। আহত ফারুক ভূইয়ার অবস্থা আশঙ্কজনক। ফারুক ভূইয়া একই গ্রামের মৃত কামাল ভূইয়ার ছেলে। এঘটনায় নিহতের বড় ভাই ইকবাল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত বছর ২০২৩ সালের মে মাসে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান মারা যাওয়ার পর ৩নং ওয়ার্ড সদস্য পদ শূণ্য হয়ে পড়ায় উপজেলা নির্বাচন কমিশন চলতি মাসের ৯ মার্চ শনিবার উপ নির্বাচনের দিন ধার্য করে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হওয়ার পর বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। এর পর ভোট গননা শেষে তালা প্রতীকের প্রার্থী কায়সার আহম্মেদ রাজু পুনরায় ভোট গননার দাবি জানান। এসময় তালা প্রতীকের প্রার্থীর পুনরায় ভোট গননার দাবি উপেক্ষা করে প্রিজাইডিং অফিসার। ভোট গননার বিষয়টি জানতে পেরে দুই পক্ষের কর্মীসমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তালা প্রার্থীর দুই সমর্থক গুলিবিদ্ধ হয়। আহত দুইজনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে। অপর দিকে আহত ফারুক ভূইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুধঘাটা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোনারগাঁ থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহত হৃদয়ের বড় ভাই লিটন জানান, ফলাফল ঘোষণার সময় মোরগ প্রতীকের প্রার্থী আজিজ সরকারের নির্দেশে তার লোকজন আমাদের উপর গুলিবর্ষণ করলে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তালা প্রতীকের প্রার্থী কায়সার আহাম্মেদ রাজু অভিযোগ করে বলেন, ভোট গননা শুরু হওয়ার আগেই প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান আমার এজেন্টের কাজ থেকে আগেই ফলাফল সিটে স্বাক্ষর নিয়ে পরে এক তরফা ফলাফল ঘোষণা দেওয়ার চেষ্টা করে। ফলাফল সিটে জোরপূর্বক সাক্ষর নেওয়ার খবর ছড়িয়ে পড়লে আমার কর্মী সমর্থকরা তা প্রত্যাখান করে। ভোট কেন্দ্রের সামনে উপস্থিত মোরগ প্রার্থীর আব্দুল আজিজ সরকারের কর্মীসমর্থকরা তালা প্রতীক সমর্থকদের উপর গুলি বর্ষণ শুরু করে। এসময় দুইজন গুলিবিদ্ধ হলে হৃদয় ভূইয়া মারা যায়। আহত ফারুক ভূইয়ার অবস্থাও আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, দুধঘাটা এলাকায় উপ-নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই ইকবাল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুধঘাটা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক
