বাড়ছে দূর্ঘটনা,ঝরছে প্রাণ, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা
শেরপুরে ফ্লাইওভার-আন্ডারপাস নির্মান সময়ের মৌলিক দাবী

বগুড়ার শেরপুর উপজেলা বগুড়ার প্রবেশদ্বার। এই উপজেলাটি যেমন ব্যাবসা প্রধান তেমনই কৃষি পণ্য উৎপাদনকারী এলাকা হিসেবে প্রসিদ্ধ। সম্প্রতি ঢাকা-রংপুর মহাসড়ক ছয়লেনে উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়নের শেষের পথে। অথচ শহরে রাস্তা পারাপারের জন্য নেই ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার। মহাসড়কের মাঝবরাবর দেওয়া হয়েছে ডিভাইডার। ভোগান্তিতে পড়েছে শেরপুর উপজেলা সহ এখানে ব্যবসায়িক কাজে আসা রায়গঞ্জ, ধুনট ও নন্দীগ্রাম ঊপজেলার মানুষ।
নির্মাণাধীন ঢাকা-রংপুর ছয়লেন মহাসড়কের শেরপুর শহরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ সময়ের মৌলিক দাবী। কেননা এই দেড় কিলোমিটার এলাকার মহাসড়ক সংলগ্ন উভয়পাশ মিলিয়ে প্রায় ২৬টি লিংকরোড, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, হাইস্কুল, কলেজ মিলিয়ে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, বীমা সহ সরকারি, আধা সরকারি অফিস এবং ব্যাবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এখানে ফ্লাইওভার নির্মাণ করা না করায় শেরপুর শহর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব নেমে এসেছে। ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এছাড়া মহাসড়কটি পারাপারে সৃষ্টি হয়েছে সীমাহীন ভোগান্তি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। কখনো কখনো ডিভাইডার টপকিয়ে রাস্তা পার হয় সাধারণ মানুষ। বেড়েছে সড়ক দূর্ঘটনা। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র গত একমাসে মহাসড়কে দূর্ঘটনা ঘটেছে প্রায় ২০টি তাতে প্রাণহানি ঘটেছে ৫ জনের, মারাত্বক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। তবে এর বাইরেও দূর্ঘটনায় প্রাণহানি হয়েছে যেসবের খবর তাদের দেওয়া হয় নাই। তাই ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি।
ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের দাবিতে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শেরপুরবাসি। শেরপুর-ধুনট স্বার্থ রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম মাহবুবার রহমান হারেজ এর আহ্বানে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে, গণস্বাক্ষর কর্মসূচি করেছে শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি ও শেরপুর-ধুনট স্বার্থ রক্ষা পরিষদ। সংগঠন দুটির যৌথ উদ্যোগে শহরের বাসস্ট্যান্ডে সপ্তাহব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করা হয়। শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলুর সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন অন্তত ৩০টি সংগঠনের সদস্য সহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ।
শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, ইতিপূর্বে বিষয়টি নিয়ে উপজেলা পরিষদে যৌথসভা করা হয়েছে। সেখানে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের কথা জানিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। কিন্তু অদ্যবধি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। যা অত্যন্ত দুঃখজন। কারণ শেরপুর শহরটি রক্ষার জন্য ফ্লাইওভার ও জনবহুল বাজার এলাকায় আন্ডারপাস নির্মাণ অতিব জরুরি। এই দাবিটি শেরপুরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবি জানান তিনি।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
