কেরানীগন্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্যানেলের বিভিন্ন স্হানে গণসংবর্ধনা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হল কেরানিগন্জের উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার ৮ ই মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন আনারস প্রতীক নিয়ে বিগত তিনবারের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও প্রথমবারে কাপপিরিচ প্রতীকে মোঃ আলতাফ হোসেন বিল্পব। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় টানা চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ উপজেলার মোট ২২৫ টি ভোট কেন্দ্র থেকে শাহীন আহমেদ আনারস মার্কা প্রতীকে মোট ১,৬৬,৮৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব পেয়েছেন মোট ৬০২৯৩ ভোট।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে নির্বাচন করেন মোঃ সালাউদ্দীন লিটন। তিনি মোট (১৪৯০৫৮) ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন তালা মার্কা প্রতীকে মোট ভোট পেয়েছেন (৬৪৫১২), অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার প্রার্থী ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার রেশমা মোট ( ১৬৯৫০৫) ভোট পেয়ে জয়ী হয়েছেন,তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন (৩৪৯৮৪ ) ভোট।
চতুর্থ বার চেয়ারম্যান হয়ে শাহীন আহমেদ বলেন,আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন তা আমি আওয়ামী লীগের অভিভাবক জননেতা নসরুল হামিদ বিপু ভাইয়ের নেতৃত্বে স্মার্ট কেরানীগঞ্জ উপজেলা গড়ার ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, কেরানীগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করব। এই জয় আমার একার নয়। কেরানীগঞ্জ উপজেলা বাসীর,নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, বিজয়ী ছোট হোক,বড় হোক আনন্দের আমি কেরানীগঞ্জ বাসীর কাছে ঋনী এবং কৃতজ্ঞ যে, তারা আমাকে ভালবেসে নির্বাচিত করেছে। ঢাকার কেরানীগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার( রেশমা জামান)কে গণ সংবর্ধনা প্রদান করা হয়।১৩ ই মে সোমবার বিকেল ৪টায় কলাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মিঠাপুর খেলার মাঠে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শাহীন আহমেদ বলেন,আবারও আপনারা আমাকে নির্বাচিত করাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। গত ১৫ বছরে আমি আপনাদের পাশে থেকে সকল ধরনের উন্নয়নে কাজ করেছি,যেমন রাস্তঘাট, শিক্ষা এখন যে কাজগুলো বাকি আছে তা সম্পুর্ন করার জন্য আছি এবং ভবিষ্যতে আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। কেরানীগঞ্জ বাসীর উন্নয়নের ক্ষেত্রে অসম্পূর্ণ কাজগুলো আপনাদের সাথে নিয়ে করব।তিনি কেরানীগঞ্জ উপজেলাকে ক্লিন, গ্রীন এবং স্মার্ট করার পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনের প্রতিশ্রুতি পুরনে কাজ করবেন। এছাড়া আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সাথে নিয়েই সমাপ্ত করে দেব। তিনি আরো বলেন এলাকার যে কোন সমস্যা আপনাদের সাথে নিয়েই করব। তরন প্রজন্মকে ঘাতক ব্যাধি মাদক থেকে বাচাতে তিনি কঠোরভাবে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। কলাতিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুল বারেকের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার (রেশমা জামান), কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ও ঢাকা জেলা সাবেক ছাত্রলীগ নেতা আবিদ হোসেন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। আগামীদিনে কেরানীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে নির্বাচিত প্যানেলের প্রতি জনগন পূর্ণ আস্হা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়
