শান্তিগঞ্জে উপজেলা নির্বাচনে সরগরম ভোটের মাঠ, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

জমে উঠেছে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। চতুর্থ ধাপে আগামী ৫ জুন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শান্তিগঞ্জে। নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বেড়ে যাচ্ছে। লিফলেট হাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন হাটে- বাজারে, গ্রামে, গ্রামে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট প্রার্থনা করছেন।পোষ্টারে ছেয়ে গেছে গ্রামে, পাড়া-মহল্লায়, হাটে- বাজারে উপজেলার প্রতিটি এলাকা। ভোটারেরা হাটে- বাজারে, গ্রামে, চায়ের স্টলে প্রার্থীদের আচার ব্যবহার, কোন প্রার্থীর কেমন মাঠ তা নিয়ে করছেন আলাপ আলোচনা। প্রচার-প্রচারণায় জনপদ হয়ে উঠছে সরগরম।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রার্থী দেখে ভোট দিবেন। যিনি এলাকার মানুষের জন্য চিন্তা করেন৷ শিক্ষিত, জনবান্ধব এমন প্রার্থীকেই ভোট দিয়ে তারা চেয়ারম্যান নির্বাচিত করবেন।
অপরদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় এখন ঘুম ভাঙছে ভোটারদের। ভোর হলেই কড়া নাড়ছেন প্রার্থীরা। ভোট আদায় করতে ভোটারদের দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর পুত্র সাদাত মান্নান অভি(আনারস), সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম(মোটরসাইকেল) ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন(ঘোড়া) প্রতীক নিয়ে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন(চশমা), যুব জমিয়ত নেতা মাওলানা জাহাঙ্গীর খাঁন(টিউবওয়েল), মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন(মাইক) ও আনোয়ার হোসেন(তালা) প্রতীক নিয়ে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যানে পদে প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার(পদ্মফুল), রফিকা মহির(ফুটবল), খাইরুন নেছা(কলস), নাজমা বেগম(প্রজাপতি) ও জেসমিন বেগম(হাঁস) প্রতীক নিয়ে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সুকান্ত সাহা বলেন, এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রের বাইরে এবং ভেতরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী মাঠে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার পাশাপাশি প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied