সামান্য বৃষ্টিতেই রাস্তার বেহাল দশা
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কটির ৭ কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দ ভরপুর হয়ে রাস্তা তলিয়ে যায়। তখন সাধারন মানুষের দুর্ভোগের সীমা থাকে না। হেটে যাওয়ার মত কায়দা নাই ওই রাস্তা দিয়ে।
জানাযায় কোনবাড়ি ও কাশিমপুর ইউনিয়ন দুইটি বিলুপ্ত হওয়ার পর ২০১৩ সালের ১৩ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনে উন্নীত হলেও পূর্ব থেকেই কোনাবাড়ি ও কাশিমপুর অঞ্চলটি শিল্পোন্নত। এ রাস্তার পাশেই রয়েছে কোনাবাড়ি বিসিক,এবি এম ফ্যাশান,যমুনা গ্রুপ,কেয়া গ্রুপ,ইসলাম গ্রুপ,রিপন গ্রুপ,স্ট্যাডার্ন্ড গ্রুপ,কটন ক্লাব বিডি লিঃ,এমা সিনটেক্স,ডেল্টা গ্রুপ,মন্ডল গ্রুপ,মাল্টি ফ্যাবস্ লিঃ,মাইমুন টেক্সটাইলসহ ছোট বড় প্রায় দুই শতাধিক কলকারখানা।
সড়কটি প্রায় গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সামান্য বৃষ্টিতে পানি জমে তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
গতবছর ৫ সেপ্টেম্বর মানুষের দুর্ভোগ লাগাবে ২৪ ফিট প্রসস্ত ৭ কিলোমিটার এলাকায় আরসিসি এবং দুই কিলোমিটার কার্পেটিং এর উদ্যোগ নেয়
গাজীপুর সিটি কর্পোরেশন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) এই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। কিন্তু ৬ মাসের মধ্যে ৬৬ কোটি ৯৮ লাখ ৫৯০ টাকা ব্যায়ে ৩ টি ঠিকাদার প্রতিষ্টানের এ সংস্কারকাজ শেষ করার কথা থাকলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়।
গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার কারখানা শ্রমিক ও আশেপাশে ১০-১২ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়েই। অনুপযোগী এসসব সড়কে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
সুমন নামে এক পথ যাত্রী বলেন,পাটায় পুতা ঘষাঘষি মরিচের দশা শেষ। কোনাবাড়ি,কাশিমপুর সড়কের অবস্থা ঠিক তাই। নির্বাচন আসলেই প্রার্থীদের মুখে উন্নয়নের ফুলঝুরি শোনা যায়। নির্বাচনের পরে আর তাদের কোন খোঁজ খবর থাকে না। এই রাস্তা কি কোনদিনই ঠিক হবেনা।
রফিক নামে এক ইজিবাইক চালক বলেন,এই রাস্তায় অনেকটা ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। সামান্য বৃষ্টি হলে পুরো রাস্তা কাঁদা ও পানি দিয়ে ভরপুর থাকে। যাঁর কারণে গাড়ির সমস্যা হয়।যেই কয় টাকা ভাড়া মারি তা গাড়ি ঠিক করতেই চলে যায়।
আমেনা নামে এক পোশাক শ্রমিক বলেন,বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাটা যায় না। শুকনো মৌসুমেও থাকে ধুলো বালি। অফিসে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। রাস্তা ভাঙ্গার কারণে ঠিক মতো গাড়ি ও পাইনা। অফিসে যেতে লেট হয়,আর লেট হলেই হাজিরা বোনাস থাকেনা। অনেকটা ক্ষোভ নিয়ে তিনি বলেন, দেশে এতো কাজ হয় এই রাস্তার কাজ হয়না কেন?
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ৮ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী একে এম হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনাবাড়ি কাশিমপুর রাস্তার বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশীর সঙ্গে যোগাযোগ করুন।
গাজীপুর সিটি করপোরেশনের এর অতিরিক্ত প্রধান প্রকৌশী মোঃ আকবর হোসেন এর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার মুঠোফোনে ক্ষুধে বার্তা
পাঠানো হয়। তাতেই তিনি সাড়া দেননি।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার