ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা

চেয়ারে বসার আগেই চেয়ারম্যানের চাঁদাবাজি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ১:২১

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মানিগঞ্জ জেলার সিংগাই উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকব সায়েদুল ইসলাম। এখন পর্যন্ত দায়িত্ব গ্রহনও করেনি এরমধ্যে তার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। ডন স্টাইলে ঠিকাদারকে নিজস্ব অফিসে ডেকে নিয়ে বলেন, হয় ঠিকাদরি কাজ ছেড়ে দিতে হবে না হয় মোটা অংকের চাঁদা দিতে হবে এমন অভিযোগ ঠিকাদরি প্রতিষ্ঠানের মালিকের। সেই সঙ্গে সায়েদুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় লাঞ্জিত করা হয় জাতির একজন শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাকে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের ভাই জালাল উদ্দিন ও সাবেক ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার। এতে ব্যহত হচ্ছে এলজিইডির উন্নয়ন কাজের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ মে ৯৭২৬২৩ নম্বর টেন্ডার আইডিতে ১ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ৬১৫ টাকার কার্যাদেশ পায় জুঁই এন্টারপ্রাইজ। এর আগে দরপত্র আহবানের পর দরপত্রে অংশগ্রহন করেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকারের সকল নিয়মকানুন মেনে এবং চাহিদা অনুযায়ী দর দিয়ে কাজ পান জুঁই এন্টারপ্রাইজ। এরপর থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে থাকে বার্তমান চেয়ারম্যানের সহযোগীরা। মাঝখানে তাদের নির্বাচন থাকায় কিছুদিন যোগাযোগ বন্ধ থাকে। তবে গত ৮ মে নির্বাচনের পর তাদের তৎপরতা বৃদ্ধি পায়। সর্বশেষ গত ১৮ তারিখ ফোন দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে উপজেলা চেয়ারম্যান দেখা করতে বললে জুই এন্টারপ্রাইজের মালিকের ভাই বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তার সঙ্গে দেখা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান সায়েদুল ইসলাম ও তার সহযোগীরা বলেন, এই কাজ আমাদের দিয়ে দিতে হবে। আপনাদের যে টাকা খরচ হয়েছে তা কাজ শেষ করার পরে দিয়ে দেবো। তখন জালাল উদ্দিন বলেন, কার্যাদেশ পাওয়ার পরে কিভাবে আপনাদের কাজ দেব। এতে কথার কাটাকাটির একপর্যায় তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং বলেন আপনি এইসব কথা ভিডিও করেছেন তা ডিলেট করে দিতে হবে। তার জবাবে জালাল উদ্দিন বলেন আমার মোবাইল ফোন তো পকেটে ছিলো। তখন তাকে উপজেলা চেয়ারম্যানসহ তার সঙ্গে থাকা সহযোগীরা শারিরিকভাবে লাঞ্চিত করেন।

এ বিষয় বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান দেখা করতে বললে আমি সিংগাইর তার সঙ্গে দেখা করতে যাই। এসময় আমাকে সায়েদুল ইসলাম বলেন, এই কাজ আমাদের এটা আমরা করবো। আপনারা কিভাবে পেয়েছেন এটা দেখার বিষয় না। না হয় আপনাকে কাজ করতে দেয়া হবে না। আপনার কোন এমপিমন্ত্রী আছে নিয়ে আসেন আমি দেখে নেব। কথা বলার একপর্যায় চেয়ারম্যানের সহযোগী লিটন আমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে।

এ বিষয সিংগাইর উপজেলা চেয়ারম্যান সায়েদুল ইসলামের জানতে তার মুঠোফোনে কল করলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। আমি কিছু জানি না বলে দ্রুত ফোন কেটে দেন। এরপর একাধীকবার কল করলেও আর রিসিভি করেননি। কাজ ছেড়ে দেয়া ও মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করা প্রসঙ্গে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, স্বাধীন দেশে একজনের কাজ আর একজন কেড়ে নেয়ার অধীকার কারো নেই। এটা যে করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করা প্রসঙ্গে তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তাদের সাথে কেউ অন্যায় করলে ছাড় দেয়া হবে না। আপনারা প্রতিবেদন প্রকাশ করুন এবং ভুক্তভোগীকে আমার সঙ্গে দেখা করতে বলেন আমি ব্যবস্থা নেব। অন্যায়কারী যেই হোকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Aminur / এমএসএম

রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ

ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন

উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো

বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন করবে : জননেতা অধ্যাপক মামুন মাহমুদ

কারা অধিদপ্তরে সক্রিয় বদলী বাণিজ্য সিন্ডিকেট, মূলহোতা রিয়াল

দুদকের ফাঁদে ফেঁসে গেলেন এম এ কাশেম

দরপত্র খোলার আগেই ২.৫ কোটি টাকার চুক্তিতে কাজ নিশ্চিত করলো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রুভেন বুল প্রকল্পের প্রকল্প পরিচালক

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির

দেড় হাজার টাকা বেতনের সেই কর্মচারী এখন শতকোটি টাকার মালিক