সোনাগাজীতে আওয়ামী লীগ নেতাকে চাঁদা দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দিনমজুর

ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ নেতাকে চাঁদা দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দিনমজুর নুরুল আফসার সবুজ। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন ওই দিনমজুরের কাছ থেকে হুমকি দিয়ে চাঁদা আদায়ের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত বুধবার রাতে ‘আমাদের সোনাগাজী’ নামের ফেসবুক পেজ থেকে ৪ মিনিট ৪৬ সেকেন্ডের অডিওটি প্রকাশ পায়। পরে সেটি একাধিক পেজবুক আইডি ও পেজে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের জেবল হকের ছেলে। তিনি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। চাঁদাবাজির শিকার দিনমজুর চরছান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আইয়ুব আলী ছেলে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ভোল পাল্টে সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভুক্তভোগীকে হুমকি দেয়ার অভিযোগও উঠেছে।
টাকার বিনিময়ে ঘর পাওয়ার বিষয়ে দিনমজুর সবুজ বলেন, পরিবার নিয়ে বসবাস করার মতো আমার নিজস্ব কোনো জমি ও ঘর নেই। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীনদের ঘর দেয়ার বিষয়টি জানতে পেরে আমি স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলমের সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রশাসনের কাছে জমা দেই। এর কিছুদিন পর নুর উদ্দিন আমার সাথে যোগাযোগ করে জানান, ৪০০ জনে ঘর পাওয়ার আবেদন করলেও তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে আমিসহ ১৩ জনের ঘর পাওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন। ঘরের রেজিস্ট্রি প্রক্রিয়া চলছে, তাই টাকা না দিলে ঘর পাওয়া যাবে না বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি তাকে টাকা দিতে পারব না বলে অপারগতা প্রকাশ করলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন।
সবুজ আরো বলেন, পরে তিনি আবারো আমার সাথে যোগাযোগ করে টাকা না দিলে ঘর অন্যদের নামে বরাদ্দ করা হবে জানালে উপায়হীন হয়ে তার প্রস্তাবে রাজি হই। পরে স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে তাকে ১৫ হাজার টাকা প্রদান করি। টাকা নেয়ার সময় তিনি বিষয়টি কাউকে জানালে ঘরের বরাদ্দ বাতিল করানো হবে বললে আমি ভয়ে কাউকে জানাইনি। গত মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলা প্রশাসন আমাকে ঘরের চাবি ও কাগজপত্র বুঝিয়ে দিলে নুর উদ্দিন রাতে আমার কাছে আরো ৫ হাজার টাকা দাবি করে না পেয়ে গালমন্দ করেন।
স্থানীয় ষাটোর্ধ্ব বাসিন্দা সফি উল্যাহ জানান, দলীয় পদের অপব্যবহার করে নুর উদ্দিন এলাকার সবুজসহ অনেকের কাছ থেকে ঘর ও বয়স্ক ভাতা পাইয়ে দেয়ার কথা বলে টাকা দাবি করেছে। তার বিরুদ্ধে সালিশ বাণিজ্য ও মানুষকে হয়রানি করার বিস্তর অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন মুঠোফোনে বলেন, দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। কোনো প্রকার চাঁদাবাজি ও সালিশ বাণিজ্যের সাথে আমার সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা চাওয়া ও আদায়ের অডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কথা বলবেন জানিয়ে মোবাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক জানান, দক্ষিণ চরদরবেশ আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পে বসবাসের জন্য গত মঙ্গলবার ৩৭ জনের কাছে ঘরের চাবি ও কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়েছে। এর আগে আরো ৪৭ জনের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ঘর পেতে চাঁদাবাজির বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জহিরুল হায়াত জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পটি আমরা গুরত্ব দিয়ে দেখছি। এখানে কেউ অনিয়ম-দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না। ঘর পেতে চাঁদা আদায়ের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
