ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৬:৪৪

মাগুরার শালিখায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। চারদিকে হলুদ ফুলের সমারহ মাঠে ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য। আর সরিষা ফুলকে ঘিরে মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে উড়ছে মধু আহরনের জন্য। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন ও রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সরিষা বারি-৮, বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯, বীজ সরবরাহ ও বিতরণ করা হয়। 
গত বছর ৬ হাজার ৬৩০ হেক্টর জমিতে উৎপাদিত সরিষা থেকে হেক্টর প্রতি ১.৫০ টন ফসল হয়েছিল। তবে এবছর এখন পর্যন্ত ৭ হাজার ৩৬০ হেক্টর জমিতে সরিষা বীজ বপন করা হয়েছে। সরিষা চাষে জমিতে নাইট্রোজেন উৎপন্ন হয়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়।
আমন ধান কাটার পরে পরবর্তী ধান চাষের মাঝে সরিষা চাষ জমি প্রস্তুতের আসল সময়। তাই সব দিকে সরিষা চাষ লাভ জনক হওয়ায় কৃষকেরা আগ্রহী সরিষা চাষে। উপজেলার ধনেশ্বরগাতী, তালখড়ি, শতখালী, আড়পাড়া, শালিখা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় বিস্তীর্ণ মাঠজুড়ে যতদুর দু’চোখ যায় সরিষার হলুদ ফুলের সমারহ। 
উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা গ্রামের   সোহেল শেখ জানান, গত বছর ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলাম। এবছর প্রায় ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছি সরিষা গাছ ও ফুল ভালো হয়েছে। সঠিক পরিচর্যা করলে আশানুরূপ ভালো ফলন পাওয়া যাবে।
মনোখালী গ্রামের গোলক রায় বলেন, আমি গত বছর সরিষা চাষ করে ভালো লাভ করেছিলাম। অন্য ফসলের তুলনায় সরিষা চাষের সময় কম লাগে। বারি-১৪ সরিষা চাষ উঠতে ৭০-৮০ দিন সময় লাগে আর বেশি দানা হয়। তাই ফলন ভালো পাওয়া যায়। এবছর আগের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ করেছি। আশাকরি ফুল ফল ভালো হবে।
শতখালি গ্রামের কাওসার বিশ্বাস বলেন, আমি এবছর নতুন সরিষা চাষে উপজেলা কৃষি অফিস থেকে বারি-১৪ বীজ সংগ্রহ করে ২ একর জমিতে রোপন করেছি। 
দেশমুখপাড়া গ্রামের নাজমুল বিশ্বাস বলেন,গত বছরের তুলনায় এ বছর সরিষা গাছও ফুল দেখে বোঝা যাচ্ছে এবছর দ্বিগুণ ফলন হবে বাজারে দামও পাওয়া যাবে বেশি। তাই আমন ধান কাটার পর পরই ৩ একর জমিতে সরিষা চাষ করেছি। 
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত এ প্রতিনিধিকে বলেন, তৈল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বারি-৮, ১৪, ১৭, ১৮ ও বিনা-৪, ৯ জাতের সরিষা বীজ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.

বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক

কুড়িগ্রামের চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা