ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গণটিকায় গণদুর্ভোগ


মহসীন আহমেদ স্বপন photo মহসীন আহমেদ স্বপন
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৫:৩২

স্বাস্থ্য অধিদফতরের গঠিত পাবলিক হেলথ কমিটির সদস্য অধ্যাপক আবু জামিল ফয়সাল বলেন, ‘টিকাকেন্দ্রে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কোভিড-১৯ এ যত কিছু উল্টাপাল্টা হলো, এর কারণ হচ্ছে- অব্যবস্থাপনা, অপরিপক্কতা, অপরিকল্পনা এবং দূরদর্শীতার অভাব।’


 টিকা প্রদানের বয়সসীমা আরো কমিয়ে আনার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে করোনা টিকা উৎপাদন ও প্রদান প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে সরকার-সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণেরও সুপারিশ করেছে কমিটি।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।

অন্যদিকে যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি অভাবের কারণে গণটিকা কর্মসূচি যেন সাধারণ মানুষের জন্য গণহয়রানিতে পরিণত হয়েছিল। টিকা নিতে যেয়ে মানুষ হুড়োহুড়ির মধ্যে পড়েছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে; অনেকে লাঠিপেটার শিকারও হয়েছেন। দীর্ঘ সময় লাইনে থেকেও কেউ কেউ টিকা পাননি। আবার কেউ পরে এসে আগে টিকা নিয়ে চলে গেছেন। অনেকে আবার একদিনেই পেয়েছেন ‘দুই ডোজ’! সোমবার রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের টিকাকেন্দ্রে হুড়োহুড়িতে এক নারী আহত হয়েছেন। ওই কেন্দ্রে সকাল ৯টা থেকে মডার্না ও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু টিকা আসে সাড়ে ১০টার পর। এরপর সিরিয়াল ভেঙে কিছু মানুষ টিকা নেওয়া শুরু করলে, ভোর থেকে অপেক্ষায় থাকা অন্যরা ক্ষুব্ধ হন। শুরু হয় হুড়োহুড়ি। সবাই এক সঙ্গে বুথে ঢুকতে গেলে ভেঙে যায় কাচের গেট। এসময় কাচের আঘাতে এক নারীর ঠোঁট ও মুখের কিছু অংশ কেটে যায়।

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে গিয়েও দেখা গেছে টিকা প্রত্যাশীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এখানে এখন টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে পরীবাগে অবস্থিত ডক্টরস ডরমেটরিতে। সরেজমিনে দেখা যায়, পরীবাগ ওভারব্রিজের নিচ থেকে এ ভবনের প্রধান ফটক পর্যন্ত ভিড়। মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। টিকাদান কেন্দ্রের ভেতরে তাবু টাঙিয়ে টিকাপ্রত্যাশীদের বসতে দেওয়া হয়েছে। সবাই টোকেন নিয়ে বসে আছেন। তাদের নাম ধরে ডাকার পর সেখানে টিকা দেওয়া হবে। কিন্তু সিরিয়াল কখন আসবে সেটা বলা হচ্ছে না। সেখানে দেখা ৬০ বছরের ইদ্রিস মোল্লার সঙ্গে। তিনি অসুস্থ। টিকা নিতে এসেছেন সকাল সাড়ে ৮টায়। কিন্তু দুপুর ১১টা পর্যন্ত টিকা পাননি। ইদ্রিস মোল্লা জানান, টেলিভিশনে শুনেছি অসুস্থ এবং বৃদ্ধদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কোথায় কী! কতবার বললাম আমি অসুস্থ, বেশিক্ষণ বসে থাকতে পারবো না- কিন্তু কিছুই হচ্ছে না। 

 ১৪ আগস্ট টিকা নিতে যান মাহফুজুর রহমান। তিনি বলেন, টিকা নিতে এত অব্যবস্থাপনা তৈরি হয়েছে যে এ কেন্দ্রের নিরাপত্তারক্ষীরা সেখানে লাঠিচার্জ করেছেন। মানুষ টিকা নিতে এসে লাঠিচার্জের শিকার হচ্ছেন- এটা বোধহয় কেবল বাংলাদেশেই সম্ভব।টিকা নিতে এসে লাঠিচার্জের শিকার হয়েছেন এমন একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমিতো পরিবারের সবাইকে বলব, দ্বিতীয় ডোজ নিতে না আসার জন্য। টিকা নিতে এসে যদি লাঠির বাড়ি খেতে হয় তাহলে সে টিকা আমি নিতে চাই না। ১২ আগস্ট ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় খোদেজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের টিকার দুই ডোজ (সিনোফার্ম) দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে এমন ভুলের শিকার হন তিনি।হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ দাসকে করোনার দুই ধরনের টিকার দুটি ডোজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। করোনা ভ্যাকসিন হিসেবে তাকে দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ। তবে ১৪ আগস্ট দ্বিতীয় ডোজ হিসেবে তাকে সিনোফার্মের টিকা পুশ করা হয়েছে!

এদিকে, করোনার টিকাসহ সার্বিক কোভিড ব্যবস্থাপনা নিয়ে সমন্বয়হীনতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটিও। অপর্যাপ্ত টিকার সংগ্রহ নিয়ে গণটিকার আয়োজন, শহর ও গ্রামাঞ্চলে ভিন্ন ধরনের টিকা কার্যক্রম পরিচালনাসহ নানা বিষয়ে অব্যবস্থাপনার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা। তবে, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। কমিটির এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও অনুপস্থিত ছিলেন।


এ বিষয়ে কমিটির এক সদস্য বলেন, ‘সংসদীয় কমিটিতে গণটিকা নিয়ে কথা হয়েছে। দেশের মানুষ ১৭ কোটি। কিন্তু এক কোটি টিকার সংগ্রহ নিয়ে গণটিকার ঘোষণা কী করে সম্ভব? এ ধরনের কার্যক্রম সরকারকে বিব্রত করে।’

 

স্বাস্থ্য অধিদফতরের গঠিত পাবলিক হেলথ কমিটির সদস্য অধ্যাপক আবু জামিল ফয়সাল বলেন, ‘টিকাকেন্দ্রে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কোভিড-১৯ এ যত কিছু উল্টাপাল্টা হলো, এর কারণ হচ্ছে- অব্যবস্থাপনা, অপরিপক্কতা, অপরিকল্পনা এবং দূরদর্শীতার অভাব।’তিনি বলেন, ‘টিকা হাতে না পেয়ে টিকা আসছে- এ ভাবনা থেকে যখন গণটিকার ঘোষণা দেওয়া হয়, তখন এমনটা হওয়াই স্বাভাবিক। টিকাতো আমার দেশে তৈরি হচ্ছে না। যে টিকা আসার অপেক্ষা করা হচ্ছে, সেটা কোনও কারণে দেরি হতে পারে; কোনও কারণে বন্ধ হতে পারে- এগুলো ভাবা হয়নি। এখানেই দূরদর্শীতার অভাব ছিল। আবার টিকা না এলে কী করা হবে তারও কোনও ব্যাকআপ প্ল্যান ছিল না অধিদফতরের।‘মানুষ যখন ভ্যাকসিন নিতে বেশি বেশি আসতে শুরু করলো, তখন এটা বন্ধ করে দেওয়া হলো। এই যে গণটিকা বন্ধ করে দেওয়া হলো, সেটাও যে মানুষকে ভালোভাবে বলতে হবে; বোঝাতে হবে- তারও কোনও নমুনা দেখা যাচ্ছে না’- বলেন তিনি।


কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ইকবাল আর্সলানও বললেন একই কথা। তিনি বলেন, ‘প্রথমদিকে ব্যবস্থাপনা ভালোই ছিল। কিন্তু গণটিকা শুরু করার পরই অব্যবস্থাপনা শুরু হয়েছে। গণটিকাদান শুরু করার আগে আরও ভালো প্রস্তুতি নেওয়া দরকার ছিল।  যেসকল কেন্দ্রে টিকাদান আগে থেকে চালু ছিল, সেখানে যে গণটিকা দেওয়া হবে না- এ বিষয়ে মানুষের কাছে পরিষ্কার তথ্য ছিল না। মানুষকে আমরা বোঝাতে সক্ষম হইনি। ফলে মানুষ সব টিকাকেন্দ্রে ভিড় করেছে।’ 


‘প্রি-রেজিস্টার্ড ও নন রেজিস্টার্ড-সবাই মিলে জড়ো হওয়ার কারণে স্বাস্থ্যকর্মীদের ভুল হয়েছে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে’- বলেন ইকবাল আর্সলান।

এমএসএম / এমএসএম

ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছেন লেলিন মুন্সি

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ