উত্তরায় ডিআইজির বোন পরিচয় দিয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

রাজধানীর ব্যস্ততম শহর উত্তরা,উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বিজিবি মার্কেটে ব্যবসা করেন হাবিবুর রহমান হাবিব নামে একজন ব্যবসায়ী।আজ সোমবার ইফতারের একটু আগে সানজিদা নামে একজন ভদ্রমহিলা ডি আইজির বোন পরিচয় দিয়ে প্রাণ নাশের হুমকী দেয়।সরজমিনে অনুসন্ধান করে জানা যায়,সাইদ গ্রোউন্ড মার্কেটে ডাইমন্ড বিরানীর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রায় নয়(৯) বছর ধরে দোকান ভাড়া নিয়ে ভালো ভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন হাবিব।সাইদ গ্রোউন্ড দোকান মালিকের সাথে ২০২৫ সাল পর্যন্ত ডিট আছে।কিন্তু না জানি কি কারণে দোকান মালিক বিভিন্ন তালবাহানা শুরু করেন দোকান ছেড়ে দেওয়ার জন্য।বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণ নাশের হুমকী দিচ্ছে।ডাইমন্ড বিরানীর মালিক হাবিব সাহেব নিজের জীবনের সর্বচ্চো পুজি বিনোয়গ করে এখন প্রায় পথে বসে গেছেন।
করোনার সময় দুই বছর ব্যবসা ছাড়া বসে বসে ভাড়া দিয়ে গেছেন।সব রেশ কাটিয়ে যখন একটু ব্যবসা ভালোর দিকে যাচ্ছে তখনি মালিকের তালবাহা শুরু হয়ে গেছে।বিভিন্ন সময় গুন্ডা বাহীনি দিয়ে দোকান ছেড়ে দেওয়ার হুমকী দিয়ে যাচ্ছে দোকান মালিক।এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বরে ২০২৩ ইং প্রাণে বাচার তাগিদে হাবিবুর রহমান কোর্টে একটি মামলা করেন।কোর্টে মামলা করেও কোন সুরাহা পাচ্ছেন না হাবিব,প্রতি নিয়ত প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে যাচ্ছে দোকান মালিক পক্ষের সন্ত্রাস বাহিনী।
প্রাণে বাচার তাগিদে নিজের জীবন ও পরিবারের জীবন বাচাতে প্রাণ নাশের ঝামেলা নিয়ে মানবিক জীবন যাপন করছেন-মোঃ হাবিবুর রহমান হাবিব।আজ সোমবার সন্ধ্যায় ইফতারের আগে সানজিদা নামে একজন ভদ্রমহিলা আমাকে(হাবিব)হুমকি দিয়ে বলেন ভালোই ভালো দোকান টা ছেড়ে দেন না হয় জীবন নিয়ে বাচতে পারবেন না।আপনাকে ওদাউ করে দেওয়া আমার ১ মিনিটের কাজ আমি কিন্তু সাধারণ কোন মেয়ে না,আমি একজন ডি আইজির বোন এবং উত্তরা পশ্চিম থানার ওসির ভিজিটিং কার্ড দিয়ে বলে,ওসি সাহেবের সাথে আমি কথা বলে আসছি।আমি বলা মাত্রই এসে ধরে নিয়ে যাবে।
এ নিয়ে উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, আমি এই বিষয় কিছুই জানিনা। এ বিষয়ে মার্কেট মালিক ডাক্তার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে পাঠায়নি হুমকি দিতে এবং সানজিদা চৌধুরী কে আমি চিনিনা।
এমএসএম / এমএসএম

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ
