ইউপি সদস্য কে এসিড নিক্ষেপ থানায় মামলা না নেয়ায় প্রতিবাদ সংবাদ সম্মেলন ও মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসিড নিক্ষেপ করে ইউপি সদস্যর শরীর ঝলসে দিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা না নেয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়েছে। পুলিশের ভূমিকার প্রতিবাদে অনুষ্ঠিত এ সংবাদ সম্মলন করেছেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্যরা।
(২৬ এপ্রিল) শুক্রবার সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানর কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সকল ইউপি সদস্যের পক্ষ লিখিত বক্তব্য পাঠ করেন, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ । সংবাদ সম্মলন তিনি বলন, গত ১ এপ্রিল কতিপয় দুর্বত্ত অতর্কিত আক্রমণ কর এলাপাথারী লাঠির আঘাত করে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ুমকে গুরুতর জখম করে। এরপর তার শরীরে এসিড ঢেলে দিয়ে চলে যায়। এসিডে কাইয়ুমের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে থানায় এজাহার দাখিল করলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ করেনি। পরবর্তীতে গত ১৮ এপ্রিল হামলার সুষ্ঠু বিচারর পাবার আশায় গাইবান্ধার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট (গোবিন্দগঞ্জ চকি) আদালতে সাতজনকে আসামী করে একটি মামলা দায়র করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জর ওসির এই পক্ষপাতমূলক ভূমিকায় কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য হতাশ। যেখানে একজন জনপ্রতিনিধি হামলার শিকার হয়ে আইন প্রয়াগকারী সংস্থার শরনাপন হয়ে তার সহযাগিতা পায়না, সেখানে সাধারণ মানুষর জন্য কি অবস্থা, গোবিন্দগঞ্জ পুলিশর সেবা সর্বমহলে প্রশবিদ্ধ। এই সংবাদ সম্মলনর মাধ্যম সকল মহলর দৃষ্টি আর্কষণসহ দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণর জন্য পুলিশের উর্দ্ধতন কর্তপক্ষর সুদষ্টি কামনা করা হয়। সেই সাথে এহেন সন্ত্রাসী ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রফতার করে বিচারের মুখামুখি করারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মলনে কাটাবাড়ী ইউপি সদস্য সাদেক আলী, আবু আকবর প্রামাণিক, ঈমান আলী তরফদার, আব্দুর কাইয়ুম, আজমল হক সরকার, চাম্পা বেগম, শাহানা কবির, সানজু আরা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখান একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা
বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন