ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ঘুষের বিনিময়ে ক্যাপ্টেন গিয়াস উদ্দীনের দুদক থেকে দায় মুক্তি রহস্যজনক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৪:৪১

* নামে বেনামে বিপুল সম্পদের মালিক 
*দুদকের সহকারী পরিচালক দায় মুক্তি রহস্য জনক
*সম্বন্ধী ঢালীর একাউন্ট থেকে গিয়াসউদ্দীন এর একাউন্টে ঘুষের টাকা লেনদেন
*সব বিষয়ে ঊর্ধোতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা অভিযোগকারীর

নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ’এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ-সম্পদ অর্জনের অভিযোগ থেকে অনৈতিক লেনদেনের মাধ্যমে অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মেহেদী মাসুদ দায় মুক্তির সুপারিশ করেছেন বলে নির্ভর সুত্র থেকে জানা গেছে। এই ঘটনায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, খোদ নৌপরিবহন অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা কর্মচারী, দুদক-সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ হাজারো প্রশ্ন নিয়ে অবাক হয়ে দেখছেন ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ’এর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত প্রক্রিয়া রিপোর্ট ও সুপারিশ, যা সম্পূর্ণটাই অসত্য মিথ্যা জালিয়াতিপূর্ণ এবং ভয়াবহ স্বজনপ্রীতি। খোদ নৌপরিবহন অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা কর্মচারী, দুদক-সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ দারুনভাবে মর্মাহত হয়ে ঘৃণাভরে এই অনুসন্ধান রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। একই সাথে কথিত অনুসন্ধান কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন সচেতন মহল। 

প্রসঙ্গত: এক অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের ক্যাপ্টেন মো. গিয়াস উদ্দিন আহম্মেদ বিরুদ্ধে জানা যায়, তিনি মোট ২১টি জাহাজে চাকুরীর যে তথ্য এবং কাগজপত্র দুদকে দাখিল করেছে তা জালিয়াতিপূর্ণ এবং ভুয়া। অনুসন্ধান কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদের জাহাজে চাকরি তথ্য ও বেতনের ডকুমেন্ট সঠিকভাবে যাচাই বাছাই করেননি। 

তিনি সরকারী চাকুরীতে যোগদানকরে ধানমন্ডি ২৭ নং রোডে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি আলিশান ও বিলাশবহুল ফ্ল্যাট কিনেছেন যার প্রকৃত মূল্য ৫ কোটি টাকার ঊর্ধ্বে। কিন্তু তিনি মাত্র ২ কোটি ৮০ লাখ টাকা তার আয়কর নথিতেতে দেখিয়েছেন। এই অস্বাভাবিক টাকা লেনদেন ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে- এই ৩ বছরে তার সম্বন্ধী মো. লিটন রহমান ঢালীর একাউন্ট থেকে তার একাউন্টে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। লিটন রহমান ঢালীর একাউন্টে যে টাকা গিয়েছে সেই টাকা নারায়ণগঞ্জের একটি ব্যাংক একাউন্ট থেকে গিয়েছে। এবং ওই টাকা গিয়াস উদ্দিনের ঘুষ দুর্নীতির টাকা যার বৈধ কোনো উৎস নেই। গিয়াসউদ্দিন আহমেদ এবং লিটন রহমান ঢালীর সকল ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট গ্রহণ করলেই তার দুর্নীতির ফিরিস্তি পাওয়া যাবে। কারণ গিয়াস উদ্দিন অত্যান্ত সতর্ক ও চতুরতার সাথে তার সমস্ত ঘুষের লেনদেন তার সম্বন্ধী মো. লিটন রহমান ঢালীর একাউন্ট থেকে তার একাউন্টে লেনদেন হতো। 

নামে বেনামে বিপুল সম্পদের মালিক গিয়াসউদ্দিন আহমেদ অনেক ধুর্ত প্রকৃতির মানুষ ঘুষ ও অবৈধ উপার্যনের টাকা কিভাবে লুকিয়ে কাজে লাগাতে হয় তা ভালোভাবেই জানেন। তাই তিনি তার নিজ গ্রামে যে বাড়িটি নির্মাণ করেছেন তার মূল্য দুই কোটি টাকার ঊর্ধ্বে। তিনি তার আয়কর নথিতে ওই বাড়ির নির্মাণ মূল্য এক কোটি টাকা প্রদর্শন করেছেন। গণপূর্তের প্রকৌশলীরা পরিমাপ করে নির্মাণ মূল্য দেখিয়েছেন ৬০ লক্ষ টাকা। এখানে গিয়াসউদ্দিন আহমেদ ৪০ লক্ষ টাকার তথ্য গোপন করেছেন। 

গিয়াসউদ্দীন আহমেদ’এর টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি বিদেশে থাকতে পাঁচ কোটি টাকা পাঠিয়েছি ও বিদেশ থেকে আসার সময় দেড় কোটি নিয়ে এসেছি এবং সরকারের কাছ থেকে পেয়েছি তিন কোটি টাকা। অপর এক কথায় তিনি বলেন, ৫০০ টাকার সাংবাদিক আছে, তবে আপনাকে বলছি না, সাংবাদিকরা অনেক কিছু সংগ্রহ করতে পারে। তার সম্বন্ধী মো. লিটন রহমান ঢালীর একাউন্ট থেকে তার একাউন্টে টাকা আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে টাকা ধার দিয়ে ছিলাম। তবে কবে কোথায় কেন টাকা ধার দিয়েছিলেন এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।

তার পুরো সম্পদের সঙ্গে আয়ের অসংগতি দারুন বিস্তর। এ বিষয়ে প্রতিজনের নজরে স্পষ্ট ধরা পড়লেও গিয়াসউদ্দীন আহমেদ ছাই দিয়ে মাছ ঢাকার ন্যায়ে চেষ্টা করে যাচ্ছেন। একই সাথে সাধারণ মানুষের প্রশ্ন কত টাকায় অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মেহেদী মাসুদ দায় মুক্তির সুপারিশ করেছেন যা অত্যান্ত রহস্যজনক ?   

সাধারণ মানুষ মনে করেন অনুসন্ধান কর্মকর্তা যে প্রতিবেদন দাখিল করে পরিসমাপ্তির সুপারিশ করেছেন সেই প্রতিবেদন সঠিকভাবেই পর্যালোচনা করে এবং যে সমস্ত অভিযোগ তিনি যাচাই-বাছাই করেননি তা পুনরায় যাচাই-বাছাই করে সঠিক ও পরিপূর্ণ প্রতিবেদন দাখিল করলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। এই বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

এমএসএম / এমএসএম

রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ

ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন

উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো

বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন করবে : জননেতা অধ্যাপক মামুন মাহমুদ

কারা অধিদপ্তরে সক্রিয় বদলী বাণিজ্য সিন্ডিকেট, মূলহোতা রিয়াল

দুদকের ফাঁদে ফেঁসে গেলেন এম এ কাশেম

দরপত্র খোলার আগেই ২.৫ কোটি টাকার চুক্তিতে কাজ নিশ্চিত করলো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রুভেন বুল প্রকল্পের প্রকল্প পরিচালক

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির

দেড় হাজার টাকা বেতনের সেই কর্মচারী এখন শতকোটি টাকার মালিক