বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
বারহাট্টা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। আজ (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩ টায় বারহাট্টা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শুরুর প্রথমে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পাঠ করা হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, সংবাদ পত্র জাতির দর্পণ, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ডাঃ আনোয়ারুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রশাসনের সকল দপ্তরে সার্বিক উন্নয়ন হবে। তাছাড়া বিগত বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন স্থানীয় নির্বাচনের উপর কোনো প্রভাব বিস্তার হবে না।
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করা হবে। মাদকবিরোধী ক্যাম্পিং ও হেলথ ক্যাম্পিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাইমারী স্কুলের ম্যানেজমেন্ট ও গ্রামের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নেও কাজ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আইনকানুন ভঙ্গের কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনা ও বারহাট্টায় তেমন কোন উন্নয়ন হয়নি। অন্যান্য জেলার চেয়ে নেত্রকোনা জেলা অনেক পিছিয়ে রয়েছে। মতবিনিময় সভায় তিনি তার আসনসহ জেলার ৫টি আসনে বিএনপির প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে তার জন্য সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশা ও সর্ব সাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল্লাহ সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ বারহাট্টা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরাসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার