ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কোনাবাড়িতে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার,গ্রেফতার-২


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:২০

গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের একদিন পর ৩ বছরের এক শিশু কন্যার বস্তা বন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় ওই কন্যা শিশুটিকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোনাবাড়ি থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায়।এঘটনায় সাজিদুল ইসলাম ও রাকিব মিয়া নামের দুইজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। 

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় কোনাবাড়ি থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিন এর বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই শিশু হলেন,কুড়িগ্রাম সদর থানার চরবড়ইবাড়ী এলাকার শহিদুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম (৩)। শিশুটির বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাবা-মার সঙ্গে ভাড়বাসায় থাকতো শিশুটি। দুই বোনের মধ্যে ছোট ছিলো ওই শিশুটি। ছোট্ট মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। তাদের আহাজারিতে 
আশেপাশের পরিবেশ যেন ভাড়ি হয়ে আসছে।

আটককৃতরা হলেন,কুড়িগ্রাম রাজারহাট থানার চকরাইহাট এলাকার সফিকুল ইসলাম এর ছেলে সাজেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার শাহাজাহানের ছেলে রাকিব মিয়া (১৪)।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে শিশু ফারহানা কে কোথাও খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পর বাসার পাশের একটি সরু গলিতে মুখে  কসটেপ পেঁচানো অবস্থায় বস্তা বন্ধি লাশটি দেখতে পায় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। এঘটনায় সন্দেহ ভাজন হিসেবে একই বাসার  ভাড়াটিয়া সাজিদুল ইসলাম ও রাকিব  নামের দুইজনকে আটক করা হলে তারা ওই শিশুকে ধর্ষনের পর হত্যা করার বিষয়টি শিকার করলে তাদের গ্রেফতার করা হয়।

নিহতের নানা ওবায়দুর রহমান জানান,ওই নরপশু সাজেদুর আমার নিষ্পাপ নাতিনিটাকে ধর্ষণের পর হত্যা করে মুখে কস্টেপ পেঁচিয়ে বস্তুাবন্ধী করে ওই বাসার গলির ভিতর ফেলে রাখে। তিনি বলেন, আমার নাতিনিকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের যেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। তাহলেই আমি নাতনির আত্মা শান্তি পাবে। স্থানীয় কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন বলেন,গত মঙ্গলবার সকালে ওই শিশুটি নিখোঁজ হয়। আজ সকালে জানতে পারি শিশুটির 
বস্তাবন্ধী লাশ উদ্ধার করা হয়েছে। এলাকার ভিতরে এমন ঘটনা খুবই দুঃখ জনক। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।আটককৃতরা ধর্ষন ও হত্যার ঘটনা শিকার করেছে।নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট

জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর