শেরপুরে উপজেলা প্রশাসন কর্তৃক দ্রুত সেবা পোর্টালের উদ্ধোধন
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন কর্তৃক দ্রুত সেবা পোর্টালের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী এই পোর্টালের ব্র্যান্ডিং নাম দিয়েছেন “মেধা ও দক্ষতার শেরপুর”। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
স্মার্ট বাংলাদেশ তৈরি করতে সরকারি ও বেসরকারি বা উদ্যোক্তা পর্যায়ে সেবা প্রদান ও সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজীকরণ করতেই এমন উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মজিবর রহমান মজনু। সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো : সুমন জিহাদী। উদ্ধোধনের আগে অনুষ্ঠিত স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা, সুশীল সমাজ, স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় সভায় তিনি জানান, দ্রুতসেবা প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক আড়ালে থাকা উদ্যোক্তা, শ্রমিক, বা উৎপাদক সামনে চলে আসবে। সিন্ডকেট সিস্টেম হ্রাস পাবে এবং শ্রম, পণ্য এবং সেবা হবে বাধাহীন । এই পোর্টালে ইলেকট্রিশিয়ান, বেকিং এন্ড কুকিং, ইলাস্ট্রেটার এন্ড ফটোশপ এক্সপার্ট, কবলার, দর্জি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাঠ মিস্ত্রি, সব ধরনের দক্ষতা সম্পন্ন মানুষদের প্রোফাইল থাকছে। সাধারণ মানুষের বা যে কোন পর্যায়ের সেবাপ্রার্থীদের যে কোন ধরনের সেবাদাতার প্রয়োজন হলে তারা দ্রুতসেবা ডট ওআরজি ওয়েব সাইটে ঢুকবে এবং প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সেবাদাতার সাথে যোগাযোগ করতে পারবে। সেবাদাতাগণ নিজেরাই এই প্রোফাইলে নিবন্ধন করতে পারবে। সেখানে তার কাজের কিছু নমুনা ছবি আপলোড করতে পারবে যাতে তার কাজ সম্পর্কে সন্ধানকারীর ধারণা তৈরি হয়। দ্রুতসেবা পোর্টাল সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের সেবা দাতা থেকে শুরু করে কর্পোরেট ফার্মকেও সংযুক্ত করা হচ্ছে।
সংসদ সদস্য মজিবর রহমান মজনু বলেন, “সরকার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম লক্ষই হলো দ্রুত ও সহজেই মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া। এর ফলে একদিকে মানুষের সেবার ব্যয় হ্রাস পায়, অন্যদিকে বৃদ্ধিপায় শ্রমশক্তি। তাই শেরপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এই এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি সকলকে দ্রতসেবায় নিবন্ধিত হওয়ার জন্য আহবান জানান।
এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সহকারী কমিশনার (ভূমি) এস,এম রেজাউল করিম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
বারহাট্টায় শিশু স্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ
সুনামগঞ্জে সুদের ঋণের চাপে বাড়িছাড়া গৃহিণী শিরিনা বেগম
সাতকানিয়া-ব্যবস্থা নিচ্ছে ইউএনও, রহস্যজনক ভূমিকায় বিএডিসির উপ-সহকারী ইকবাল
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড
মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন
তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন