ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

শান্তিগঞ্জে চেয়ারম্যান হতে গিয়ে জামানত হারালেন দোলন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৪:৪২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে গিয়ে জামানত হারিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন৷ 

জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ বা ১২.৫ শতাংশ অর্থাৎ ৮ হাজার ১২৫ ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র ৪ হাজার ৯৮ ভোট। বুধবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে বিষয়টি জানা গেছে।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়াম স্থাপিত কন্ট্রোল রুমে উপজেলার ৫৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ২৫৫ ভোট। এবং ঘোড়া প্রতীকের প্রার্থী এডভোকেট বুরহান উদ্দিন দোলন ৪ হাজার ৯৮ ভোট পেয়ে জামানত হারান।

নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ বা  ১২.৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই বিধি অনুযায়ী এডভোকেট বুরহান উদ্দিন দোলনকে জামানত রক্ষার জন্য পেতে হতো ন্যূনতম ৮ হাজার ১২৫ ভোট। তা না পাওয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া অর্থ খোয়াতে হচ্ছে তাকে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, জামানত হারানোয় বুরহান উদ্দিন দোলন চেয়ারম্যান পদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে রাখা ১ লাখ টাকা বাজেয়াপ্ত
 হবে।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মুলাদী-বাবুগঞ্জে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশসহ ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড

ঘুষের টাকা ফেরত চাওয়ায় চেয়ারম্যানের মারধরে হাসপাতালে দিনমজুর

মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীকে কারাদণ্ড

কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু সাঈদ জনী

গোবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

রাকসু ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, প্রয়োজনে আসবে সেনাবাহিনী: পুলিশ কমিশনার

তানোরে পাতাপোড়া রোগে দিশাহারা কৃষক

হাটহাজারীতে বহিরাগতদের জমায়েত কেন্দ্র করে সড়ক অবরোধ

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে গণভোটসহ ৫ দফা দাবি

‎মিরসরাইয়ে ৪ পরিবারে ডাকাতির নারীদের ওপর ধর্ষণের চেষ্টা

মালেশিয়া প্রবাসী রাসেলের প্রতারণার বিচারের দাবীতে আইনের দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী মিতু