ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাউফলে নির্মাণাধীন বিদ্যালয় ভবনের রড চুরির অভিযোগ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ৪:৪৭
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া রডের বাজার মূল্য আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন ঠিকাদার। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮-২০১৯ অর্থবছরে এলজিইডির অর্থায়নে ৯৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু করে মেসার্স এসএইচ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ভবন নির্মাণের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ছাদের রডও বাঁধা হয়েছিল। কোরবানি উপলক্ষে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়। এ সুযোগে ছাদে বাঁধা রড থেকে দুই টন রড চুরি হয়ে যায়।
 
ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, প্রায় দুই মাস আগে নির্মাণকাজের রাখা দেড় টন রড ও পানির পাম্প (মটর) চুরি হয়েছিল। নির্মাণকাজে নিয়োজিত একাধিক নির্মাণ শ্রমিক জানায়, ছাদ ঢালাইয়ের জন্য রড বে‍ঁধে রাখা হয়েছিল। কোরবানির কারণে কাজ বন্ধ ছিল। এই সুযোগে ১২টি কলাম থেকে ৪টি করে ও টপ থেকে প্রায় দুই টন রড চুরি হয়েছে।
 
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, এ বিদ্যালয় ভবন নির্মাণ করছেন সাবেক চেয়ারম্যানের ছেলে মো. মান্না হাওলাদার। স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। একটি প্রভাবশালী মহল কয়েকবার নির্মাণকাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে কে বা কারা এ রড চুরি করেছে তা নির্দিষ্ট করে কেউই বলতে পারছে না।
 
এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি মো. মান্না হাওলাদার বলেন, আমার বাবা ধুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত নির্বাচনের পর থেকেই আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে আসছে বিরোধী পক্ষ। দুই দফায় আমার কাজের সাইট থেকে প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়াও আমি ধুলিয়া লঞ্চঘাটের ইজারাদার। আমাকে এবং লোকজনকে ইজারা আদায়ে বাধা দিচ্ছে প্রভাবশালীরা। 
 
এ বিষয়ে এলজিইডির নির্মাণকাজ তদারকি কর্মকর্তা মো. আব্বাস জানান, ঘটনা শুনেছি। তবে আমাদের করণীয় কিছু নেই। আইনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছি।
 
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন