কোনাবাড়িতে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার,গ্রেফতার-২
গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের একদিন পর ৩ বছরের এক শিশু কন্যার বস্তা বন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় ওই কন্যা শিশুটিকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোনাবাড়ি থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায়।এঘটনায় সাজিদুল ইসলাম ও রাকিব মিয়া নামের দুইজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় কোনাবাড়ি থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিন এর বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই শিশু হলেন,কুড়িগ্রাম সদর থানার চরবড়ইবাড়ী এলাকার শহিদুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম (৩)। শিশুটির বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাবা-মার সঙ্গে ভাড়বাসায় থাকতো শিশুটি। দুই বোনের মধ্যে ছোট ছিলো ওই শিশুটি। ছোট্ট মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। তাদের আহাজারিতে
আশেপাশের পরিবেশ যেন ভাড়ি হয়ে আসছে।
আটককৃতরা হলেন,কুড়িগ্রাম রাজারহাট থানার চকরাইহাট এলাকার সফিকুল ইসলাম এর ছেলে সাজেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার শাহাজাহানের ছেলে রাকিব মিয়া (১৪)।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে শিশু ফারহানা কে কোথাও খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পর বাসার পাশের একটি সরু গলিতে মুখে কসটেপ পেঁচানো অবস্থায় বস্তা বন্ধি লাশটি দেখতে পায় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। এঘটনায় সন্দেহ ভাজন হিসেবে একই বাসার ভাড়াটিয়া সাজিদুল ইসলাম ও রাকিব নামের দুইজনকে আটক করা হলে তারা ওই শিশুকে ধর্ষনের পর হত্যা করার বিষয়টি শিকার করলে তাদের গ্রেফতার করা হয়।
নিহতের নানা ওবায়দুর রহমান জানান,ওই নরপশু সাজেদুর আমার নিষ্পাপ নাতিনিটাকে ধর্ষণের পর হত্যা করে মুখে কস্টেপ পেঁচিয়ে বস্তুাবন্ধী করে ওই বাসার গলির ভিতর ফেলে রাখে। তিনি বলেন, আমার নাতিনিকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের যেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। তাহলেই আমি নাতনির আত্মা শান্তি পাবে। স্থানীয় কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন বলেন,গত মঙ্গলবার সকালে ওই শিশুটি নিখোঁজ হয়। আজ সকালে জানতে পারি শিশুটির
বস্তাবন্ধী লাশ উদ্ধার করা হয়েছে। এলাকার ভিতরে এমন ঘটনা খুবই দুঃখ জনক।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।আটককৃতরা ধর্ষন ও হত্যার ঘটনা শিকার করেছে।নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২