বাউফলে নির্মাণাধীন বিদ্যালয় ভবনের রড চুরির অভিযোগ

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া রডের বাজার মূল্য আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন ঠিকাদার। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮-২০১৯ অর্থবছরে এলজিইডির অর্থায়নে ৯৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু করে মেসার্স এসএইচ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ভবন নির্মাণের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ছাদের রডও বাঁধা হয়েছিল। কোরবানি উপলক্ষে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়। এ সুযোগে ছাদে বাঁধা রড থেকে দুই টন রড চুরি হয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, প্রায় দুই মাস আগে নির্মাণকাজের রাখা দেড় টন রড ও পানির পাম্প (মটর) চুরি হয়েছিল। নির্মাণকাজে নিয়োজিত একাধিক নির্মাণ শ্রমিক জানায়, ছাদ ঢালাইয়ের জন্য রড বেঁধে রাখা হয়েছিল। কোরবানির কারণে কাজ বন্ধ ছিল। এই সুযোগে ১২টি কলাম থেকে ৪টি করে ও টপ থেকে প্রায় দুই টন রড চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, এ বিদ্যালয় ভবন নির্মাণ করছেন সাবেক চেয়ারম্যানের ছেলে মো. মান্না হাওলাদার। স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। একটি প্রভাবশালী মহল কয়েকবার নির্মাণকাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে কে বা কারা এ রড চুরি করেছে তা নির্দিষ্ট করে কেউই বলতে পারছে না।
এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি মো. মান্না হাওলাদার বলেন, আমার বাবা ধুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত নির্বাচনের পর থেকেই আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে আসছে বিরোধী পক্ষ। দুই দফায় আমার কাজের সাইট থেকে প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়াও আমি ধুলিয়া লঞ্চঘাটের ইজারাদার। আমাকে এবং লোকজনকে ইজারা আদায়ে বাধা দিচ্ছে প্রভাবশালীরা।
এ বিষয়ে এলজিইডির নির্মাণকাজ তদারকি কর্মকর্তা মো. আব্বাস জানান, ঘটনা শুনেছি। তবে আমাদের করণীয় কিছু নেই। আইনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত
Link Copied