ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

গৌতম বুদ্ধ: অহিংস বাণীর প্রচারক


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১২:১৩

অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের জন্মদিন আজ। বৌদ্ধরা তাদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করে। বুদ্ধ এসেছিলেন 'সবার সুখ কামনা' এই অহিংস বাণী প্রচার করার জন্য। তাঁর জ্ঞানলাভ এবং মহাপরিনির্বাণের স্মৃতি রেখে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বুদ্ধের জন্মদিন উপলক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরছেন সাংবাদিক শরিফুল গণি উসমানী

"আন্তর্জাতিক 'ভেসাক ডে' পালিত"

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ ও পরিনির্বাণ ঘটেছিল। এ দিন বুদ্ধের শিক্ষা স্মরণ করা হয়, যা দুঃখ থেকে মুক্তি ও শান্তির পথ দেখায়। 'ভেসাক ডে' নামেও পরিচিত এই দিনটি ইউনেস্কো দ্বারা আন্তর্জাতিকভাবে পালিত হয়। বুদ্ধের বাণী আমাদের সহনশীলতা, ভালবাসা ও মৈত্রী প্রদর্শন করতে শিখায়। তার অন্যতম একটি উক্তি :
" জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। "

হৃদয় বড়ুয়া,
৩য় বর্ষ,
প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ।


"বুদ্ধশাসন হোক বিশ্বব্যাপী"

আমি একজন গর্বিত বৌদ্ধ হিসেবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করি। এই দিনটি গুরুত্বপূর্ণ যেহেতু একই পূর্ণিমার দিনে বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল। আমরা বৌদ্ধরা সকল প্রাণীর মঙ্গলের জন্য প্রার্থনা করি। এটি আমাদের করুণা, জ্ঞান ও মুক্তির পথ মনে করিয়ে দেয়। বুদ্ধশাসন বিশ্বব্যাপী হোক, সবাই সুখী হোক এবং সকলে নির্বাণ লাভের হেতু উৎপন্ন করতে পারুক।
(সাধু, সাধু, সাধু)।

বুদ্ধেন্দু চাকমা,
২য় বর্ষ,
বাংলা বিভাগ।


"বুদ্ধের শিক্ষা দুঃখ মুক্তি ও শান্তির পথ"

বুদ্ধ পূর্ণিমা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ দিবস। এই দিনে বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ ও পরিনির্বাণ স্মরণ করা হয়। বুদ্ধের শিক্ষা দুঃখমুক্তি ও শান্তির পথ দেখায়। বিশ্বব্যাপী বৌদ্ধরা এ দিন বিভিন্ন অনুষ্ঠান করে। মন্দিরে প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ, ধ্যান, আলোক প্রজ্জ্বলন ও শোভাযাত্রার অন্তর্ভুক্ত। এটি জ্ঞান, করুণা ও মানবতার উৎসব।

লিটন চাকমা,
৪র্থ বর্ষ,
প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ।

এমএসএম / এমএসএম