ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে জোর পূর্বক এক মুক্তিযোদ্ধার জায়গা দখলে রাখার অভিযোগ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ৪:৯

আদালতের রায় উপেক্ষা করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলতাফ হোসেন নামে এক মুক্তিযোদ্ধার জায়গা জোর পূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে আব্দুল মজিদ তালুকদার নামে এক দখলদারের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা তার জায়গা দখল পূর্বক বুঝাইয়া দেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর ভূমি কার্যালয়ে আদালতের রায়ের এগারো ফর্দের কপি সংযুক্ত একটি লিখিত আবেদন করেন। মুক্তিযোদ্ধার আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষারিত সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর ভূমি আমিনপুর কার্যালয়কে নির্দেশ প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নির্দেশক্রমে গত ১২/০২/২০২৪ ইং আমিনপুর ভূমি তহসিল অফিসের নায়েব উম্মে রুমানা ও উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মহসিন পাটোয়ারী মুক্তিযোদ্ধাকে মুঠোফোনে ডেকে এনে দখলদারের নির্মাণ করা ঘর উচ্ছেদ না করে মুক্তিযোদ্ধাকে মৌখিক ভাবে তার জায়গার দখল বুঝিয়ে দেন। মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের অভিযোগ আমার জায়গা দখল বুঝাইয়া দেওয়ার নামে সুভংকরের ফাঁকির ন্যায়।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর বেদখলকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদনে উল্লেখ্য করেন। সোনারগাঁ পৌর সভার ভবনাথপুর এলাকায় চৌদানা মৌজাস্থিত এস,এ খতিয়ান-২০ আর এস-১১১। সি,এস ও এস, এ দাগ- ১০৪ আর, এস দাগ-৫০৪। তফসিল বর্ণিত সম্পত্তি গত ২৪/১১/২০১৩ ইং ভিপি কেস নং ৩৮/৮০ মূলে ইজারা গ্রহন করেন। ইজারা গ্রহনের মূলে দীর্ঘদিন ভোগ দখল করিয়া সরকারের যাবতীয় পাওনা পরিশোধ করেন। পরবর্তীতে বিজ্ঞ যুগ্ন জেলা জজ ২য় আদালতে অর্পিত ট্রাইব্যুনাল মোকদ্দমা হয়। যার নং-১৬০/২০১৩। উক্ত মোকদ্দমায় বাদী মোঃ শফিকুল ইসলাম গং এবং বিবাদী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক গং। উক্ত মোকদ্দমায় বিজ্ঞ আদালত তফসিল বর্ণিত সম্পত্তি বিগত ২৮/০৪/২০১২ ইং প্রকাশিত গেজেট অনুযায়ী ক তফসিলভূক্ত ১৯২ নং ক্রমিকের তালিকা হইতে সর্বশেষ ১৪/০৮/২০২৩ ইং তারিখে অবমুক্তির আদেশ প্রদান করেন। অতঃপর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তফসিল বর্ণিত সম্পত্তি অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটনী দলিল নং ১৩২০৭ তারিখ ১৯/১১/২০২৩ ইং ২.৭৫ শতাংশ। দলিল নং ১১৭৩২ তারিখঃ ২৭/১০/২০২০ ইং ১.৫০ শতাংশ। দলিল নং ৯০৭৬ তারিখঃ ৩০/০৬/২০২১ ইং ২.০০ শতাংশ। দলিল নং ১১২ তারিখঃ ০২/০১/২০২২ ইং ৪.২৫ শতাংশ মোট ১০.৫০ শতাংশ আম মোক্তার গ্রহন করে আম মোক্তার দাতাদের পক্ষে তফসিল বর্ণিত  সম্পত্তি আমার পুত্র মোঃ মেহেদী হাসান, শাহরিয়ার হাসান ও তরিকুল ইসলাম বরাবর গত ০৮/১২/২০২২ ইং তারিখে ১৮১১১ নং সাব কবলা দলিলমূলে হস্তান্তর করি। বর্তমানে আমার পুত্রদয়ের ৬.২৫ শতাংশ ও আমার ৪.২৫ শতাংশ অর্পিত সম্পত্তির উপর গত ১৪/০৮/২০২৩ ইং আদালত অবমুক্তির আদেশ দেয়। উক্ত অবমুক্তির সম্পত্তির ৬.৫০ শতাংশ আমার দখলে রয়েছে। বাকী ৪.০০ শতাংশ জমি পূর্বের লীজ মূলে আব্দুল মজিদ তালুকদার নামে এক প্রভাবশালী ব্যক্তির দখলে আছে। উক্ত দখল হইতে লীজ কারীকে উচ্ছেদ করে আমার ক্রয়কৃত সম্পত্তি দখল বুঝাইয়া দেওয়ার জন্য জেলা প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর ভূমি কার্যালয়ের কর্তাব্যক্তিদের নিকট আবেদন  করেছি। 
এবিষয়ে আব্দুল মজিদ তালুকদার জানান, দীর্ঘদিন লীজ মূলে এই সম্পত্তি আমার ভোগ দখলে রয়েছে। লীজকৃত সম্পত্তির উপর আমার দোকানপাট রয়েছে। সম্প্রতি আদালত উক্ত সম্পত্তি অবমুক্তির আদেশ প্রদান করেন। আমার স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য অনেক খরচ হবে। মুক্তিযোদ্ধা আমার সঙ্গে বসে বিষয়টি নিয়ে সম্বনয় করলে আমি তার জায়গা ছেড়ে দেব। কিন্তু তিনি আমার সঙ্গে না বসে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা