লালমী-বাঙ্গির" ফলন ভালো হয়নি কৃষকের কপালে চিন্তার ভাঁজ

চলছে পবিত্র রমজান মাস। প্রতিদিনের ইফতারিতে বাহারি রসালো ফলের জুড়ি নেই। কারণ এই গরমে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর একদিকে যেমন দুর্বল হয়ে যায় অন্যদিকে পানিশূন্যতাও দেখা দেয়। তাই শরীরে পানি শূন্যতা পূরণের লক্ষ্যে পুষ্টিগুণে অনন্য হওয়ায় ইফতারির সময়ে সুগন্ধযুক্ত সাধারণ স্বাদের লালমী—বাঙ্গি রোজাদারের পছন্দের তালিকায় থাকে।
প্রতিবছরের ন্যায় এবারও ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর, কৃষ্ণপুর, চরবিষ্ণুপুর ইউনিয়নে ব্যাপক ভাবে লালমী—বাঙ্গির আবাদ করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে রোজা শুরুর ৪৫ থেকে ৫০ দিন আগে লালমী—বাঙ্গির আবাদ করে থাকেন এই উপজেলার কৃষকরা।
তারা জানান, লালমী—বাঙ্গি চাষ বেশ লাভজনক। প্রতি বিঘা জমি আবাদ করতে খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা এবং ভালো ফলন হলে ১ থেকে দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব।
প্রথম রোজা থেকে মাসব্যাপী স্থাাানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থাাানে সরবরাহ করা হয়ে থাকে এখান থেকে। রমজান মাস আসলেই সদরপুরের লালমী চাষীরা বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে তাদের উৎপাদিত লালমী—বাঙ্গি বিক্রির ধুম পরলেও এবার রোজার শুরুতে কোথাও লালমী বাঙ্গির দেখা মেলেনি।
খোঁজ নিয়ে জানা গেছে এবছর চাষীরা সময় মতো বীজ, সার ও কিটনাশক প্রয়োগ করলেও বৃষ্টির জন্য সেগুলো নষ্ট হওয়ার কারনে, পুনরায় আবার আবাদ করতে হয়েছে। এজন্য রমজানের শুরুতে ফলন না পাওয়া ও দেরিতে মাঝ রোজায় সময় ফলন হওয়ার কারনে সঠিক দাম পাচ্ছেনা চাষীরা। আশানুরূপ ভালো ফলন হয়নি বলে কৃষকের কপালে রয়েছে চিন্তার ভাঁজ।
উপজেলার মটুকচর এলাকার চাষী গনি ফকির জানান, এইবার দানা (বীজ) লাগানো পরে বৃষ্টি হয়ে লালমীর বীজ পচে গেছে, পুনরায় আবার আবাদ করছি। উৎপাদন খরজ হয়েছে দ্বিগুন। ফলন ভালো হয়নি, আবার সময় মতো ফলন না হওয়ায় ভালো দাম পাচ্ছিনা। এবছর লালমী আবাদের খরজ উঠাতে পারবো কিনা তাই নিয়ে চিন্তায় আছি।
অপর কৃষক শৌলডুবি গ্রামের মকিব মাতুব্বর জানান, রোজার প্রথমে দিকে লালমীর চাহিদা বেশী থাকে দামও ভালো পাওয়া যায়। ১০০ পিছ বাঙ্গি সাড়ে ৫ হাজার টাকা থেকে ৭ হাজার পর্যন্ত বিক্রি হতো। এবছর আবহাওয়ার কারণে (নামী) দেরিতে হওয়ায় ফলন ভালো হয় নাই, দাম পাচ্ছি ২৫শত থেকে ৩ হাজার টাকা।
কৃষি কর্মকর্তা নিটল রায় জানান, এবার উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে লালমী—বাঙ্গির আবাদ করা হয়েছে। তবে অসময়ে বৃষ্টি কারনে কৃষকের ক্ষতি হয়েছে অনেকটা, সময়মত ফলন না পাওয়া ও বাজারজাত করতে না পারায় ভালো দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
এমএসএম / এমএসএম

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ
