ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আ’লীগ এমপির মেয়ে নিয়ে লাপাত্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৫:৭

ঝিনাইদহ থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের করেছেন। অপহরণের ৭ দিন পার হলেও অভিযুক্তরা পলাতক থাকায় সোহেলীকে আজও উদ্ধার করতে পারেনি ঝিনাইদহ সদর থানা পুলিশ। গত ১১ আগস্ট সন্ধ্যায় ৩নং পানির ট্যাংকিপাড়া এলাকা থেকে সোহেলীকে অপহরণ করে পপ্পু ও তার ‍এক সহযোগী।

রাজনীতির মাঠে বিরোধ আছে, আছে আদর্শগত মতপার্থক্যও। কিন্তু প্রেস-ভালোবাসা মানে না কুটিল রাজনীতি ও আদর্শগত মতপার্থক্যের বেড়াজাল। যুগে যুগে প্রেম অমর অবিনশ্বর। তাইতো প্রেমের টানে ঘর ছেড়েছেন ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ’লীগ নেত্রী খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু। তাদের এই অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর খবর ঝিনাইদহ শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মেদ শহরের ৩নং পানির ট্যাংকিপাড়ায় মায়ের বাসায় থাকতেন। প্রতিবেশী ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুর সাথে সোহেলীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ আগস্ট সন্ধ্যায় তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এ ঘটনার পর সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে সাজেদুর রহমান পপ্পু ও একই এলাকার তৌফিক হোসেনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, বেশ কয়েকদিন যাবৎ সোহেলীকে আসামিরা উত্ত্যক্ত করাসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। ১১ আগস্ট সন্ধ্যায় সোহেলীকে পপ্পু ও তৌফিক অপহরণ করে নিয়ে যায়। মামলার বাদী অপহরণ হওয়া

সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন এ ব্যাপারে জানান, প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। ওই ঘটনার পর অনেক খো‍ঁজাখুঁজি করেও তার স্ত্রীকে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় তিনি মামলা দায়ের করেছেন।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সোহেলীর স্বামী বাদী হয়ে সদর থানায় দুজনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার সম্ভব হয়নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে আসামিদের ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি ‍আশাবাদী। তবে এটি অপহরণ নাকি প্রেমের সম্পর্কের জের ধরে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, তা সোহেলীকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে। মামলাটি ঝিনাইদহ সদর থানার এসআই আজিজুল ইসলাম তদন্ত করছেন।

উল্লেখ্য, মহিলা এমপির কন্যা সোহেলীর ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তিনি সম্প্রতি ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসায় চাকরিও নিয়েছেন। অন্যদিকে সাজেদুর রহমান পপ্পুর স্ত্রী শৈলকুপার একটি ডিগ্রি কলেজের শিক্ষক। এ দম্পত্তিরও সন্তান রয়েছে।

এমএসএম / জামান

বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের

ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা

চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান

মোবাইল কোর্টের অভিযান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ