ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কোনাবাড়িতে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার,গ্রেফতার-২


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:২০

গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের একদিন পর ৩ বছরের এক শিশু কন্যার বস্তা বন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় ওই কন্যা শিশুটিকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোনাবাড়ি থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায়।এঘটনায় সাজিদুল ইসলাম ও রাকিব মিয়া নামের দুইজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। 

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় কোনাবাড়ি থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিন এর বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই শিশু হলেন,কুড়িগ্রাম সদর থানার চরবড়ইবাড়ী এলাকার শহিদুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম (৩)। শিশুটির বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাবা-মার সঙ্গে ভাড়বাসায় থাকতো শিশুটি। দুই বোনের মধ্যে ছোট ছিলো ওই শিশুটি। ছোট্ট মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। তাদের আহাজারিতে 
আশেপাশের পরিবেশ যেন ভাড়ি হয়ে আসছে।

আটককৃতরা হলেন,কুড়িগ্রাম রাজারহাট থানার চকরাইহাট এলাকার সফিকুল ইসলাম এর ছেলে সাজেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার শাহাজাহানের ছেলে রাকিব মিয়া (১৪)।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে শিশু ফারহানা কে কোথাও খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পর বাসার পাশের একটি সরু গলিতে মুখে  কসটেপ পেঁচানো অবস্থায় বস্তা বন্ধি লাশটি দেখতে পায় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। এঘটনায় সন্দেহ ভাজন হিসেবে একই বাসার  ভাড়াটিয়া সাজিদুল ইসলাম ও রাকিব  নামের দুইজনকে আটক করা হলে তারা ওই শিশুকে ধর্ষনের পর হত্যা করার বিষয়টি শিকার করলে তাদের গ্রেফতার করা হয়।

নিহতের নানা ওবায়দুর রহমান জানান,ওই নরপশু সাজেদুর আমার নিষ্পাপ নাতিনিটাকে ধর্ষণের পর হত্যা করে মুখে কস্টেপ পেঁচিয়ে বস্তুাবন্ধী করে ওই বাসার গলির ভিতর ফেলে রাখে। তিনি বলেন, আমার নাতিনিকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের যেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। তাহলেই আমি নাতনির আত্মা শান্তি পাবে। স্থানীয় কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন বলেন,গত মঙ্গলবার সকালে ওই শিশুটি নিখোঁজ হয়। আজ সকালে জানতে পারি শিশুটির 
বস্তাবন্ধী লাশ উদ্ধার করা হয়েছে। এলাকার ভিতরে এমন ঘটনা খুবই দুঃখ জনক। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।আটককৃতরা ধর্ষন ও হত্যার ঘটনা শিকার করেছে।নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক