পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান শিক্ষক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি পদে পছন্দের প্রার্থীর সাথে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ার পর জানাজানি হলে আবেদন করতে না পেরে বঞ্চিত প্রার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
গোপনে বিজ্ঞপ্তি প্রকাশের কথা সভাপতি বলেন আমি কিছুই জানিনা, প্রধান শিক্ষক অস্বীকার করেন।
পত্রিকায় প্রকাশিত ওই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন না ম্যানেজিং কমিটির সভাপতি সহ শিক্ষক প্রতিনিধি। সভাপতির দাবী, ম্যানেজিং কমিটির কোন সভায় নিয়োগ সংক্রান্ত রেজুলেশন করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সভাপতির স্বাক্ষরযুক্ত রেজুলেশন করে অনুমোদন নিয়ে প্রধান শিক্ষক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। কমিটির রেজুলেশন ছাড়া কোন ক্রমেই নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ে কমিটির অনুমোদন ছাড়া জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
বিদ্যালয় সূত্র জানায়, আগামী ১৫ মে ২০২৪ তারিখে চাকুরি জীবন থেকে অবসরে যাবেন ছালুয়া ফজলে রাব্বী উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশন আরা বেগম। চাকুরি জীবনের শেষ পর্যায়ে এসে ওই বিদ্যালয়ের কয়েকটি পদে জনবল নিয়োগ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রধান শিক্ষক রওশন আরা বেগম। এজন্য তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা ও রেজুলেশন ছাড়াই অফিস কাম-হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদসহ চারটি পদে জনবল নিয়োগের জন্য গত ১৭ এপ্রিল দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া ওই দিনে গাইবান্ধা আসা সবগুলো পত্রিকা তিনি একাই নিয়ে গায়েব করে দেন। এছাড়া নিয়ম অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড ও উপজেলা শিক্ষা অফিসে টাঙানো থেকে বিরত থাকেন তিনি।
এক পর্যায়ে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানাজানি হলে অনেকে পত্রিকা অফিসের খোঁজ নিয়ে জানতে পেরে বিভিন্ন পদে দরখাস্ত করেন। গত ২ মে দরখাস্তের সময় শেষ হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে উল্লেখিত পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষক রওশন আরা বেগম বিভিন্নজনের কাছ থেকে গোপনে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। আর প্রধান শিক্ষকের সহযোগি হিসেবে কাছ করেন ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং ম্যানেজিং কমিটির তিনজন সদস্য। এক পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানতে পারেন ছালুয়া ফজলে রাব্বী উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। আর তখনই প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্যের বিষয়টি জানাজানি হয় এবং অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মাওলানা শামছুল হক আকন্দ বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো বিষয় ম্যানেজিং কমিটিতে অনুমোদন হয়নি। কমিটির অনেক সদস্যকে না জানিয়ে গোপনে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। লোকমুখে শুনে আমি প্রধান শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি বলে জানিয়েছিলেন।’
জনবল নিয়োগ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ফারজানা রাব্বী বুবলী মুঠোফোনে বলেন, ‘আমি এই নিয়োগ বিষয়ে কিছুই জানি না। নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটির কোনো সভা বা রেজুলেশন হয়নি। আমাকে না জানিয়েই এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন প্রধান শিক্ষক। যেখানে নূন্যতম দূর্নীতির ছোয়া আছে, সেখানে আমি জড়িত থাকতে পারি না। তিনি বলেন, যেহেতু বিদ্যালয়টি আমার বাবার নামে প্রতিষ্ঠিত। তাই আমি এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে চাই। আমি নিজ অর্থায়নে স্কুল হোস্টেল করার জন্য জায়গা নির্ধারন করতে বলেছিলাম প্রধান শিক্ষককে। কিন্তু সেসব বিষয়ে কর্ণপাত না করে তিনি নিয়োগ বাণিজ্য করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এবিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।’
কমিটির রেজুলেশন ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিক রওশন আরা বেগম বলেন, ‘সভাপতিকে না জানিয়ে কখনোই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারি না। তিনি জানেন কিনা এটা আপনারা পরে জানতে পারবেন, ওনারা কি বলার বলুক বাস্তবতা পরে হবে।’
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
