তীব্র তাপদাহে ভুট্টা, মরিচ সহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট

সকাল-সন্ধ্যা সূর্য্যের উত্তাপ আর প্রচন্ড গরমে অতিষ্ট জনজীবন। চলমান হিটওয়েভে মানুষ আর প্রানীকুল উভয়ই যখন চরম বিপাকে। তখন এই উষ্ণায়নের কারণ কি শুধুই প্রাকৃতিক। না’কি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বের ধনী দেশ গুলোর রেখে চলা ভূমিকার পাশাপাশি আমরাও নিজেদের অজান্তে নিজেরাই ডেকে আনছি নিজেদেরই বিপদ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবিরাম যেন আগুন ঝড়ছে। চৈত্রের শেষ থেকে নির্দয় সূর্য্যের উত্তাপে পুড়ছে প্রকৃতি।
প্রায় জলশুণ্য যমুনা-ব্রহ্মপুত্রের বুকজুড়ে প্রবাহের বদলে এখন বয়ে চলেছে এমন তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে মানুষের পাশাপাশি স্বস্তির খোঁজে নদ-নদীতে নেমে পড়ে হাপিয়ে ওঠা প্রাণীকুলও। অসহনীয় এই গরম থেকে বাঁচতে শীতল বাতাস আর বৃষ্টির ফোটার আশায় চাতক প্রতীক্ষায় থাকা সাধারনের জন্য আপাতত মিলছেনা এতোটুকু সুখবর।
তীব্র তাপদাহে ফসল উৎপাদনে দুশ্চিন্তার ভাজ পড়েছে কৃষকের কপালে। হাড় ভাঙ্গা পরিশ্রম করেও ফসল রক্ষায় ব্যর্থ হচ্ছেন তারা। ফুলছড়ি উপজেলার আবাদ করা ভুট্টা, মরিচ, শাকসবজি সহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে।
তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। জমিতে বিকল্প পানি রাখার ব্যবস্থা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি অফিস।
তীব্র তাপদাহে এতে পুড়ছে কৃষকের ফল-ফসলের মাঠ। ধানে তেমন কোন ক্ষতি না হলেও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়া ফলস গুলো হচ্ছে আম, লিচু, কাঁঠাল, জাম, জামরুলসহ মৌসুমি ফল । অন্যদিকে মাঠেই রোদের তাপে পুড়ে মরে যাচ্ছে চরাঞ্চলের ভুট্টা, পাটসহ অন্যান্য ফসল।
সরেজমিনে, মাঠের পর মাঠ ধানের গাছে দুলছে কৃষকের স্বপ্ন। অধিকাংশ এলাকায় বোরো ধানের শীষ বের হয়েছে। ধানের অনেক জমিতেই সামন্য পরিমান সাদা শীষ বের হতে দেখা গেছে। তবে তুলনা মুলুক ক্ষতির হার অনেক কম।
মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন,এ মুহূর্তে জমিতে পানি থাকতেই হবে। গাছের গোড়া শুকিয়ে গেলে আর্দ্রতার অভাবে ধান চিটা হয়ে যাবে। ফলে উৎপাদন কমে যাবে। তাদের মতে, তাপমাত্রা ৪০ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে ধানে চিটা হওয়ার আশঙ্কা থাকে। সেখানে এবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুই । এ অবস্থায় ধানের গাছের পানি খুবই গুরুত্বপূর্ণ। ধানগাছের গোড়ায় ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখা দরকার।
তবে এই মহুতে আম, লিচু, কাঁঠাল, জাম, ভুট্টার গাছের গোড়ায় পানি দিয়েও কোন লাভ হবে না। সে সময়টা চলে গেছে। এসব ফসলের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তবে বেগুন, টমেটো, মরিচ, লাউ, মিষ্টিকুমড়া, করলা, ঝিঙা, চিচিঙ্গা, পটোল, শসা ও ঢ্যাঁড়শ প্রভৃতি খেতে তিন-চারদিন অন্তর সেচ দিতে হবে। অন্যদিকে পাতাজাতীয় সবজি যেমন- ডাঁটা, লালশাক, পুঁইশাক, কলমি, লাউশাক প্রভৃতি খেতে দুই-তিনদিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের আব্দুল ছাত্তার মিয়া বলেন, দুই বিঘা জমিতে ভুট্টা লাগাইছি। মুচি পরিপক্ব হওয়ার সময় থেকে প্রচন্ড তাপ। বালু জমির কারনে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই ভট্টার গাছসহ মুচি মরে যাচ্ছে। মিয়াপাড়া গ্রামের ভট্টাচাষী মোঃ আবদুল্লাহ বলেন, তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করছি। গত বছরে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মন করে হলেও এবার দশ বার মন হবে কিনা সন্দেহ আছে। এবার আমরা ব্যাপক ক্ষতিতে পরব। ভুট্টা চাষী নুরুল ইসলাম, কায়েম মিয়া, আলমাস, খোকন উদ্দিনসহ অনন্ত ২০জন ভুট্টা চাষীর একই মন্তব্য।
অন্যদিকে গজারিয়া ইউনিয়নের কৃষক জীবন সরকার বলেন, কয়েকদিন আগে পাটের বীজ বুনাইছি। সেগুলো প্রচন্ড রোদ আর তাপের কারনে পুড়ে যাচ্ছে। এবছর পুরোটাই ক্ষতি হবে।
ফুলছড়ি উপজেলার কৃষি কর্মকতা মোঃ মিন্টু মিয়া বলেন, প্রচন্ড গরম ও তাপের কারনে চরাঞ্চলে ভুট্টা, টমটো আর পাটের ক্ষতি হতে রেহাই পেতে। এসব ফলস রক্ষায় গাছে গোড়ায় সময় স্যাঁতসেতে পানি ধরে রাখতে হবে। চরে ফলসের
সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট এলাকার কৃষক আজিম উদ্দিন সরকার বলেন, টমেটো আর বেগুনের গাছ তাপের কারনে পুড়ে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক খোরশেদ আলম দৈনিক সকারে সময় কে বলেন, প্রচন্ড তাপে ধানের ফলন ভালো হয়। তবে গাছের গোড়ায় সব সময় দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে। আর চরে এলাকায় ক্ষতি হওয়ার প্রধান কারন হলো কৃষকরা ফসলের জমিতে ইচ্ছা করলেও পানি ধরে রাখতে পারবেন না। কারন বালুতে পানি ধরে রাখা সম্ভব নয়। এজন্য চরাঞ্চলের কৃষকরা কিছুটা ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে কাম, কাঁঠালসহ অন্যান্য ফলের মুলক তাপদহের কারনে নষ্ট হয় নেই। এবার বৃষ্টি না হওয়ার কারনে মুলুক আসার আগেই ঝড়ে পড়ছে। উপ-সহকারী মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বলে দেওয়া হয়েছে সব সময় যেন মাঠে থাকেন। কৃষকরা যেন পরামর্শের অভাবে ক্ষতিতে না পড়েন।
এমএসএম / এমএসএম

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
