জাতীয় শোক দিবসে সাংসদকে ঢুকতে না দেয়ার অভিযোগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের বিভিন্ন স্থানে শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। গত ১৫ আগস্ট রোববার জাতীয় শোক দিবসে তিনিসহ সকল শহীদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ইত্যাদি। রাজবাড়ীর পাংশায় উদযাপিত দিবসটিতে আমন্ত্রণ করে সাংসদকে ঢুকতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজবাড়ীর পাংশায় একই সময় পৃথকভাবে দিবসটি উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়মী লীগের সাবেক নেতাকর্মীরা। পাংশায় দিবসটি উদযাপনে অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য-৪০ (রাজবাড়ী) অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন। গত রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল ৩টায় পাংশা পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানের বক্তব্য শেষে দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগেরে আয়োজনে অনুষ্ঠিত হওয়া আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে উপজেলা আওয়ামী লীগ কর্যালয়ে যান তিনি। গাড়ি থেকে নেমে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার সাংসদ অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন অভিযোগ করে দৈনিক সকালের সময়কে মুঠোফোনে বলেন, আমি জাতীয় শোক দিবসে সকাল থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করি। পরে পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদসহ অন্য নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করি। আমি পাংশা আছি জেনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ ফোনে আমাকে শোক দিবসে আমন্ত্রণ করেন। আমি বিকেল ৩টায় পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদান করি। সেখান থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে বাধা প্রদান করেন সেখানকার নেতাকর্মীরা।
তারা বলেন, ত্যাগী আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে, আপনি সেখান থেকে এসেছেন। আপনাকে ঢুকতে দেয়া হবে না। আমাকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢুকতে দেয়া হয়নি। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় আমি পাংশায় সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাব এবং বিষয়টি আমি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে অবহিত করেছি। তিনি এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
এ বিয়য়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আওয়ামী লীগ কার্যালয়ের অনুষ্ঠানে প্রবেশের সময় কে বা কারা দরজার সামনে থেকে বলেছে- আপনি ত্যাগী আওয়ামী লীগের অনুষ্ঠান থেকে এসেছেন। আপনাকে এখানে ঢুকতে দেয়া হবে না। পরে সেখান থেকে তিনি চলে যান।
এ ঘটনায় নিন্দার ঝড় বইয়ে পাংশার রাজনৈতিক অঙ্গনে।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
