ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ডেসটিনির ২০২০ সালের পরিচালনা কমিটি চুরি করে হাতিয়ে নিয়েছে কোটি টাকা


জাকির হোসেন, সিটি রিপোর্টার  photo জাকির হোসেন, সিটি রিপোর্টার
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ৪:৫৫

ডেসটিনি-২০০০ লি: এর একাধিক পরিচালকদের বিরুদ্ধে লক্ষ মানুষের বিনিয়োগের টাকার সম্পদ চুরির খবর পাওয়া গেছে। যানা গেছে ডেসটিনি-২০০০লি: এর কিছু বিনিয়োগকারীদের উদ্যোগে গত ৩১-১০-২০২০ তারিখে তলবী সভার মাধ্যমে একটি নতুন বোর্ড নির্বাচন করা হয়, কিন্তু নির্বাচিত বোর্ড মেম্বারদের অদক্ষতা অসততা, সেচ্চাচারিতা ও লোভের কারনে বিনিয়োগকারীদের সার্থে কোন কাজই করেনি। 

দায়িত্ব পাওয়ার পর ডেসটিনির শত শত কোটি টাকার সম্পদকে গনিমতের সম্পদ পেয়েছে মনে করে লুটতরাজ শুরু করে সে ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তাও করেনি, একাধিক সুত্র থেকে জানা গেছে যে বিভিন্ন লোকেশনে ডেসটিনির অফিস বিল্ডিং উন্নতমানের অফিস ফার্নিচার, অত্যাধুনিক কম্পিউটার সার্ভার সিস্টেম, আধুনিক ইলেকট্রনিকসামগ্রী, লক্ষ টাকার ক্যামেরা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মিলে কোটি কোটি টাকার মালামাল বা সম্পদ ছিল। বিগত ২/৩ বছর ধরে ঐ সকল মালামাল কিছু বোর্ড পরিচালকগন সকলের অগচরে রাতের আধারে বিক্রি করে কোটি কোটি টাকা আত্বসাত করে।

তারই সুত্রধরে গত 08-28-2022 তারিখে ডেসটিনির বর্তমান কপোরের্ট হেড অফিস আলিস সেন্টার থেকে কোটি টাকা মূল্যের জেনারেটর চুরি করে কোটি টাকা আত্বসাত করার সিসিটিভি ভিডিও ফুটেজ সংবাদ প্রতিবেধক এর কাছে আসে , ভিডিও ফুটেজে দেখা যায় আলিস সেন্টারের সিকিউরিটি ইনচার্জ মহব্বতকে, এবং জনাব বোরহান সিকদার নামে ডেসটিনির এক কর্মকর্তার নেতৃত্বে দুটি বড় ট্রাকের মাধম্যে লোকজন নিয়ে রাতের আধারে জেনারেটর নিয়ে যায়, 
এবং এ সংক্রান্ত একাধিক অডিও ফোন কল সংবাদপত্র প্রতিনিধির কাছে আসে।

একটি কলরেকর্ডে জনৈক ব্যক্তির সাথে আলিস সেন্টারের সিকিউরিটি ইনচার্জ মহব্বতের সাথে আলাপচারিতায় মহব্বতের কাছে জৈনিক ব্যক্তি জানতে চান আপনারা কার নির্দেশে ভবন থেকে এতবড় মূল্যবান জিনিস বের করার ছারপত্র দিলেন তখন মহব্বত জানায় ডেসটিনি অফিসের বর্তমান কর্মকর্তাগনের নির্দেশে  মাল ছেরে দেন,  জানতে চাওয়া হয় তখন ঐ অফিসে কর্মকর্তা কে কে ছিলেন, সিকিউরিটি ইনচার্জ মহব্বত বলেন জাকির হোসেন কিছলূ (চেয়ারম্যান) বিপ্লব বিকাশ শিল (পরিচালক এডমিন) সরাসরি তাদের নির্দেশে জেনারেটর বের হয়।

২য় আর একটি কলরেকর্ড ফোনালাপে জনৈক ব্যাক্তির সাথে আলিস সেন্টার ম্যানেজার আব্দুল মালেকের কাছে জানতে চাইলে বলেন। জাকির হোসেন কিছলু, বিপ্লব বিকাশ শীল নির্দেশ দেন মাল বের করার জন্য সেই আলোকে আমরা জেনারেটর বের করার অনুমতি দিয়েছি।দৈনিক সকল সময় প্রতিনিধি জাকির হোসেন কিসলু ফোনে পাওয়া যায় নাই। বিকাশ শীল ফোন দিলে ব্যস্ত বলে কেটে দেয় । তৎকালীন অর্থ সচিব এহসানুল হক শামীম কে ফোন দিলে উনি কিছু জানে না বলে জানায় । 

খোঁজ নিয়ে জানা গেছে, আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে ডেসটিনির সম্পদের রিসিভার বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে থাকা ডেসটিনির সম্পদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রাজধানীর বাইরের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা সংশ্লিষ্টরা। আদালতের আদেশে ক্রোক অবস্থায় রয়েছে এসব সম্পদ। তবে আদালতের নির্দেশে ডেসটিনি হেড অফিস আলিস সেন্টারের দায়িত্বে ছিলেন পুলিশ কমিশনারের পক্ষে কোম্পানি সেক্রেটারি জনাব মিজানুর রহমান। 

উল্যেক্ষ যে ডেসটিনির এসকল অসৎ, অদক্ষ, লোভি পরিচালক গনের কার্যক্রমে অসন্তুষ্টি জানিয়ে আদালতে আবেদন করলে উচ্চ আদালতের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বার্তমানে ব্যারিষ্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান করে একটি পরিচালনা পর্যদ কাজ করছে।

নাম না বলার শর্তে ডেসটিনির এক বিনিয়োগকারীর সাথে আলাপ করলে সে বলে  আলিস সেন্টারে আমি নিয়মিত যাতায়াত করি আমরা অনেক আশাভরসা অপেক্ষা নিয়ে আছি যে আমাদের বিনিয়োগ কবে ফেরত পাবো, কিন্তু দুখের বিষয় দায়িত্বপ্রাপ্ত পরিচালকগনের কার্যক্রমে কোন অগ্রগতি দেখছিনা। তাদের ভাবসাবে বিন্দুমাত্র ডেসটিনির সমাধানের উদেশ্য দেখিনা। আজকে এতো দিনেও এক বিন্দু পরিমান অগ্রসর হতে পারেনি। অন্যদিকে বিনিয়োগকারীদের অর্থে ডেসটিনির সম্পদ যে সকল পরিচালকরা আত্বসাত করছে তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার দরকার।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা